ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে: এ্যানি পাঁচ মেডিকেল কলেজে হচ্ছে বার্ন ইউনিট শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার ৪০ মিনিট অ্যাম্বুলেন্স আটকে রাখলো সিন্ডিকেট, ভেতরে নবজাতকের মৃত্যু

শুধু একই প্যাকেজে নয়, যেকোনো প্যাকেজেই যুক্ত হবে অবশিষ্ট ডাটা

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০২:১৭:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০২:১৭:২৩ অপরাহ্ন
শুধু একই প্যাকেজে নয়, যেকোনো প্যাকেজেই যুক্ত হবে অবশিষ্ট ডাটা
মোবাইল অপারেটর কোম্পানির ইন্টারনেট পরিষেবা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নির্দেশনায় বলা হয়েছে, ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হলে অব্যবহৃত ডাটা নতুন কোনো প্যাকেজ কিনলেও যুক্ত হবে। আগের মতো একই প্যাকেজ কেনার বাধ্যবাধকতা থাকছে না।

সম্প্রতি ‘মোবাইল ফোন অপারেটরগুলোর ডাটা এবং ডাটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা, ২০২৩’ সংশোধন করে ‘মোবাইল ফোন অপারেটরগুলোর ডাটা এবং ডাটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা, ২০২৪’ এ এই নিয়ম যোগ করা হয়েছে।

বিটিআরসি জানায়, আগে সর্বোচ্চ ৫০ জিবি পর্যন্ত ডাটা ক্যারি ফরওয়ার্ড করা যেত। এখন থেকে কোনো প্যাকেজের মেয়াদ শেষ হলেও অব্যবহৃত সব ডাটা নতুন প্যাকেজে যুক্ত হবে।

এছাড়া নতুন নির্দেশনায় তিন ধরনের প্যাকেজ নির্ধারণ করা হয়েছে:
 
  • নিয়মিত প্যাকেজ: মেয়াদ সর্বনিম্ন ১৫ দিন।
  • গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ: মেয়াদ সর্বনিম্ন ৩ দিন।
  • রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ: মেয়াদ সর্বনিম্ন ৭ দিন।

এই তিনটি ক্যাটাগরির বাইরে অপারেটররা নিজস্ব পরিকল্পনায় ঘণ্টাভিত্তিক এবং এক থেকে তিন দিনের মেয়াদে প্যাকেজ দিতে পারবে। ঘণ্টাভিত্তিক প্যাকেজে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২০০ এমবি এবং তিন দিনের প্যাকেজে সর্বোচ্চ ৮ জিবি ডাটা নির্ধারণ করা হয়েছে।

বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান বলেন, ‘গ্রাহক স্বার্থ রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকদের সুবিধা বিবেচনায় ভবিষ্যতেও কাজ চালিয়ে যাবে বিটিআরসি।’

নির্দেশনায় আরও বলা হয়েছে, মেয়াদ শেষ হওয়ার ১ দিন আগে গ্রাহকদের এসএমএসের মাধ্যমে সতর্ক করতে হবে। এসএমএসে ডাটা ক্যারি ফরওয়ার্ডের সুযোগ ও প্রয়োজনীয় প্যাকেজের তথ্য দেওয়া থাকবে।

গ্রাহকদের সুবিধার্থে অপারেটরদের সব প্যাকেজের তালিকা সংশ্লিষ্ট কোম্পানির ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান

খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান