ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫ , ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিউলিপকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, পালাচ্ছেন মানুষ, পুড়ে ছাই ১১০০ ঘরবাড়ি ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় নিহত ১৩ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ২ যুবক নিহত ময়মনসিংহে কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুর খালেদা-তারেকের ছবি ফেসবুকে পোস্ট অরুনার, তোপের মুখে ডিলিট! ফের ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, ঢাকার পরিস্থিতি কী? সকালে আদা চা খেলে কী হয় জানেন? অস্থায়ী আদালত বসতে দেবে না মাদ্রাসা শিক্ষার্থীরা গ্রিনল্যান্ড স্বাধীন হতে পারে, মার্কিন রাজ্য নয় : ডেনমার্ক সংসদের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে সরকার নির্বাচন নিয়ে তাড়াহুড়ো বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে : রূপা হক লন্ডনে প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া ট্রলি নিয়ে সরতে বলায় বিমানবাহিনী সদস্যকে কিল-ঘুষি যাত্রীর বৈশ্বিক পাসপোর্ট সূচকে ফিলিস্তিনের সাথে একই অবস্থানে বাংলাদেশ ছেলেকে আটক করতে পুলিশের অভিযান, আতঙ্কে বাবার মৃত্যু গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি পঞ্চগড়ে কমছে দিন ও রাতের তাপমাত্রা, জবুথবু জনজীবন একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমেছে ৪.৫ ডিগ্রি

লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০৩:৫৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৩:৫৯:৩০ অপরাহ্ন
লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি আজ বুধবার বাংলাদেশ সময় বিকাল ২টা ৫৮ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে। এটি কাতারের দোহা হয়ে লন্ডনে পৌঁছায়। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সহায়তায় পাঠানো এই এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যাধুনিক চিকিৎসা-ব্যবস্থা সম্বলিত।

বেগম খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন মেডিকেল বোর্ডের ছয়জন চিকিৎসক, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানসহ ১৫ সদস্যের একটি দল। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে লিভার প্রতিস্থাপন প্রয়োজন। ধারণা করা হচ্ছে, পুরো চিকিৎসা সম্পন্ন করতে কয়েক মাস সময় লাগতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, লন্ডনে পৌঁছেই তিনি ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হবেন। সেখানে তাঁর চিকিৎসা তত্ত্বাবধান করবেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, প্রায় সাড়ে সাত বছর পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে বেগম খালেদা জিয়ার। সবশেষ ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি।

বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রস্তুতি নিতে প্রায় দুই মাস সময় লাগে। তবে অসুস্থতার কারণে কয়েক দফায় তাঁর বিদেশ যাত্রার তারিখ পেছানো হয়। অবশেষে এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা নিশ্চিত হয়।

বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পন্ন হওয়া পর্যন্ত তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত সহকারীরা দেশ-বিদেশ থেকে প্রয়োজনীয় সমন্বয় করছেন। চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির নেতারা।

কমেন্ট বক্স
টিউলিপকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান

টিউলিপকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান