ঢাকা , শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ , ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি কাল ২০ বছরের চুক্তির মাধ্যমে সামরিক নিরাপত্তা আরও জোরদার করছে ইরান ও রাশিয়া টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডের ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা ঢাকার ছয় স্থানে চালু হচ্ছে ন্যায্য মূল্যে ‘জনতার বাজার’ ব্র্যাড পিট সেজে ফরাসি নারীর ১২ কোটি টাকা লুট মালাইকার প্রাক্তনের শ্যুটিং স্পটে ভেঙে পড়ল ছাদ লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৪৭ প্রবাসী হাটে হাঁড়ি ভাঙলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শহীদ মিনার অভিমুখে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান বিপিএলে ম্যাচপ্রতি ২০০০ ডলার পাচ্ছেন আম্পায়ার সৈকত আমার প্রশাসন চাপ সৃষ্টি না করলে যুদ্ধবিরতি চুক্তি কখনোই হতো না: ট্রাম্প টিকটক নিষিদ্ধে রায় দিলো মার্কিন আদালত ৪ আগস্টের পর ৪০ মাজারে ৪৪ হামলা: পুলিশ ১১ বছর বয়সে পত্রিকা বিলি থেকে আজ অ্যাপলের সিইও টিম কুক কবি নজরুলের দৌহিত্র বাবুল কাজী অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বছরের মাঝপথে ভ্যাট ও শুল্ক বাড়ানোতে জনগণের ওপর চাপ বাড়বে: ফখরুল হোস্টেল থেকে ইডেন ছাত্রীর অচেতন দেহ উদ্ধার, ঢামেকে মৃত্যু খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের বৈঠক

পদত্যাগ করেও স্বস্তিতে নেই টিউলিপ

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৮:৩৯:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৮:৩৯:১৪ পূর্বাহ্ন
পদত্যাগ করেও স্বস্তিতে নেই টিউলিপ
ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রী (ইকোনমিক সেক্রেটারি) টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেও সমালোচনার ঝড় থেকে মুক্তি পাননি। দুর্নীতির একাধিক অভিযোগের মুখে গত মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর খালা এবং মা শেখ রেহানা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার প্রেক্ষাপটে টিউলিপকে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক নিবন্ধে উল্লেখ করে, টিউলিপ সিদ্দিক রাজনীতির খেলায় দুই দেশেই বিতর্কিত হয়ে উঠেছেন এবং পরিস্থিতি তাঁর জন্য ক্রমেই জটিল হয়ে উঠছে।

নিবন্ধে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। তিনি এ অভিযোগকে ‘ডাকাতি’ আখ্যা দিয়ে টিউলিপকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

টিউলিপের বিরুদ্ধে ওঠা অর্থপাচারের অভিযোগের পর থেকে পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। জানা যায়, লন্ডনের একটি দুই-বেডরুমের ফ্ল্যাট তাঁর খালা শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ডেভেলপার উপহার দিয়েছেন। যদিও টিউলিপ দাবি করেন, ফ্ল্যাটটি তাঁর মা-বাবার কাছ থেকে পাওয়া।

গার্ডিয়ানের নিবন্ধে আরও বলা হয়, ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ প্রকল্প চুক্তির অনুষ্ঠানে টিউলিপের উপস্থিতি নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছে। তিনি দাবি করেন, এটি স্রেফ একটি পারিবারিক সফর ছিল।

টিউলিপের বাড়িগুলোর বিষয়ে কোনো নিয়ম ভঙের প্রমাণ না পেলেও, ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপদেষ্টা লরি ম্যাগনাস মন্তব্য করেন, টিউলিপের পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্ট ভাবমূর্তির ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া উচিত ছিল।

টিউলিপ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো ‘ভিত্তিহীন’ দাবি করলেও, ক্রমবর্ধমান চাপের মুখে তিনি পদত্যাগে বাধ্য হন। তবে বিতর্ক এখনও থামেনি। বিশেষজ্ঞরা মনে করছেন, এ পরিস্থিতি তাঁর রাজনৈতিক ক্যারিয়ারে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

কমেন্ট বক্স
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি কাল

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি কাল