ঢাকা , রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫ , ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সহিংস ঘটনার ছবি-ভিডিও ওয়েবসাইটে আপলোডের আহ্বান পুলিশের দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে অতিশীর পদত্যাগ, মোদির যুক্তরাষ্ট্র সফর শেষে শপথ বাংলাদেশ ব্যাংকের সন্দেহভাজন ২৫ কর্মকর্তার লকার পায়নি দুদক সচিব হলেন ১১৯ ‘বঞ্চিত’ কর্মকর্তা একসঙ্গে পদোন্নতি পেলেন ‘বঞ্চিত’ ৭৬৪ কর্মকর্তা আইডিয়াল ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্সল্যাব অপারেশন ‘ডেভিল হান্টে’ গাজীপুর থেকেই ৮২ জন গ্রেপ্তার: জিএমপি কমিশনার মৃত্যুর আগে সঞ্জয় দত্তকে ৭২ কোটির সম্পত্তি লিখে দেন নারী ভক্ত বিচ্ছেদ নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট কারিনার! নামিবিয়ার প্রথম প্রেসিডেন্ট নজুমা আর নেই আর্থিক ক্ষতি অনুসন্ধানে এনসিটিবিতে দুদকের অভিযান অপারেশন ডেভিল হান্টে রংপুর বিভাগে গ্রেফতার ১৯ প্রশাসনে স্বৈরাচারের দোসর রেখে টোকাই ধরে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব নয়: ফারুক ২০২৬-এর জুনের মধ্যেই নির্বাচন হবে: উপদেষ্টা ফরিদা আখতার সোজা আঙুলে ঘি না উঠলে আবার রাজপথে নামতে হবে: গয়েশ্বর সুরকার প্রীতমের অফিস থেকে ৪০ লাখ রুপি চুরি এক যুগ পর ‘লঙ্কা জয়’ অস্ট্রেলিয়ার, পন্টিংয়ের যে রেকর্ড ভাঙলেন স্মিথ পুতিনের সঙ্গে যুদ্ধ বন্ধে কথা বলছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিমের ডজন ৫০০ টাকা! নব্বই দশকের গানে মঞ্চ মাতালেন জায়েদ খান

মার্ক জাকারবার্গের ‘অনিচ্ছাকৃত ভুল’, ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৬:৫৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৬:৫৩:৩২ অপরাহ্ন
মার্ক জাকারবার্গের ‘অনিচ্ছাকৃত ভুল’, ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া
ভারতে নির্বাচন নিয়ে মার্ক জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া। অনিচ্ছাকৃত ভুল হয়েছে বলেও জানিয়েছে তারা।জাকারবার্গ সম্প্রতি জো রোগানের পডকাস্টে মন্তব্য করেছিলেন, করোনার পর শাসকদের হার শুধু যুক্তরাষ্ট্রের প্রবণতা নয়, ভারতসহ বেশির ভাগ গণতান্ত্রিক দেশেই করোনা-পরবর্তী ভোটে ক্ষমতাসীনরা হেরেছে।তার এই মন্তব্য নিয়ে ভারতে প্রবল বিতর্ক হয়।কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘জাকারবার্গ ভারত নিয়ে যে দাবি করেছেন, তা তথ্যগতভাবে ঠিক নয়। সুশাসন ও মানুষের আস্থা থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন। এটা খুবই দুঃখজনক যে জাকারবার্গ ভুল তথ্য দিচ্ছেন।’অশ্বিনী জানিয়েছেন, ‘করোনার সময়ে মোদি ৮০ কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিয়েছেন, ২২০ কোটি ফ্রি কভিড ভ্যাকসিন দিয়েছেন, তিনি বিশ্বের সবচেয়ে বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশকে নেতৃত্ব দিচ্ছেন।

এরপর তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে জানান, তারা মেটা ইন্ডিয়ার কর্মকর্তাদের কমিটির বৈঠকে ডাকবেন ও জেরা করবেন।মেটা ক্ষমা চাওয়ার পর নিশিকান্ত বলেছেন, ‘ভারতের ১৪০ কোটি মানুষের জয় হলো।’কী বলেছিলেন জাকারবার্গ?জাকারবার্গ এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রে প্রচুর মানুষ মনে করে, এটা যুক্তরাষ্ট্রের ঘটনা। কিন্তু আমি মনে করি, কভিডের প্রতিক্রিয়ায় বিশ্বজুড়ে অনেক সরকারের ওপর থেকে মানুষের আস্থা কমে গিয়েছিল।২০২৪ সালে অনেকগুলো দেশে নির্বাচন হয়েছে। আপনারা জানেন সেখানে কী হয়েছে। অনেক দেশের মতো ভারতেও ভোট হয়েছে। প্রতিটিতেই ক্ষমতাসীনরা হেরে গেছেন।’জাকারবার্গ বলেছেন, কভিডের সময় জিনিসের দাম বাড়ার জন্য, আর্থিক নীতির জন্য, কভিড নিয়ন্ত্রণে সরকারি নীতির কারণে মনে হয় বিশ্বজুড়ে এই প্রবণতা দেখা গিয়েছে।

মেটা ইন্ডিয়ার বক্তব্য মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট শিবনাথ টুকরাল বলেছেন, ‘আমরা এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি। মেটার কাছে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ।’তিনি আরো বলেছেন, ‘মার্কের পর্যবেক্ষণ অন্য অনেক দেশের ক্ষেত্রে সত্যি। কিন্তু ভারতের ক্ষেত্রে নয়।’

‘এনডিএ জিতেছে’এদিকে প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা বলেছেন, ‘২০২৪ সালের লোকসভা ভোটে এনডিএ জিতেছে। বিজেপির আসন কমে গেছে। বিজেপি একার ক্ষমতায় সরকার গঠনের মতো অবস্থায় আর নেই। কিন্তু নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ জিতে তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে।’তিনি আরো বলেন, ‘এর আগের দুইবার বিজেপি একার ক্ষমতায় সরকার গঠনের অবস্থায় থাকলেও এনডিএর শরিক দলগুলোকে নিয়েই চলেছিল। তারাও সরকারে ছিল। ফলে প্রথম দুইবারও মোদির নেতৃত্বে এনডিএ সরকার ছিল। এবারও তা-ই হয়েছে। মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন। ফলে মোদি হেরে গেছেন, এটা কোনোভাবেই বলা যাবে না।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সহিংস ঘটনার ছবি-ভিডিও ওয়েবসাইটে আপলোডের আহ্বান পুলিশের

সহিংস ঘটনার ছবি-ভিডিও ওয়েবসাইটে আপলোডের আহ্বান পুলিশের