ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির পাকিস্তানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মঞ্চে আজহারী, অপেক্ষার প্রহর শেষ হলো চাঁপাইনবাবগঞ্জবাসীর ‘মৎস্যকে শিল্প বানালে এর মূল চরিত্র নষ্ট হয়ে যাবে’ তুরস্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত দুদক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণা, যোগাযোগের পরামর্শ মহাপরিচালকের নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর মিলল শিক্ষার্থীর মরদেহ বিরোধীতা সত্ত্বেও ইমরান খানের নামে স্টেডিয়াম নামকরণের সিদ্ধান্ত ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব : তারেক রহমান যখন কাউকে প্রয়োজন হবে, তখনই আপনি একা : পরীমণি আজহারুলকে মুক্তি না দিলে ৩ কোটি জামায়াত নেতা-কর্মী জেলে যেতে প্রস্তুত: শফিকুর রহমান ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ খিলগাঁও গ্যারেজপট্টির আগুনে পুড়ে ছাই ২৪ গাড়ি চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি, দাবি পুলিশের মিরপুরে একাধিক দোকান ও বাসায় দুর্ধর্ষ ডাকাতি জুলাই বিপ্লবের কৃতিত্ব কাদের, জানালেন মির্জা ফখরুল বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রবাসী জেলেনস্কিকে গুরুত্বপূর্ণ মনে করেন না ট্রাম্প মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি
বিপিএলে হারের রেকর্ড

কোচ যখন সুজন, হারতে লাগে কজন

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০১:২৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০১:২৮:২৪ অপরাহ্ন
কোচ যখন সুজন, হারতে লাগে কজন
বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মালিকানা নেওয়ার পর শাকিব খান বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিলেন। দলের মালিক হওয়া ছাড়াও ক্যাম্পেইন, থিম সং এবং অন্যান্য কার্যকলাপে তার আগ্রহ ছিল। তবে মাঠের ফলাফল তার প্রত্যাশার বিপরীতে ছিল। ঢাকা ক্যাপিটালস ৬ ম্যাচ খেলেও এখনও একটিতেও জয়লাভ করতে পারেনি। তার এই দলের খারাপ পারফরম্যান্সের ফলে আলোচনায় এসেছেন দলের কোচ খালেদ মাহমুদ সুজন।

সুজনের কোচিংয়ে ঢাকা ক্যাপিটালস ৬ ম্যাচেই পরাজিত হয়েছে এবং তার অধীনে বিপিএলের সবশেষ ১৭ ম্যাচেই দল হেরেছে। এই পরিসংখ্যান দিয়ে তাকালে, সুজন সম্ভবত টি-টোয়েন্টি ক্রিকেটে কোচ হিসেবে টানা হারের রেকর্ডে শীর্ষ অবস্থানে আছেন।

বিপিএলে সুজনের শুরুটা হয়েছিল গত মৌসুমে ‘দুর্দান্ত ঢাকা’ দলের অধীনে। কিন্তু প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারানোর পর টানা ১১ ম্যাচ হারার ফলে ঢাকা টুর্নামেন্টে পয়েন্ট তালিকার তলানিতে ছিল। এবারের বিপিএলেও পরিস্থিতি একই রকম। এই ৬ হার মিলিয়ে সুজনের টানা হার ১৭তে পৌঁছেছে।

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি টানা হারর ব্যাপারে যে রেকর্ডটা অরুণাচল প্রদেশ ক্রিকেট দলের দখলে, তাদের প্রধান কোচদের পরিবর্তন হলেও ভাগ্য বদলাতে পারেনি। সুজন যেহেতু ফ্র্যাঞ্চাইজি কোচ হিসেবে টানা হারের রেকর্ড তৈরি করেছেন, তাই তিনি এখন এই রেকর্ডে শীর্ষে অবস্থান করছেন।

প্রথমবার বিপিএলে কোচিং শুরু করেন সুজন ২০১2 সালে চিটাগং কিংসের কোচ হিসেবে। তবে সাফল্য তার সঙ্গী হয়নি, মাত্র একবার ২০১৬ সালে ঢাকা ডায়নামাইটসের অধীনে চ্যাম্পিয়ন হন তিনি। সাফল্যের পরিবর্তে তার কোচিং ক্যারিয়ারে হার একটি অনিয়ম হয়ে দাঁড়িয়েছে।

খেলোয়াড়ি জীবনে তার অধীনে ওয়ানডে এবং টেস্টে পরাজয়ের রেকর্ডও রয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশ ২০০৩ সালে ১৫টি ওয়ানডে ম্যাচ খেলে সবগুলোতেই হারেছিল। এমন পরিসংখ্যানের পর, সুজনের কোচিংয়ে ঢাকা ক্যাপিটালসের ভবিষ্যৎ কী হবে, সেটাই এখন দেখার বিষয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির

প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির