ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির পাকিস্তানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মঞ্চে আজহারী, অপেক্ষার প্রহর শেষ হলো চাঁপাইনবাবগঞ্জবাসীর ‘মৎস্যকে শিল্প বানালে এর মূল চরিত্র নষ্ট হয়ে যাবে’ তুরস্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত দুদক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণা, যোগাযোগের পরামর্শ মহাপরিচালকের নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর মিলল শিক্ষার্থীর মরদেহ বিরোধীতা সত্ত্বেও ইমরান খানের নামে স্টেডিয়াম নামকরণের সিদ্ধান্ত ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব : তারেক রহমান যখন কাউকে প্রয়োজন হবে, তখনই আপনি একা : পরীমণি আজহারুলকে মুক্তি না দিলে ৩ কোটি জামায়াত নেতা-কর্মী জেলে যেতে প্রস্তুত: শফিকুর রহমান ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ খিলগাঁও গ্যারেজপট্টির আগুনে পুড়ে ছাই ২৪ গাড়ি চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি, দাবি পুলিশের মিরপুরে একাধিক দোকান ও বাসায় দুর্ধর্ষ ডাকাতি জুলাই বিপ্লবের কৃতিত্ব কাদের, জানালেন মির্জা ফখরুল বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রবাসী জেলেনস্কিকে গুরুত্বপূর্ণ মনে করেন না ট্রাম্প মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি

ব্রিক্স দক্ষিণের বৈশ্বিক-সহযোগিতার কেন্দ্র; শরিক হতে আরও নয়টি দেশের প্রস্তুতি

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১২:৫১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১২:৫১:৪৯ অপরাহ্ন
ব্রিক্স দক্ষিণের বৈশ্বিক-সহযোগিতার কেন্দ্র; শরিক হতে আরও নয়টি দেশের প্রস্তুতি
পার্স-টুডে-আরও নয়টি দেশ ব্রিক্স জোটের সহযোগী বা শরিক হতে প্রস্তুতির কথা ঘোষণা করেছে।  চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মায়োও নিং এ খবর দিয়েছেন।তিনি রাশিয়ার প্রেসিডেন্টের শীর্ষস্থানীয় সহকারী ইউরি উশাকভের সাম্প্রতিক বিবৃতির দিকে ইঙ্গিত করে বলেছেন, ব্রিক্সের শরিক বা সহযোগী হয়ে শিগগিরই সহযোগিতার কাজে সক্রিয় হচ্ছে আরও নয়টি দেশ এবং বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলোর মধ্যে বেশ লক্ষণীয় মাত্রায় ঐক্য ও সহযোগিতা জোরদারের ক্ষেত্র বা কেন্দ্র হয়ে উঠেছে এই জোট। 

পার্সটুডের রিপোর্ট অনুযায়ী চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ব্রিকসের প্রতিনিধিত্ব ও প্রভাব ক্রমেই বাড়তে থাকায় তা আন্তর্জাতিক সহযোগিতার এক বড় মাধ্যমে পরিণত হয়েছে। আগামী ২০২৫ সালের শুরু তথা ১ জানুয়ারি থেকে বেলারুশ, বলিভিয়া, ইন্দোনেশিয়া, কাজাকিস্তান, কিউবা, মালয়েশিয়া, থাইল্যান্ড, উগান্ডা ও উজবেকিস্তান ব্রিকসের সহযোগীর পদ লাভ করবে।ব্রিক্স আন্তর্জাতিক টেলিভিশনের বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্টের শীর্ষস্থানীয় সহকারী ইউরি উশাকভ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। এই দেশগুলো ব্রিকসের শরিক বা সহযোগীর পদ লাভে তাদের প্রস্তুতির কথা আবারও জোর দিয়ে উল্লেখ করেছে বলে তিনি জানান। মস্কো আরও চারটি দেশের জবাবের জন্য অপেক্ষা করছে বলেও তিনি জানিয়েছেন। 

ব্রিকসের শরিক দেশগুলো এ সংস্থায় প্রস্তাব উত্থাপন করতে পারলেও কোনো প্রস্তাব অনুমোদনের প্রক্রিয়ায় বা ভোটে অংশ নিতে পারে না।  কাজান ঘোষণা বা ইশতিহার যা ব্রিকসের ষোলতম বৈঠকে উত্থাপন করা হয়েছে তাতে এই শ্রেণী বিভাগের প্রতি সমর্থন জানানো হয়েছে এবং এই জোটে অন্যান্য দেশের অংশগ্রহণের আগ্রহকেও স্বাগত জানানো হয়। ওই বৈঠকে শরিক হিসেবে আমন্ত্রিত দেশগুলোর তালিকা অনুমোদন করা হয়েছিল। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির

প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির