ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেসামরিক স্থাপনায় হামলা বন্ধে রাশিয়ার স্পষ্ট জবাব চাইলেন জেলেনস্কি সাগর-রুনি হত্যা মামলা তদন্তে আরো ছয় মাস সময় দিলেন হাইকোর্ট ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো আলোচনায় বিএনপি ব্যবসায় নতুন প্রজন্মকে যুক্ত করতে ওয়ালটনের নতুন উদ্যোগ সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ জুনে অনিশ্চিত সাফ পলাতক আ.লীগ নেতাদের প্রত্যাবাসন চাইব : প্রেস সচিব আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক গাত্তি আর নেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দুদকের অভিযান মানবতাবিরোধী অপরাধ মামলা: জামায়াত নেতা আজহারের আপিল শুনানি কাল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান প্রধান উপদেষ্টার গাজায় ইসরায়েলি হামলার নিন্দা, মানবিক সহায়তার দাবি অ্যাঞ্জেলিনা জোলির বাংলাদেশের ভূখণ্ড দিয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেলপথ প্রকল্প স্থগিত করল ভারত ৮৮ বছর বয়সে মারা গেলেন পোপ ফ্রান্সিস বনানী ১১-তে ব্যাটারিচালিত রিকশাচালক ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ৩ মে মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি : নেপালের রাষ্ট্রদূত সিলেট টেস্ট: বাংলাদেশকে চাপে রেখেই দিনটা নিজেদের করে নিলেন জিম্বাবুয়ে পারভেজের মতো ছাত্রনেতার খুনীরা দেশ পরিবর্তনের আন্দোলনে ছিলো না: ফখরুল এনসিটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি চট্টগ্রাম মহানগর জামায়াতের

মধ্যরাতে বাস থেকে অচেতন অবস্থায় উপসচিব উদ্ধার

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ১১:৩২:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ১১:৩২:১৩ পূর্বাহ্ন
মধ্যরাতে বাস থেকে অচেতন অবস্থায় উপসচিব উদ্ধার
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথকে (৫৫) একটি যাত্রীবাহী বাস থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ ডিসেম্বর) মধ্যরাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

তেজগাঁও থানার উপপরিদর্শক (পিএসআই) শুকহরি মধু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত দেড়টার দিকে তেজগাঁও শাহীন স্কুলের সামনে একটি চেকপোস্টে ডিউটি করার সময় হামজা এক্সপ্রেস বাসের স্টাফরা তাকে জানান, একজন যাত্রী অচেতন অবস্থায় রয়েছেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, দিলীপ কুমার চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে বাসে উঠেছিলেন এবং সায়দাবাদে নামার কথা ছিল। তবে সায়দাবাদে পৌঁছে ডাকাডাকি করার পরও তার কোনো সাড়া মেলেনি। এ সময় তার পাশের সিটে বসা আরেক যাত্রীকে দেখা যায়নি, যিনি চট্টগ্রাম থেকে তার সঙ্গে উঠেছিলেন এবং সায়দাবাদে নামার কথা বলেছিলেন।

উপপরিদর্শক আরও জানান, দিলীপ কুমারের ব্যাগে একটি বাটন ফোন এবং ভিজিটিং কার্ড ছাড়া আর কিছু পাওয়া যায়নি। ভিজিটিং কার্ড থেকে তার পরিচয় নিশ্চিত করা হয় এবং পরে তার স্ত্রীকে খবর দেয়া হয়। তার স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি পার্বত্য অঞ্চলে ভ্রমণে গিয়েছিলেন এবং সেখান থেকে রাতের বাসে ঢাকায় ফিরছিলেন। তার সঙ্গে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি খোয়া গেছে।

বাসটির সুপারভাইজার পারভেজ আহমেদ বলেন, ভুক্তভোগী এবং তার পাশের সিটের যাত্রী চট্টগ্রামের একই স্থান থেকে উঠেছিলেন। তারা বাসের মধ্যে বেশ জমিয়ে গল্প করছিলেন, দেখে মনে হয়েছিল তারা পূর্বপরিচিত। তবে ঢাকার চিটাগং রোডে অপর যাত্রীটি বাস থেকে নেমে যান।

পুলিশ ধারণা করছে, দিলীপ কুমার অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। তার কাছ থেকে আর কী কী খোয়া গেছে, তা এখনো জানা যায়নি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কমেন্ট বক্স
বেসামরিক স্থাপনায় হামলা বন্ধে রাশিয়ার স্পষ্ট জবাব চাইলেন জেলেনস্কি

বেসামরিক স্থাপনায় হামলা বন্ধে রাশিয়ার স্পষ্ট জবাব চাইলেন জেলেনস্কি