ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ , ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শনিবার থেকে কমতে পারে তাপমাত্রা ১৬ বছর পর কারামুক্ত হলেন বিডিআরের ১৬৮ সদস্য ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের বাবা! সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না যুক্তরাষ্ট্রে আতঙ্কে অবৈধ বাংলাদেশিরা, গ্রেফতার ৪ আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের আন্দোলন স্থগিত বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস ট্রাম্প-মোদির বৈঠক আয়োজনে ব্যাপক তৎপরতা ভারতের মহার্ঘ ভাতা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ : প্রেস সচিব দিনের ভোট রাতে করা ডিসিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু ধর্ম নিয়ে দুই স্ত্রীর টানাটানিতে ১০ বছর ধরে ঢামেকের মর্গে স্বামীর মরদেহ জাতিসঙ্ঘের মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ সাইফের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’ খ্যাত রনিত যুক্তরাষ্ট্রে আরও রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার ওষুধ, রেস্তোরাঁ ও পোশাকে ভ্যাট কমানোর সিদ্ধান্ত আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী শাহজালালে বোমাতঙ্কের অবসান, যাত্রীরা নিরাপদ তিন বাহিনীর পোশাকের ডিজাইনার ও অনুমোদনকারীদের দ্রুত গ্রেপ্তার করা হউক - আসিফ চালের দামে অস্থিরতা কমেছে, আমদানি করা হচ্ছে ১০ লাখ টন চাল–গম: খাদ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া বন্ধের ঘোষণা ট্রাম্পের

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০১:২৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০১:২৯:২৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া বন্ধের ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নিলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার প্রচলিত নিয়ম বাতিলের ঘোষণা দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

সোমবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ২০২১ সালে ক্যাপিটল হিলে সংঘটিত দাঙ্গায় জড়িতদের মামলা পুনর্বিবেচনা করবেন। এনবিসি-র মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “এই মানুষগুলো নরকযন্ত্রণা ভোগ করছে। আমি প্রথম দিনেই তাদের জন্য দ্রুত পদক্ষেপ নেব।”

২০২১ সালের ৬ জানুয়ারি, ক্যাপিটল ভবনে ট্রাম্পের সমর্থকদের হামলায় পাঁচজন নিহত হয়েছিলেন। তারা তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী ফলাফল ঘোষণার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ক্যাপিটলের ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছিল।

এছাড়া ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার প্রচলিত নিয়মও বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রত্যেকেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পান। তবে ট্রাম্প বলছেন, “এই নিয়ম পরিবর্তন করতে হবে।”

ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে মার্কিন নাগরিকত্ব এবং গ্রিনকার্ড পাওয়ার জন্য বর্তমানে প্রচলিত একটি সহজ পথ বন্ধ হয়ে যাবে। কারণ, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুরা তাদের অভিবাসী বাবা-মাকে বৈধ বসবাসের অনুমতি পাইয়ে দেয়।

তবে অভিবাসন আইনজীবীরা ট্রাম্পের এই পরিকল্পনাকে সাংবিধানিক লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। তারা বলছেন, সংবিধানে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সুরক্ষিত করা হয়েছে, যা নির্বাহী আদেশ দিয়ে পরিবর্তন সম্ভব নয়।

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অভিবাসনসহ জ্বালানি এবং অর্থনীতির ক্ষেত্রে একাধিক নির্বাহী আদেশ জারি করার পরিকল্পনার কথাও জানিয়েছেন ট্রাম্প।

কমেন্ট বক্স