ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবসন্ত হলে খাবেন না ৪ খাবার রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা ঋণের অর্থ ছাড়ের আগে শনিবার ঢাকা আসছে আইএমএফের প্রতিনিধি দল বিমসটেক সম্মেলন: পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক চলছে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ বন্ধুরা মিলে মদ পানে ৩ জনের মৃত্যু, অসুস্থ ৮ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা এনসিপির অভিযোগ— স্থানীয় পর্যায়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ নেই ফোর্বসের প্রতিবেদন: বিশ্বধনীদের তালিকায় শীর্ষে যারা তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের ট্রেন থেকে ছোড়া পানির বোতল বুকে লেগে কিশোরের মৃত্যু ট্রেনের ছাদে টিকটক বানাতে গিয়ে ২ যুবকের মৃত্যু সীমান্তে মাইন বিস্ফোরণ, পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি আমার ওপর যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে : জামায়াতের আমির ব্যাঙ্ককে ইউনূস-মোদি বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ : পররাষ্ট্রসচিব রংপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেফতার সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নতুন নয়: ড. খলিলুর রহমান ঈদের তৃতীয় দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিবের যে সিনেমা ভূমিকম্প: ত্রাণের গাড়ি লক্ষ্য করে সতর্কতামূলক গুলি জান্তা সরকারের

মানুষকে হাসিয়ে মাসে লাখ টাকা আয় করেন নয়ন-নালু-বাতেন

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০৫:৩০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০১:২৫:৪৮ অপরাহ্ন
মানুষকে হাসিয়ে মাসে লাখ টাকা আয় করেন নয়ন-নালু-বাতেন
মোবাইল দিয়ে এভাবেই বিনোদন ভিডিও বানিয়ে মাসে ১০ থেকে ১৫ লাখ টাকা আয় করেছেন জনিপ্রয় কন্টেন্ট ক্রিয়েটর, নয়ন, নালু ভাই ও বাতেন।

২০১৯ সালে নাগেশ্বরীর নেওয়াশী ইউনিয়নের নয়ন খান ফেসবুকে কয়েকটি ভিডিও পোস্ট করার মাধ্যমে যাত্রা শুরু করেন। সেসময় স্থানীয় বাজারে ভাতের হোটেল চালিয়ে সংসারের খরচ চালাতেন তিনি। তবে ভিডিও তৈরির প্রতি আগ্রহ থেকেই করোনাকালীন সময় ছোট ভাই নাঈম ইসলামকে সঙ্গে নিয়ে শুরু করেন 'নয়ন হাব' নামের ফেসবুক পেজ।  

নয়ন বলেন, "প্রথমদিকে ভিডিওগুলোতে তেমন ভিউ আসেনি। তবুও হাল ছাড়ি নাই। একসময় একটি ভিডিও ভাইরাল হলে নতুন উদ্যমে কাজ শুরু করি। তখনই যোগ দেয় ইউসুফ শেখ ওরফে নালু ভাই। টিমে আরও যুক্ত হন আব্দুল আলীম, যাকে সবাই বাতেন নামে চিনি। আর ক্যামেরার পেছনের কারিগর ছোট ভাই নাঈম ইসলাম।"

তিনি আরও বলেন, তখন কোনো উন্নত সরঞ্জাম ছাড়াই মাত্র ১২ হাজার টাকার মোবাইল ফোন দিয়ে শুরু হয় তাদের যাত্রা। 

নিজের দক্ষতা আর ইচ্ছাশক্তির জোরেই তারা দেখিয়ে দিয়েছেন, কঠোর পরিশ্রম আর সৃজনশীলতা দিয়ে কিভাবে সাফল্য অর্জন করা যায়।  

নালু ভাই বলেন, "শুরুর দিকে পরিবারের সদস্য এবং আশপাশের মানুষের বাঁকা দৃষ্টি উপেক্ষা করেই কন্টেন্ট তৈরি চালিয়ে যাই। ধীরে ধীরে আমাদের অধিকাংশ ভিডিও ভাইরাল হতে শুরু করে। জনপ্রিয়তা ছাড়িয়ে যায় নিজ এলাকা থেকে সারা দেশে।"

২০২১ সালের জুন-জুলাইয়ে প্রথমবারের মতো ৮০ হাজার টাকা আয় করেন নয়ন। এরপর ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের সময় একবারেই ১৫ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তাদের পাঁচটি ফেসবুক পেজ এবং দুটি ইউটিউব চ্যানেল রয়েছে।  

ফেসবুক থেকে আয় কিছুটা কমে এলেও ইউটিউবে নিয়মিত কন্টেন্ট পোস্ট করছেন তারা। মাসে লাখ লাখ টাকা উপার্জন করছেন, যা দেশের রেমিটেন্স খাতেও ভূমিকা রাখছে।  

তাদের সাফল্য প্রমাণ করে, সৃজনশীল চিন্তা এবং নিরলস পরিশ্রম মানুষকে যেকোনো সীমাবদ্ধতা পেরিয়ে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে। তারা এখন দেশের উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনুপ্রেরণার নাম।

কমেন্ট বক্স
জলবসন্ত হলে খাবেন না ৪ খাবার

জলবসন্ত হলে খাবেন না ৪ খাবার