ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান হানি ট্র্যাপে ভারতীয় নৌ কর্মকর্তা, গুরুত্বপূর্ণ তথ্য পাচার সন্ত্রাসবাদকে স্বাভাবিকভাবে না দেখতে বাংলাদেশকে আহ্বান ভারতের গোপনে বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি! পাত্র কে? শেফিল্ডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার বাংলাদেশের হামজা ৬ শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে আজ ৬ জিম্মিকে ছাড়ছে হামাস এবার ম্যাক্রোঁ ও স্টারমারের ওপর তোপ দাগলেন ট্রাম্প ক্রেতা থাকলেও বিক্রি কম বইমেলায়   খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন: জয়নুল আবদিন রণবীর সিংয়ের মুখে এফবিআই প্রধানের ছবি বসিয়ে অভিনন্দন একুশের পথ ধরেই গণতান্ত্রিক স্বাধিকার অর্জিত হয়েছে- তারেক রহমান ৩ দিন শিলাসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস পেছনে পুলিশ সামনে স্বাধীনতা বলা ছাত্রীকে জামায়াত আমিরের স্যালুট একাধিক বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে আতঙ্ক মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ৪৫ বাংলাদেশিকে সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প, কমছে জনপ্রিয়তা: জরিপ ফের স্বর্ণের দামে রেকর্ড, প্রতিভরি ১৫৪৫২৫ টাকা  মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট ছুটির দিনেও বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

বিয়ের আনন্দ বিষাদে পরিণত হলো

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০২:২০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০২:২০:৪৯ অপরাহ্ন
বিয়ের আনন্দ বিষাদে পরিণত হলো
অন্তঃসত্ত্বা রেশমা আক্তার। বয়স ২৮। ৬ বছর বয়সী ছেলে আব্দুল্লাহকে নিয়ে বোনের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন মাদারীপুরের ডাসারে। তবে তাদের আর বিয়ের অনুষ্ঠানে যাওয়া হয়নি। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রেশমা তার ছেলেসহ নিহত হয়েছেন। একই সাথে রেশমার অনাগত সন্তানও মারা গেছে। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পুয়ালী গ্রামে। এই ঘটনায় শোকে মাতম বইছে বিয়ে বাড়িতে। যাদের অবহেলায় সড়ক দুর্ঘটনা ঘটেছে তাদের শান্তি দাবী করেছেন স্বজন ও স্থানীয়রা। এদিকে শনিবার সকালে নিহতদের দাফন সম্পন্ন হয়েছে।

জানা গেছে, মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পুয়ালী গ্রামের মালেক ঘরামির বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। ছোট মেয়ে পুতুল আক্তারের বিয়ের দিন ছিলো শুক্রবার। পুতুলের সাথে পাশে মাইজপাড়া গ্রামের জসিম উদ্দিনের সাথে বিয়ে দিন ধার্য হয়। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে বিয়ের দাওয়াতও দেয়া হয়। দাওয়াতের আসার জন্য মোটরসাইকেল যোগে ফিরছিলেন স্বামী, সন্তানসহ রেশমা। মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল দেয়ার জন্য মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল রেশমার স্বামী। পিছন থেকে আসা একটি যাত্রীবাহীবাস দ্রুত চাপা দেয় মোটরসাইকেল। ঘটনাস্থলেই মারা যায় রেশমার ছেলে আব্দুল্লাহ। উদ্ধার করে রেশমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় অন্তঃসত্ত্বা রেশমা আনাগত সন্তানসহ মারা যায়। এই খবর বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবারে। বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়েছে।

নিহত রেশমার বাবা মালেক ঘরামি বলেন, যাদের অবহেলায় দুর্ঘটনা ঘটেছে তাদের বিচার চাই। আমার ছোট মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিলো শুক্রবার। বিয়ের অনুষ্ঠানে আমার আরেক মেয়ে ও নাতি আসছিল। পথেই মাওয়া এক্সপ্রেস ওয়েতে টোল দেয়ার সময় দুর্ঘটনায় নিহত হয়েছে। বিয়ের অনুষ্ঠানে আর আসতে পারেনি।ডাসার থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মাওয়া টোল প্লাজায় একই পরিবারের অন্তঃসত্ত্বা নারীসহ ২ জন নিহত হয়েছে।উল্লেখ্য, শুক্রবার সড়ক দুর্ঘটনায় মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় ৬ জন নিহত হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর

কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর