ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রডব্যান্ড ইন্টারনেট মিলবে সর্বনিম্ন ৫০০ টাকায়, ঘোষণা আইএসপিএবি’র গতকাল এসেছে বাপ্পার ‘আগামীকাল’ ফেব্রুয়ারি থেকে এপ্রিল লক্ষ্য রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে: সিইসি ১৯ বছর পর চালু হচ্ছে বিসিবির অ্যাওয়ার্ড নাইট ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ইতালিতে নিহত ২ যুক্তরাষ্ট্র সফরে যাদের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতানিয়াহু সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১ ‘আমার নামে বদনাম করলে, আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে’ যে কারণে পোল্যান্ডে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করবে নরওয়ে সাজা মওকুফ করে ৫৬ বন্দিকে মুক্তি দিল সরকার ‘ইরানিরা কখনোই বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না’ ফোনালাপ বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত ইসরায়েলের কাছে নতুনভাবে ৫১০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের ‘পুলিশের চরিত্রে অভিনয়ের জন্য দর্শক আরও মনে রেখেছে’ শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতির আবেদন জানাবেন আইনজীবী সরকারি ভর্তুকি প্রত্যাহার করা হবে, মাস্ককে সতর্কবার্তা ট্রাম্পের গাজায় যুদ্ধ বন্ধ চান ট্রাম্প, জানাল হোয়াইট হাউজ ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত ৩৪ মহানবী (সা.) ও মুসা (আ.)-কে নিয়ে ব্যাঙ্গাত্মক চিত্র আঁকায় তুরস্কে চার কার্টুনিস্ট গ্রেফতার আগামী নির্বাচন সুষ্ঠু না হলে কঠিন পরিস্থিতিতে পড়বে দেশ: তাহের

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া বন্ধের ঘোষণা ট্রাম্পের

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০১:২৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০১:২৯:২৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া বন্ধের ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নিলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার প্রচলিত নিয়ম বাতিলের ঘোষণা দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

সোমবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ২০২১ সালে ক্যাপিটল হিলে সংঘটিত দাঙ্গায় জড়িতদের মামলা পুনর্বিবেচনা করবেন। এনবিসি-র মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “এই মানুষগুলো নরকযন্ত্রণা ভোগ করছে। আমি প্রথম দিনেই তাদের জন্য দ্রুত পদক্ষেপ নেব।”

২০২১ সালের ৬ জানুয়ারি, ক্যাপিটল ভবনে ট্রাম্পের সমর্থকদের হামলায় পাঁচজন নিহত হয়েছিলেন। তারা তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী ফলাফল ঘোষণার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ক্যাপিটলের ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছিল।

এছাড়া ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার প্রচলিত নিয়মও বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রত্যেকেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পান। তবে ট্রাম্প বলছেন, “এই নিয়ম পরিবর্তন করতে হবে।”

ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে মার্কিন নাগরিকত্ব এবং গ্রিনকার্ড পাওয়ার জন্য বর্তমানে প্রচলিত একটি সহজ পথ বন্ধ হয়ে যাবে। কারণ, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুরা তাদের অভিবাসী বাবা-মাকে বৈধ বসবাসের অনুমতি পাইয়ে দেয়।

তবে অভিবাসন আইনজীবীরা ট্রাম্পের এই পরিকল্পনাকে সাংবিধানিক লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। তারা বলছেন, সংবিধানে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সুরক্ষিত করা হয়েছে, যা নির্বাহী আদেশ দিয়ে পরিবর্তন সম্ভব নয়।

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অভিবাসনসহ জ্বালানি এবং অর্থনীতির ক্ষেত্রে একাধিক নির্বাহী আদেশ জারি করার পরিকল্পনার কথাও জানিয়েছেন ট্রাম্প।

কমেন্ট বক্স
ব্রডব্যান্ড ইন্টারনেট মিলবে সর্বনিম্ন ৫০০ টাকায়, ঘোষণা আইএসপিএবি’র

ব্রডব্যান্ড ইন্টারনেট মিলবে সর্বনিম্ন ৫০০ টাকায়, ঘোষণা আইএসপিএবি’র