ঢাকা , মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে নোবেল শান্তি পুরস্কারের তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে কমিটি শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান মসজিদুল আকসার খতিবের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত কিশোরগঞ্জের মাহবুব ঢাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত ত্রাণ বিতরণ সিম্বলিক, মূল উদ্দেশ্য ছিল অবরোধ ভাঙা : শহিদুল আলম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছাল ভারী অস্ত্র নিয়ে পাক সেনাদের ওপর আফগানিস্তানের হামলা, সীমান্তে সংঘর্ষ গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল সালিশ মনঃপূত না হওয়ায় পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা নওগাঁয় গণপিটুনিতে ডাকাত নিহত আমি এ দোকানের ‘বান্ধা কাস্টমার’: মারজুক রাসেল নববধূর সাজে নজর কাড়লেন সেলেনা গোমেজ মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের যেভাবে আবদার মেটালেন মুশফিক রুক্মিণীকে বিয়ে করা নিয়ে যা বললেন দেব নারীদের জন্য তারেক রহমানের ৬ অঙ্গীকার কিছু চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয়: বিএনপি
যুক্তরাষ্ট্রে নির্বাচন

ট্রাম্পের দলের নেতার বিরুদ্ধে ব্যালট চুরির অভিযোগ!

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ০৩:৪৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ০৩:৪৯:০৫ অপরাহ্ন
ট্রাম্পের দলের নেতার বিরুদ্ধে ব্যালট চুরির অভিযোগ! রিপাবলিকান পার্টির নেতা ল্যারি স্যাভেজ | ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ম্যাডিসনে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দলের এক নেতার বিরুদ্ধে ব্যালট চুরির অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ওই নেতা ল্যারি স্যাভেজ, যিনি একসময় রিপাবলিকান পার্টির হয়ে মার্কিন কংগ্রেস নির্বাচনে লড়ার প্রস্তুতিও নিয়েছিলেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ইন্ডিয়ানা পুলিশ জানায়, একটি পরীক্ষামূলক ভোটিং বুথে সিস্টেমের পরীক্ষার সময় ব্যালট চুরির অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ৩ অক্টোবরের ওই পরীক্ষায় চারটি ভোটিং মেশিন এবং ১৩৬টি পরীক্ষামূলক ভোটের ব্যালট ব্যবহার করা হয়। কর্মকর্তাদের মতে, পরীক্ষার সময় দুটি ব্যালট কম পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রে ভোটার জালিয়াতি একটি অত্যন্ত দুর্লভ ঘটনা। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর, ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকরা ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে মামলা দায়ের করেছিলেন, কিন্তু এসব মামলার বেশিরভাগই আদালতে বাতিল হয়েছে।

ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, ৫১ বছর বয়সী ল্যারি স্যাভেজ পরীক্ষামূলক ব্যালট সম্পর্কে নির্দেশনার পর দুটি ব্যালট ভাঁজ করে তার পকেটে রেখেছেন। পরে তার বিরুদ্ধে একটি তল্লাশি পরোয়ানা জারি করা হয় এবং পুলিশ তার বাসভবনে অভিযান চালিয়ে তার গাড়িতে সেই ব্যালটগুলো খুঁজে পায়।

ইন্ডিয়ানার রিপাবলিকান পার্টির যোগাযোগ শাখার পরিচালক গ্রিফিন রিড এক বিবৃতিতে জানান, তারা নির্বাচনে কোনো ধরনের অপরাধমূলক হস্তক্ষেপের নিন্দা করেন এবং আইন প্রয়োগকারী সংস্থার এই প্রচেষ্টায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ল্যারি স্যাভেজের বিরুদ্ধে ভোটের ব্যালট নষ্ট বা হারানোর এবং চুরির অভিযোগ আনা হয়েছে, বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন। স্যাভেজ ইন্ডিয়ানার পঞ্চম কংগ্রেসনাল জেলার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে রিপাবলিকান প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন সংগ্রহের চেষ্টা করছিলেন, তবে প্রাথমিক নির্বাচনে তিনি ২ শতাংশেরও কম ভোট পেয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত