ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পলাতক আ.লীগ নেতাদের প্রত্যাবাসন চাইব : প্রেস সচিব আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক গাত্তি আর নেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দুদকের অভিযান মানবতাবিরোধী অপরাধ মামলা: জামায়াত নেতা আজহারের আপিল শুনানি কাল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান প্রধান উপদেষ্টার গাজায় ইসরায়েলি হামলার নিন্দা, মানবিক সহায়তার দাবি অ্যাঞ্জেলিনা জোলির বাংলাদেশের ভূখণ্ড দিয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেলপথ প্রকল্প স্থগিত করল ভারত ৮৮ বছর বয়সে মারা গেলেন পোপ ফ্রান্সিস বনানী ১১-তে ব্যাটারিচালিত রিকশাচালক ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ৩ মে মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি : নেপালের রাষ্ট্রদূত সিলেট টেস্ট: বাংলাদেশকে চাপে রেখেই দিনটা নিজেদের করে নিলেন জিম্বাবুয়ে পারভেজের মতো ছাত্রনেতার খুনীরা দেশ পরিবর্তনের আন্দোলনে ছিলো না: ফখরুল এনসিটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি চট্টগ্রাম মহানগর জামায়াতের আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ সংখ্যক বন্দি বিনিময় রাশিয়া-ইউক্রেনের ‘শেখ হাসিনা ও জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের প্রত্যক্ষ প্রমাণ মিলেছে’ ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ ফ্ল্যাট বুক করেছি, পরের বছর বিয়ে করতে পারব : বনি

পদত্যাগ করেও স্বস্তিতে নেই টিউলিপ

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৮:৩৯:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৮:৩৯:১৪ পূর্বাহ্ন
পদত্যাগ করেও স্বস্তিতে নেই টিউলিপ
ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রী (ইকোনমিক সেক্রেটারি) টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেও সমালোচনার ঝড় থেকে মুক্তি পাননি। দুর্নীতির একাধিক অভিযোগের মুখে গত মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর খালা এবং মা শেখ রেহানা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার প্রেক্ষাপটে টিউলিপকে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক নিবন্ধে উল্লেখ করে, টিউলিপ সিদ্দিক রাজনীতির খেলায় দুই দেশেই বিতর্কিত হয়ে উঠেছেন এবং পরিস্থিতি তাঁর জন্য ক্রমেই জটিল হয়ে উঠছে।

নিবন্ধে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। তিনি এ অভিযোগকে ‘ডাকাতি’ আখ্যা দিয়ে টিউলিপকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

টিউলিপের বিরুদ্ধে ওঠা অর্থপাচারের অভিযোগের পর থেকে পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। জানা যায়, লন্ডনের একটি দুই-বেডরুমের ফ্ল্যাট তাঁর খালা শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ডেভেলপার উপহার দিয়েছেন। যদিও টিউলিপ দাবি করেন, ফ্ল্যাটটি তাঁর মা-বাবার কাছ থেকে পাওয়া।

গার্ডিয়ানের নিবন্ধে আরও বলা হয়, ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ প্রকল্প চুক্তির অনুষ্ঠানে টিউলিপের উপস্থিতি নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছে। তিনি দাবি করেন, এটি স্রেফ একটি পারিবারিক সফর ছিল।

টিউলিপের বাড়িগুলোর বিষয়ে কোনো নিয়ম ভঙের প্রমাণ না পেলেও, ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপদেষ্টা লরি ম্যাগনাস মন্তব্য করেন, টিউলিপের পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্ট ভাবমূর্তির ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া উচিত ছিল।

টিউলিপ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো ‘ভিত্তিহীন’ দাবি করলেও, ক্রমবর্ধমান চাপের মুখে তিনি পদত্যাগে বাধ্য হন। তবে বিতর্ক এখনও থামেনি। বিশেষজ্ঞরা মনে করছেন, এ পরিস্থিতি তাঁর রাজনৈতিক ক্যারিয়ারে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পলাতক আ.লীগ নেতাদের প্রত্যাবাসন চাইব : প্রেস সচিব

পলাতক আ.লীগ নেতাদের প্রত্যাবাসন চাইব : প্রেস সচিব