ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫ , ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিউলিপকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, পালাচ্ছেন মানুষ, পুড়ে ছাই ১১০০ ঘরবাড়ি ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় নিহত ১৩ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ২ যুবক নিহত ময়মনসিংহে কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুর খালেদা-তারেকের ছবি ফেসবুকে পোস্ট অরুনার, তোপের মুখে ডিলিট! ফের ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, ঢাকার পরিস্থিতি কী? সকালে আদা চা খেলে কী হয় জানেন? অস্থায়ী আদালত বসতে দেবে না মাদ্রাসা শিক্ষার্থীরা গ্রিনল্যান্ড স্বাধীন হতে পারে, মার্কিন রাজ্য নয় : ডেনমার্ক সংসদের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে সরকার নির্বাচন নিয়ে তাড়াহুড়ো বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে : রূপা হক লন্ডনে প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া ট্রলি নিয়ে সরতে বলায় বিমানবাহিনী সদস্যকে কিল-ঘুষি যাত্রীর বৈশ্বিক পাসপোর্ট সূচকে ফিলিস্তিনের সাথে একই অবস্থানে বাংলাদেশ ছেলেকে আটক করতে পুলিশের অভিযান, আতঙ্কে বাবার মৃত্যু গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি পঞ্চগড়ে কমছে দিন ও রাতের তাপমাত্রা, জবুথবু জনজীবন একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমেছে ৪.৫ ডিগ্রি

হত্যা মামলার আসামি সাদপন্থি ২৩ জনের আগাম জামিন

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০৪:১৬:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৪:১৬:১৯ অপরাহ্ন
হত্যা মামলার আসামি সাদপন্থি ২৩ জনের আগাম জামিন
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠ দখল নিয়ে সংঘর্ষে হতাহতের মামলায় দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৮ জানুয়ারি) বিচারপতি মোহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল্লাহ আল মামুন, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মুজিবুর রহমান।

আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার আসামিদের অধিকাংশই ৮০ বছরের বেশি বয়সী, যারা সমাজের বয়োজ্যেষ্ঠ ও সম্মানিত ব্যক্তি। আদালত পুলিশ প্রতিবেদন না আসা পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেছেন।

তাবলীগ জামাতের দুই পক্ষ—দিল্লির মাওলানা সাদ কান্ধলভী এবং বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমদের অনুসারীদের বিরোধ ২০১৯ সাল থেকে চলে আসছে। মতপার্থক্যের কারণে বিশ্ব ইজতেমা দুই ভাগে বিভক্ত হয়। প্রথম পর্বে জুবায়েরপন্থিরা ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি, আর দ্বিতীয় পর্বে সাদপন্থিরা ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ইজতেমা করবেন বলে সিদ্ধান্ত হয়।

গত বছরের ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর জুবায়েরপন্থিরা টঙ্গীর ইজতেমা মাঠে পাঁচ দিনের জোড় ইজতেমা পালন করেন। এরপর ২০ ডিসেম্বর থেকে সাদপন্থিরা জোড় ইজতেমার ঘোষণা দেন। তবে জুবায়েরপন্থিরা সাদের অনুসারীদের জোড় ইজতেমা বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন।

পরিস্থিতি উত্তপ্ত হলে ১৭ ডিসেম্বর শেষ রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা পরদিন দুপুর পর্যন্ত চলে। সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হন। এই ঘটনায় ১৯ ডিসেম্বর টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করা হয়, যেখানে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

মামলার এক আসামি মোয়াজ বিন নূরকে ২০ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়, যিনি সাদপন্থিদের মুখপাত্র। এরপর ২৪ ডিসেম্বর হাইকোর্টে ২৫ জন আসামি জামিন আবেদন করেন। আজকের জামিন আদেশের মাধ্যমে ২৩ জন আসামির জামিন মঞ্জুর হলো।

কমেন্ট বক্স
টিউলিপকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান

টিউলিপকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান