ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

ভারতীয় সীমান্তে বিজিবি পিঠ দেখাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০১:৩২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০১:৩২:৫৬ অপরাহ্ন
ভারতীয় সীমান্তে বিজিবি পিঠ দেখাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ভারতীয় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যাতে কোনো অবস্থাতেই পিঠ নয়, বুক দেখায়, সে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আজ মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এ সময় তিনি ভারতীয় সীমান্তে হত্যা বন্ধে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে এবং সীমান্তের দুটি সাম্প্রতিক হত্যাকাণ্ড খাসিয়াদের নিজেদের মধ্যে শত্রুতার কারণে ঘটেছে বলে জানান। তিনি ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানান।

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, "মিয়ানমার সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আরাকান আর্মি নিয়ে কোনো আশঙ্কার কারণ নেই।" তিনি আরও বলেন, "প্রতিস্থিতির কারণে বন্ধু কখনও শত্রু হয়ে যায়, আবার শত্রু বন্ধু হয়ে যায়। করণীয় নিয়ে সরকার সজাগ রয়েছে, এবং এ বিষয়ে আলোচনা চলছে।"

এছাড়া, তিনি বিজিবির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করে নবীন সৈনিকদের শপথ গ্রহণ করেন এবং তাদের প্রতি শুভেচ্ছা জানান। তিনি বিজিবিকে একটি সুসংগঠিত, চৌকস, সুশৃঙ্খল এবং পেশাদার বাহিনী হিসেবে উল্লেখ করেন, যা দেশের সীমান্ত সুরক্ষা, অপরাধ দমন, দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাধীনতা ও নিরাপত্তার জন্য বিজিবির ভূমিকা এবং তাদের সুদক্ষ নেতৃত্বে বাহিনীর উৎকর্ষতার প্রশংসা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

কমেন্ট বক্স