ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

ডলার ব্যবহার না করলে ১০০ ভাগ শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ১১:০৬:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ১১:০৬:১৭ পূর্বাহ্ন
ডলার ব্যবহার না করলে ১০০ ভাগ শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের
মার্কিন ডলার ব্যবহার না করলেই ১০০ শতাংশ শুল্কের খাঁড়া নেমে আসবে। রাশিয়া-চীনভিত্তিক ব্রিকস গ্রুপকে এমনই হুঁশিয়ারি দিলেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'ব্রিকসের গোষ্ঠীভুক্ত দেশগুলো ডলারের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আর সেটা বসে-বসে আমরা দেখছি- এমন দিন শেষ। ওইসব দেশকে আমাদের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে তারা নতুন কোনো মুদ্রা চালু করবে না বা ক্ষমতাশালী ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রার পক্ষে যুক্তি দেবে না। নাহলে তাদের ১০০ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে। আর দুর্দান্ত মার্কিন অর্থনীতিতে (নিজেদের পণ্য) বিক্রি করার চিন্তাভাবনাকে বিদায় জানাতে হবে।'

মার্কিন ডলার ব্যবহার না করলেই ১০০ শতাংশ শুল্কের খাঁড়া নেমে আসবে। রাশিয়া-চীনভিত্তিক ব্রিকস গ্রুপকে এমনই হুঁশিয়ারি দিলেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'ব্রিকসের গোষ্ঠীভুক্ত দেশগুলো ডলারের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আর সেটা বসে-বসে আমরা দেখছি- এমন দিন শেষ। ওইসব দেশকে আমাদের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে তারা নতুন কোনো মুদ্রা চালু করবে না বা ক্ষমতাশালী ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রার পক্ষে যুক্তি দেবে না। নাহলে তাদের ১০০ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে। আর দুর্দান্ত মার্কিন অর্থনীতিতে (নিজেদের পণ্য) বিক্রি করার চিন্তাভাবনাকে বিদায় জানাতে হবে।'
ব্রিকসে আছে ভারতও!
আর ট্রাম্প যে ব্রিকস গোষ্ঠীকে হুঁশিয়ারি দিয়েছে, তাতে ভারতও আছে। ২০০৯ সালে তৈরি ব্রিকস আপাতত একমাত্র বড় সংগঠন, যার সদস্য নয় আমেরিকা। ব্রিকসে ভারত, ব্রাজিল, রাশিয়া, চীন এবং দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ইরান, মিসর, ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশও আছে।

রাশিয়া ও চীনই মূলত বিকল্প মুদ্রার পক্ষে যুক্তি দিচ্ছে
গত কয়েক বছর ধরে মার্কিন ডলারের বিকল্প হিসেবে কোনো মুদ্রা বা নিজস্ব মুদ্রা চালু করার পক্ষে যুক্তি দিচ্ছে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলোর একাংশ। যে তালিকায় মূলত রাশিয়া এবং চীন আছে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে একটি নয়া ‘কমন’ মুদ্রার প্রস্তাব পেশ করেছিল ব্রাজিল। ভারত অবশ্য ওই পথে হাঁটেনি। বরং ব্রিকসের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ ভারত স্পষ্টভাবে জানিয়েছে যে লেনদেনের মাধ্যম হিসেবে মার্কিন ডলারকে বাদ দেয়ার পক্ষপাতী নয়।

‘টুঁটি টিপে দেয়ার' হুমকি ট্রাম্পের
সেই আবহেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণের আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বললেন, 'আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের পরিবর্তে ব্রিকস (যে নয়া কোনো মুদ্রা চালু করবে), সেটার কোনো সম্ভাবনা নেই। যে দেশ সেই চেষ্টা করবে, তাদের আমেরিকাকে বিদায় জানাতে হবে।' অর্থাৎ ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে মার্কিন বাজারে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের ‘টুঁটি টিপে দেয়া হবে।’

'ওই নীতি অন্য কারো হতে পারে….', জানিয়েছেন জয়শংকর
বিষয়টি নিয়ে আপাতত ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলোর তরফে কোনো মন্তব্য করা হয়নি। কোনো মন্তব্য করেনি ভারতও। তবে গত অক্টোবরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর স্পষ্টভাবে বলেছিলেন, 'আমার মতে, আপনি অন্য কারো সাথে আমাদের গুলিয়ে ফেলছেন। কারণ আমরা কখনো সক্রিয়ভাবে ডলারকে নিশানা করিনি। সেটা আমাদের অর্থনৈতিক বা রাজনৈতিক বা কৌশলগত নীতি নয়। সেই নীতি অন্য কারো হতে পারে।'

সেইসাথে জয়শংকর জানিয়েছিলেন, আসল সমস্যাটা হলো যে কয়েকটি দেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক আছে, যেগুলি মুদ্রা হিসেবে ডলার নেয় না। সেক্ষেত্রে অন্য কোনো উপায় খুঁজতে হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘আমরা শুধু আমাদের বাণিজ্য করার চেষ্টা করছি।’
সূত্র : হিন্দুস্তান টাইমস
 

কমেন্ট বক্স