ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজ অধ্যক্ষ ঝটিকা মিছিল: নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যসহ গ্রেফতার ১০ মাদক বন্ধে অ্যাকশন না নিলে চাকরি থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা স্বায়ত্তশাসনের দাবিতে পরমাণু শক্তি কমিশনের সংবাদ সম্মেলন ঢাকায় শ্রমিক সমাবেশ করবে বিএনপি হাইড্রোজেনভিত্তিক বোমার সফল পরীক্ষা চালিয়েছে চীন মহানবীকে কটূক্তি করায় তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষা হবে ডিএনসিসির সব নগর স্বাস্থ্য ও মাতৃসদন কেন্দ্রে এবার মালদ্বীপে তুরস্কের যুদ্ধজাহাজ, শঙ্কিত ভারত বাংলাদেশ থেকে সেনাসদস্য নেবে কাতার: প্রেস সচিব সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা দোহায় বিশ্বব্যাপী শান্তি ছড়ানোর বার্তা দিলেন ড. ইউনূস ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা ভ্যাটিকানের উন্মুক্ত প্রাঙ্গণে আগামী শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্য তরুণদের গবেষণায় আগ্রহী করছে ‘ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ ডিবি হেফাজতে সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয়: ডিএমপির দাবি পারভেজ হত্যা: ইউনিভার্সিটি অব স্কলার্সের ২ ছাত্রী সাময়িক বহিষ্কার যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটরের স্ত্রীর বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ বেসামরিক স্থাপনায় হামলা বন্ধে রাশিয়ার স্পষ্ট জবাব চাইলেন জেলেনস্কি সাগর-রুনি হত্যা মামলা তদন্তে আরো ছয় মাস সময় দিলেন হাইকোর্ট

গাজায় চিকিৎসা ব্যবস্থার ওপর হামলা ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের সামিল: ডব্লিউএইচও

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৩:৫১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৩:৫১:৩১ অপরাহ্ন
গাজায় চিকিৎসা ব্যবস্থার ওপর হামলা ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের সামিল: ডব্লিউএইচও
ফিলিস্তিনের উত্তর গাজায় অবস্থিত কামাল আদওয়ান হাসপাতালটি সম্প্রতি ইসরাইলি বাহিনীর ন্যাক্কারজনক হামলার শিকার হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে, চিকিৎসা ব্যবস্থার ওপর হামলা হাজার হাজার ফিলিস্তিনির জন্য মৃত্যুদণ্ডের সমান। সংস্থাটি এও উল্লেখ করেছে যে, এই ভয়াবহতার অবসান হওয়া উচিত।

শনিবার (২৮ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় ২৭ ডিসেম্বর ইসরাইলি সামরিক বাহিনী কামাল আদওয়ান হাসপাতালের ওপর হামলা চালায়, যার ফলে হাসপাতালটি কাজ করা বন্ধ হয়ে যায়।

ডব্লিউএইচও এক এক্স পোস্টে জানিয়েছে, হামলার ফলে হাসপাতালের গুরুত্বপূর্ণ কিছু বিভাগ মারাত্মকভাবে পুড়ে যায় এবং ধ্বংস হয়ে যায়।

ইসরাইলি সামরিক বাহিনী হাসপাতালের ওপর হামলা চালানোর বিষয়ে একটি বিবৃতি দিয়েছে, যেখানে দাবি করা হয়েছে, হাসপাতালটি ‘হামাস সন্ত্রাসীদের শক্ত ঘাঁটি হিসেবে কাজ করে’। তবে, এই দাবি নিশ্চিত করার জন্য ইসরাইলি বাহিনী কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি, এবং হামাসও এই অভিযোগ অস্বীকার করেছে।

আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালে ১৮০ জন মেডিকেল স্টাফ এবং ৭৫ জন রোগীসহ মোট ৩৫০ জন ছিল। ডব্লিউএইচও জানিয়েছে, ৬০ জন স্বাস্থ্যকর্মী এবং ২৫ জন গুরুতর রোগী এখনও হাসপাতালের মধ্যে আটকে আছেন। এদিকে, ধ্বংসপ্রাপ্ত হাসপাতাল থেকে মাঝারি ও গুরুতর অবস্থার রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

এছাড়া, ডব্লিউএইচও তাদের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং একাধিকবার যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

কমেন্ট বক্স
দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজ অধ্যক্ষ

দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজ অধ্যক্ষ