ঢাকা , বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ , ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন রাশেদ খান টানা সপ্তমবার সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেল এসএমসি ওরস্যালাইন বেরোবিতে শহীদ আবরার ফাহাদ ও শহীদ ওসমান হাদির নামে দুটি একাডেমিক ভবন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ওসমান হাদির বোন পাচ্ছেন অস্ত্রের লাইসেন্স ও গানম্যান ওসমান হাদি হত্যা: ইনকিলাব মঞ্চের নতুন ৩ দফা ঘোষণা উঠানে বাবার মরদেহ, সম্পত্তির দাবিতে দাফন কাজে সন্তানদের বাধা ভারতে এক শ্রমিককে ‘বাংলাদেশি ভেবে পিটিয়ে হত্যার অভিযোগ ২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান, বহনকারী বিমানের ২ কেবিন ক্রু বদল আর্থিক সহায়তা বা অনুদান নয়, অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই: ওসমান হাদির ভাই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ: বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ ভারতের অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনা’র ব্যানারে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ সহজ ধাপে ঘরে বসেই ই-পাসপোর্ট; জেনে নিন কৌশল পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয় হাদির কবরে মাটি দিয়েই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ হাদির শেষ বিদায়ে আজহারির আবেগঘন স্ট্যাটাস ওসমান হাদি হত্যা: ঢাকার সঙ্গে সরাসরি আলোচনায় দিল্লির আগ্রহ হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০২:২৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০২:২৫:০৩ অপরাহ্ন
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে মৌখিকভাবে হস্তান্তর করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হবে এবং সংশ্লিষ্টরা ক্যাম্পাস পরিদর্শন করবেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

বুধবার (১৫ জানুয়ারি) মন্ত্রণালয়ে ইউজিসি ও সেনা প্রতিনিধিদের সঙ্গে এক সভার পর উপাচার্য এ তথ্য জানান। তিনি বলেন, “দ্বিতীয় ক্যাম্পাসের প্রথম ফেইজের কাজ কীভাবে নেওয়া হবে তা তিন কার্যদিবসের মধ্যে চূড়ান্ত হবে। সেনাবাহিনীর প্রতিনিধিরা ক্যাম্পাস পরিদর্শন করে কাজের অগ্রগতি পর্যালোচনা এবং রোডম্যাপ তৈরি করবেন। এর মাধ্যমে কাজের বিভিন্ন স্তরের তথ্য সংগ্রহ করে কোনো অসামঞ্জস্য চিহ্নিত করে রিভাইজড ডিপিপি (আরডিপিপি) প্রস্তুত করবেন।”

উপাচার্য আরও বলেন, “বাণী ভবন ও শহীদ হাবিবুর রহমান হলের স্টিল স্ট্রাকচার ভবন নির্মাণের বিষয়েও আমরা সেনাবাহিনীর কাছে অনুরোধ করেছি। তারা প্রাথমিকভাবে কাজটি করতে সম্মতি দিয়েছেন এবং এই সাইটগুলোও পরিদর্শন করবেন।”

উপাচার্য শিক্ষার্থীদের ক্যাম্পাস শাটডাউন প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষার্থীদেরই এই সাফল্যের কৃতিত্ব দেওয়া উচিত। পাশাপাশি, সরকার আমাদের সমস্যার সমাধানে যে ভূমিকা রেখেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমি নিশ্চিত, সেনাবাহিনীর মাধ্যমেই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হবে।”

রোববার সেনাবাহিনীর প্রতিনিধিরা দ্বিতীয় ক্যাম্পাস পরিদর্শনে যেতে পারেন। দ্বিতীয় ক্যাম্পাসের দুটি ফেইজের মধ্যে প্রথম ফেইজের চলমান এবং টেন্ডার না হওয়া কাজগুলো আরডিপিপি অনুযায়ী শুরু হবে। দ্বিতীয় ফেইজের কাজ শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।

কমেন্ট বক্স
খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার

খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার