ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান প্রধান উপদেষ্টার গাজায় ইসরায়েলি হামলার নিন্দা, মানবিক সহায়তার দাবি অ্যাঞ্জেলিনা জোলির বাংলাদেশের ভূখণ্ড দিয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেলপথ প্রকল্প স্থগিত করল ভারত ৮৮ বছর বয়সে মারা গেলেন পোপ ফ্রান্সিস বনানী ১১-তে ব্যাটারিচালিত রিকশাচালক ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ৩ মে মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি : নেপালের রাষ্ট্রদূত সিলেট টেস্ট: বাংলাদেশকে চাপে রেখেই দিনটা নিজেদের করে নিলেন জিম্বাবুয়ে পারভেজের মতো ছাত্রনেতার খুনীরা দেশ পরিবর্তনের আন্দোলনে ছিলো না: ফখরুল এনসিটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি চট্টগ্রাম মহানগর জামায়াতের আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ সংখ্যক বন্দি বিনিময় রাশিয়া-ইউক্রেনের ‘শেখ হাসিনা ও জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের প্রত্যক্ষ প্রমাণ মিলেছে’ ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ ফ্ল্যাট বুক করেছি, পরের বছর বিয়ে করতে পারব : বনি ১৩ বছরের ক্যারিয়ারে প্রথম এমন অভিজ্ঞতা হলো বাবরের একই ব্যক্তি সরকার ও দলের প্রধান নয়– প্রস্তাবে একমত নয় বিএনপি নিকারাগুয়ার ২৫০ সরকারি কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের রক্ত দিয়ে নব্য ফ্যাসিবাদ রুখে দেয়ার আহ্বান জি এম কাদেরের

রাজশাহীতে দুর্বৃত্তদের গুলিতে যুবদলের সাবেক নেতার বাবা নিহত

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৪:৪৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৪:৪৪:০৭ অপরাহ্ন
রাজশাহীতে দুর্বৃত্তদের গুলিতে যুবদলের সাবেক নেতার বাবা নিহত
রাজশাহীর পবা উপজেলায় যুবদলের সাবেক এক নেতার বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ওই নেতার বাবা গুলিবিদ্ধ হন। আজ বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।নিহত মো. আলাউদ্দিনের (৬০) বাড়ি পবা উপজেলার ভুগরইল গ্রামে। তাঁর ছেলে সালাহউদ্দিন মিন্টু নওহাটা পৌর যুবদলের সাবেক সদস্য। তাঁদের বাড়ি নগরের শাহ মখদুম থানা এলাকার অধীন।পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সালাহউদ্দিনের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। দরজা ভেদ করে একটি গুলি বাড়িতে ঢোকে। এতে আহত হন সালাহউদ্দিনের বাবা আলাউদ্দিন। গুলিটি তাঁর কোমরে লেগেছিল। রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে সেখানে তাঁর মৃত্যু হয়েছে।

সালাহউদ্দিন বলেন, তাঁদের এলাকায় দুই পক্ষের টাকাপয়সা নিয়ে বিরোধ ছিল। বিষয়টি মীমাংসার জন্য গতকাল রাতে দুই পক্ষ রাজশাহীর এয়ারপোর্ট থানায় বসেছিল। এক পক্ষের একটি ছেলে তাঁর ‘ছোট ভাই’। এ জন্য তিনিও গিয়েছিলেন। থানায় বিষয়টি মীমাংসা হয়ে যায়। এরপর তিনি বাড়ি ফেরেন। এর আধা ঘণ্টা পরই তাঁর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।

এ ঘটনায় জড়িত হিসেবে ভুগরইল শিহাবের মোড় এলাকার কয়েকজনের নাম জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘তারা টোকাই, মাদকাসক্ত। তারা গুলিবর্ষণ করেছে।’ সালাউদ্দিন যখন কথা বলছিলেন, তখন তাঁর বাবার অস্ত্রোপচার চলছিল। এ ঘটনায় সালাউদ্দিন মামলা করবেন জানিয়েছিলেন। কিছুক্ষণ পর তাঁর চাচাতো ভাই মো. রনি জানান, তাঁরা চাচা (আলাউদ্দিন) মারা গেছেন।

ঘটনাস্থল নগরের শাহ মখদুম থানা এলাকায়। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, হাসপাতালে অস্ত্রোপচার চলাকালে আলাউদ্দিন মারা গেছেন বলে তিনি শুনেছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। এ পর্যন্ত কেউ আটক হয়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান প্রধান উপদেষ্টার