ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজ অধ্যক্ষ ঝটিকা মিছিল: নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যসহ গ্রেফতার ১০ মাদক বন্ধে অ্যাকশন না নিলে চাকরি থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা স্বায়ত্তশাসনের দাবিতে পরমাণু শক্তি কমিশনের সংবাদ সম্মেলন ঢাকায় শ্রমিক সমাবেশ করবে বিএনপি হাইড্রোজেনভিত্তিক বোমার সফল পরীক্ষা চালিয়েছে চীন মহানবীকে কটূক্তি করায় তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষা হবে ডিএনসিসির সব নগর স্বাস্থ্য ও মাতৃসদন কেন্দ্রে এবার মালদ্বীপে তুরস্কের যুদ্ধজাহাজ, শঙ্কিত ভারত বাংলাদেশ থেকে সেনাসদস্য নেবে কাতার: প্রেস সচিব সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা দোহায় বিশ্বব্যাপী শান্তি ছড়ানোর বার্তা দিলেন ড. ইউনূস ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা ভ্যাটিকানের উন্মুক্ত প্রাঙ্গণে আগামী শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্য তরুণদের গবেষণায় আগ্রহী করছে ‘ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ ডিবি হেফাজতে সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয়: ডিএমপির দাবি পারভেজ হত্যা: ইউনিভার্সিটি অব স্কলার্সের ২ ছাত্রী সাময়িক বহিষ্কার যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটরের স্ত্রীর বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ বেসামরিক স্থাপনায় হামলা বন্ধে রাশিয়ার স্পষ্ট জবাব চাইলেন জেলেনস্কি সাগর-রুনি হত্যা মামলা তদন্তে আরো ছয় মাস সময় দিলেন হাইকোর্ট

‘হাঁসের রাজা’ আব্দুল্লাহ শফিকের বিরল হ্যাটট্রিক

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ১১:৪৬:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ১২:৪২:৫৬ অপরাহ্ন
‘হাঁসের রাজা’ আব্দুল্লাহ শফিকের বিরল হ্যাটট্রিক
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স পার্কে পাকিস্তানের ইতিহাস গড়া জয়ের গল্পে সাইম আইয়ুব সেঞ্চুরির আলোয় মাতালেন সবাইকে। তবে তার ওপেনিং সঙ্গী আব্দুল্লাহ শফিক ইতিহাস গড়লেন একেবারে ভিন্ন কারণে—এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের জন্য।

রোববার (২২ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তান ৩৬ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে। পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব ৯৪ বলে ১০১ রানের ঝকঝকে ইনিংস খেলে ম্যাচসেরা হন। সিরিজে দুই সেঞ্চুরি করে ২২ বছর বয়সী এই ব্যাটার জিতে নেন সিরিজসেরার পুরস্কারও।

কিন্তু তার সঙ্গী আব্দুল্লাহ শফিকের সিরিজটি হলো পুরোপুরি দুঃস্বপ্নের। সিরিজের তৃতীয় ম্যাচে তিনি গোল্ডেন ডাক মেরে ইতিহাসের প্রথম ওপেনার হলেন, যিনি তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে প্রতিটি ম্যাচেই ডাক মেরেছেন।

এর আগে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এমন রেকর্ড গড়েছিলেন, তবে সেটি ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সাত ম্যাচের সিরিজে। শফিকের নামটি এখানে গাপটিলের চেয়ে আরও বেশি নজর কেড়েছে, কারণ তিন ম্যাচেই ডাক মারার রেকর্ডটি এককভাবে তার।

শুধু তাই নয়, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তিন ম্যাচের সিরিজে টানা তিন ডাক মেরেছেন আর মাত্র একজন ব্যাটার। গত বছর ভারতের সূর্যকুমার যাদব অস্ট্রেলিয়ার বিপক্ষে এই অনাকাঙ্ক্ষিত কীর্তি দেখান।

সিরিজে শফিকের পারফরম্যান্স ছিল হতাশাজনক। কেপ টাউনে দ্বিতীয় ম্যাচে দুই বলে ডাক, পার্লে প্রথম ম্যাচে চার বলে শূন্য এবং শেষ ম্যাচে গোল্ডেন ডাক। এই বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে দুই ইনিংসে ডাক দিয়ে পেয়ার করেছিলেন। চলতি বছর সব ফরম্যাটে শফিক ডাক মেরেছেন সাতবার, যা কেবল জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানির (৯ বার) চেয়ে কম। ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহও তার সমান ৭টি ডাক মেরেছেন।

সাইম আইয়ুব যখন আলো কুড়িয়েছেন, তখন শফিক হয়তো আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশায় মুখ লুকানোর গর্ত খুঁজছেন।

কমেন্ট বক্স
দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজ অধ্যক্ষ

দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজ অধ্যক্ষ