ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ জুনে অনিশ্চিত সাফ পলাতক আ.লীগ নেতাদের প্রত্যাবাসন চাইব : প্রেস সচিব আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক গাত্তি আর নেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দুদকের অভিযান মানবতাবিরোধী অপরাধ মামলা: জামায়াত নেতা আজহারের আপিল শুনানি কাল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান প্রধান উপদেষ্টার গাজায় ইসরায়েলি হামলার নিন্দা, মানবিক সহায়তার দাবি অ্যাঞ্জেলিনা জোলির বাংলাদেশের ভূখণ্ড দিয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেলপথ প্রকল্প স্থগিত করল ভারত ৮৮ বছর বয়সে মারা গেলেন পোপ ফ্রান্সিস বনানী ১১-তে ব্যাটারিচালিত রিকশাচালক ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ৩ মে মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি : নেপালের রাষ্ট্রদূত সিলেট টেস্ট: বাংলাদেশকে চাপে রেখেই দিনটা নিজেদের করে নিলেন জিম্বাবুয়ে পারভেজের মতো ছাত্রনেতার খুনীরা দেশ পরিবর্তনের আন্দোলনে ছিলো না: ফখরুল এনসিটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি চট্টগ্রাম মহানগর জামায়াতের আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ সংখ্যক বন্দি বিনিময় রাশিয়া-ইউক্রেনের ‘শেখ হাসিনা ও জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের প্রত্যক্ষ প্রমাণ মিলেছে’

চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হলেও লাভবান হবে পিসিবি

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৬:১৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৬:১৩:৩৫ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হলেও লাভবান হবে পিসিবি
চ্যাম্পিয়ন্স ট্রফি এবার হাইব্রিড মডেলে আয়োজন করা হলেও লাভের দিক থেকে পাকিস্তান এগিয়ে থাকবে। টুর্নামেন্টের ১৫টি ম্যাচের মধ্যে ৪টি ম্যাচ হবে দুবাইয়ের নিরপেক্ষ ভেন্যুতে, আর যদি ভারত ফাইনালে ওঠে, তাহলে ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়াবে পাঁচটি। নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত সবগুলো ম্যাচের টিকিট বিক্রির আয় থেকে ৫০ শতাংশ ভাগ পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), যা তাদের জন্য মোটা অঙ্কের আয় হতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে অনেক দিন ধরে নানা নাটকীয়তা চলে। অবশেষে আইসিসি ঘোষণা দিয়েছে যে, এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। ভারতীয় দলের ম্যাচগুলো হবে দুবাইয়ে নিরপেক্ষ ভেন্যুতে। শুরুতে পাকিস্তান এই মডেলকে মেনে নিতে নারাজ ছিল, কিন্তু পরে কিছু শর্ত দিয়ে তারা রাজি হয়। এই শর্তের মধ্যে ছিল ২০২৭ পর্যন্ত ভারতে গিয়ে কোনো টুর্নামেন্টে অংশ না নেওয়া এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আয় ভাগাভাগি করতে হবে পিসিবির সঙ্গে।

এবারের টুর্নামেন্টে ১৫টি ম্যাচের মধ্যে অন্তত ৪টি ম্যাচ দুবাইয়ে অনুষ্ঠিত হবে, এবং ভারতের ম্যাচগুলো হবে ওই ভেন্যুতে। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান সুপার ক্লাসিকোও হবে দুবাইয়ে। প্রথম সেমিফাইনালও সেখানে অনুষ্ঠিত হবে।

নিরপেক্ষ ভেন্যুতে আয় হওয়া ম্যাচগুলোর টিকিট বিক্রি থেকে পিসিবি ৫০ শতাংশ রেভিনিউ পাবে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে পিসিবি লাভের আশা করছে, এবং এর জন্য তারা ইতোমধ্যে এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করেছে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৫ হাজার দর্শক। ভারতের ম্যাচ, প্রথম সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে স্টেডিয়াম পূর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ম্যাচগুলো সাধারণত দর্শকদের কাছে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে, তাই টিকিট বিক্রির দিক থেকেও ব্যাপক সফলতা আশা করা হচ্ছে। তবে, আইসিসি এখনও ম্যাচের টিকিটের দাম বা বিক্রির সময়সূচি ঘোষণা করেনি, যা শিগগিরই ঘোষণা করা হবে।

কমেন্ট বক্স
সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ