ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ জুনে অনিশ্চিত সাফ পলাতক আ.লীগ নেতাদের প্রত্যাবাসন চাইব : প্রেস সচিব আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক গাত্তি আর নেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দুদকের অভিযান মানবতাবিরোধী অপরাধ মামলা: জামায়াত নেতা আজহারের আপিল শুনানি কাল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান প্রধান উপদেষ্টার গাজায় ইসরায়েলি হামলার নিন্দা, মানবিক সহায়তার দাবি অ্যাঞ্জেলিনা জোলির বাংলাদেশের ভূখণ্ড দিয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেলপথ প্রকল্প স্থগিত করল ভারত ৮৮ বছর বয়সে মারা গেলেন পোপ ফ্রান্সিস বনানী ১১-তে ব্যাটারিচালিত রিকশাচালক ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ৩ মে মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি : নেপালের রাষ্ট্রদূত সিলেট টেস্ট: বাংলাদেশকে চাপে রেখেই দিনটা নিজেদের করে নিলেন জিম্বাবুয়ে পারভেজের মতো ছাত্রনেতার খুনীরা দেশ পরিবর্তনের আন্দোলনে ছিলো না: ফখরুল এনসিটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি চট্টগ্রাম মহানগর জামায়াতের আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ সংখ্যক বন্দি বিনিময় রাশিয়া-ইউক্রেনের ‘শেখ হাসিনা ও জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের প্রত্যক্ষ প্রমাণ মিলেছে’

লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০৩:৫৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৩:৫৯:৩০ অপরাহ্ন
লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি আজ বুধবার বাংলাদেশ সময় বিকাল ২টা ৫৮ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে। এটি কাতারের দোহা হয়ে লন্ডনে পৌঁছায়। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সহায়তায় পাঠানো এই এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যাধুনিক চিকিৎসা-ব্যবস্থা সম্বলিত।

বেগম খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন মেডিকেল বোর্ডের ছয়জন চিকিৎসক, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানসহ ১৫ সদস্যের একটি দল। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে লিভার প্রতিস্থাপন প্রয়োজন। ধারণা করা হচ্ছে, পুরো চিকিৎসা সম্পন্ন করতে কয়েক মাস সময় লাগতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, লন্ডনে পৌঁছেই তিনি ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হবেন। সেখানে তাঁর চিকিৎসা তত্ত্বাবধান করবেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, প্রায় সাড়ে সাত বছর পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে বেগম খালেদা জিয়ার। সবশেষ ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি।

বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রস্তুতি নিতে প্রায় দুই মাস সময় লাগে। তবে অসুস্থতার কারণে কয়েক দফায় তাঁর বিদেশ যাত্রার তারিখ পেছানো হয়। অবশেষে এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা নিশ্চিত হয়।

বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পন্ন হওয়া পর্যন্ত তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত সহকারীরা দেশ-বিদেশ থেকে প্রয়োজনীয় সমন্বয় করছেন। চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির নেতারা।

কমেন্ট বক্স
সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ