ঢাকা , বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬ , ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, দুর্ভোগে জনজীবন আনিসুল হকের তিন গাড়ি ও ১৭ বিঘা জমি জব্দের আদেশ এবার ইউরোপের এক দেশ দখলের ইচ্ছা জানালেন ‘বেপরোয়া’ ট্রাম্প সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ প্রার্থিতা ফিরে পেতে ইসিতে তাসনিম জারা হাদি হত্যা মামলার চূড়ান্ত চার্জশিট সাত জানুয়ারি দেওয়া হবে: সিনিয়র সচিব বিএনপির গুলশান কার্যালয় থেকে গ্রেপ্তার যুবক রিমান্ডে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ খালেদা জিয়ার শোক বইতে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ নিউইয়র্কের কারাগারে মাদুরো, ভেনেজুয়েলা শাসন করবেন ট্রাম্প মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান চীনের ১৮ হাজার যুবককে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার যে ১০ লক্ষণ থাকলে প্রেমিকাকে অবশ্যই বিয়ে করবেন প্রতিদিন গোসল করা কি সত্যিই জরুরি ক্ষমতায় গেলে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে: তারেক রহমান এনসিপি ছাড়ায় ফেরত চাওয়া হচ্ছে টাকা, যে বার্তা দিলেন তাসনিম জারা তারেক রহমানের একান্ত সচিব ও প্রেস সচিব হলেন যারা তাসনিম জারার মনোনয়ন বাতিল

শত বছরের ঈদগাহ মাঠ দখল করে মৎস্য খামার, এলাকাবাসীর বিক্ষোভ

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৪:৫০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৪:৫০:৩৮ অপরাহ্ন
শত বছরের ঈদগাহ মাঠ দখল করে মৎস্য খামার, এলাকাবাসীর বিক্ষোভ
কিশোরগঞ্জের করিমগঞ্জে এক মুক্তিযোদ্ধা ও তার স্বজনদের বিরুদ্ধে শত বছরের পুরনো ঈদগাহ মাঠ দখল করে মাছের খামার তৈরির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সোমবার (২ ডিসেম্বর) করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের আতকাপাড়া এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, শত বছরের পুরনো আতকাপাড়া ঈদগাহ মাঠটি ঈদের নামাজ ছাড়াও খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া মাঠটিতে স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলা করে। প্রায় এক একর ৩৪ শতাংশ আয়তনের মাঠটি আরএস রেকর্ডেও ঈদগাহের নামে।

তবে মুক্তিযোদ্ধা আবু আনিস ফকির সম্প্রতি নিজের নামে মাঠটি রেকর্ড করিয়ে সেখানে মাছের খামার তৈরির কাজ শুরু করেছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। গত ২৯ নভেম্বর ভেকু দিয়ে মাঠের মাটি কাটার সময় বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এলাকাবাসীর পক্ষে বাদল মিয়া নামে একজন আদালতে অভিযোগ করলে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য করিমগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

এলাকাবাসী অভিযোগ করে বলেছেন, “মাঠটি দীর্ঘদিন ধরে ঈদের নামাজ, খেলাধুলা এবং কৃষিকাজের জন্য ব্যবহার হয়ে আসছে। মুক্তিযোদ্ধা আবু আনিস ফকির প্রশাসনের সহায়তায় এটি দখল করার চেষ্টা করছেন।”

অন্যদিকে মুক্তিযোদ্ধা আবু আনিস ফকিরের পরিবার বলছে, এটি তাদের কেনা জমি এবং দীর্ঘদিন ধরে অনাবাদী ছিল। এখন তারা চাষাবাদের উদ্যোগ নিয়েছেন।

আবু আনিস ফকিরের ছেলে নূরুজ্জামান ফকির নয়ন বলেন, “আমরা ঈদগাহ মাঠ দখল করতে যাব কেন? এক একর জমি আমার বাবা কিনেছেন, ঈদগাহের জন্য ৩৪ শতাংশ জমি রয়ে গেছে। কিন্তু এলাকার কিছু মানুষ অহেতুক ঝামেলা সৃষ্টি করছে।”

ঘটনার পর পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। করিমগঞ্জ থানার ওসি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।

কমেন্ট বক্স
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, দুর্ভোগে জনজীবন

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, দুর্ভোগে জনজীবন