ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু আটক প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক করেছে ইরান হাদির হামলাকারীর ছবি প্রকাশ, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা হাদি সুস্থ না হওয়া পর্যন্ত তার অসমাপ্ত কাজ আমি করব ইনশাআল্লাহ: মাহমুদুর রহমান শাহরুখ খানকে দেখেই হাত বাড়িয়ে দিলেন মেসি চট্টগ্রামের ১৬ আসনে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ হাদির বিষয়ে আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই: ডা. সায়েদুর রহমান ফের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করল ইরান নিবিড় পর্যবেক্ষণে হাদি, হাসপাতালে ভিড় না করার আহ্বান তাসনিম জারার তফসিলকে স্বাগত জানিয়ে দায়িত্বশীলদের নতুন নির্দেশনা দিলেন জামায়াত আমির ওসমান হাদী গুলিবিদ্ধ, নেওয়া হয়েছে ঢামেকে বিএনপি কখনো ধর্মের নামে রাজনীতিতে বিভক্তি আনতে চায় না: সালাহউদ্দিন জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সংসদ ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করলো বুলগেরিয়া সরকার রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় কিশোর গ্রেফতার গলায় পোড়া দাগ ছিল একমাত্র ক্লু, যেভাবে ধরা পড়েন আয়েশা বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের ত্বকে বয়সের ছাপ? দূর করবে এই ৪ পানীয় মদ বিক্রির নিয়ম আরও শিথিল করল সৌদি

মধ্যরাতে বাস থেকে অচেতন অবস্থায় উপসচিব উদ্ধার

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ১১:৩২:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ১১:৩২:১৩ পূর্বাহ্ন
মধ্যরাতে বাস থেকে অচেতন অবস্থায় উপসচিব উদ্ধার
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথকে (৫৫) একটি যাত্রীবাহী বাস থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ ডিসেম্বর) মধ্যরাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

তেজগাঁও থানার উপপরিদর্শক (পিএসআই) শুকহরি মধু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত দেড়টার দিকে তেজগাঁও শাহীন স্কুলের সামনে একটি চেকপোস্টে ডিউটি করার সময় হামজা এক্সপ্রেস বাসের স্টাফরা তাকে জানান, একজন যাত্রী অচেতন অবস্থায় রয়েছেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, দিলীপ কুমার চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে বাসে উঠেছিলেন এবং সায়দাবাদে নামার কথা ছিল। তবে সায়দাবাদে পৌঁছে ডাকাডাকি করার পরও তার কোনো সাড়া মেলেনি। এ সময় তার পাশের সিটে বসা আরেক যাত্রীকে দেখা যায়নি, যিনি চট্টগ্রাম থেকে তার সঙ্গে উঠেছিলেন এবং সায়দাবাদে নামার কথা বলেছিলেন।

উপপরিদর্শক আরও জানান, দিলীপ কুমারের ব্যাগে একটি বাটন ফোন এবং ভিজিটিং কার্ড ছাড়া আর কিছু পাওয়া যায়নি। ভিজিটিং কার্ড থেকে তার পরিচয় নিশ্চিত করা হয় এবং পরে তার স্ত্রীকে খবর দেয়া হয়। তার স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি পার্বত্য অঞ্চলে ভ্রমণে গিয়েছিলেন এবং সেখান থেকে রাতের বাসে ঢাকায় ফিরছিলেন। তার সঙ্গে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি খোয়া গেছে।

বাসটির সুপারভাইজার পারভেজ আহমেদ বলেন, ভুক্তভোগী এবং তার পাশের সিটের যাত্রী চট্টগ্রামের একই স্থান থেকে উঠেছিলেন। তারা বাসের মধ্যে বেশ জমিয়ে গল্প করছিলেন, দেখে মনে হয়েছিল তারা পূর্বপরিচিত। তবে ঢাকার চিটাগং রোডে অপর যাত্রীটি বাস থেকে নেমে যান।

পুলিশ ধারণা করছে, দিলীপ কুমার অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। তার কাছ থেকে আর কী কী খোয়া গেছে, তা এখনো জানা যায়নি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি