ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান আইন উপদেষ্টার প্রতীকী কফিন নিয়ে মিছিল চাঁদপুরে মেঘনা থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার হোয়াইট হাউসের সভা থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মহামারির পর্যায়ে: উপদেষ্টা শারমীন মুরশিদ বরখাস্ত হওয়া থাই প্রধানমন্ত্রী পেলেন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব ভারতে অ্যাপলের কারখানা থেকে সরানো হলো ৩ শতাধিক চীনাকে ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান নিহত ব্যাটিংয়ে দুর্দশা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় ৪ দিনের রিমান্ডে পরেশ রাওয়াল ফিরতেই সুনীল শেঠির রসিকতা! ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ খেলার হাতছানি পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পরিকল্পনা নেতানিয়াহু প্রশাসনের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো সৌদিতে থানায় হামলা চালিয়ে ২ সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, ওসিসহ আহত ২০ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একটি শব্দও খরচ করতে ইচ্ছুক না: উমামা ফাতেমা বিয়ে সেরেছিলেন মাসখানেক আগে, গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু লিভারপুল তারকা দিয়োগো জোতা'র সংবিধানের নামে দেশে যেটি আছে সেটি আওয়ামী বিধান: হাসনাত তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে যা বললেন সারজিস

সেরে উঠছেন সাইফ আলী

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৯:৫৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৯:৫৫:৩৬ পূর্বাহ্ন
সেরে উঠছেন সাইফ আলী
বলিউড তারকা সাইফ আলী খানের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। হাসপাতালের আইসিইউ থেকে তাঁকে সাধারণ কক্ষে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা এখন বেশ ভালো।

গত বুধবার রাতে বান্দ্রার ১১ তলার ফ্ল্যাটে সাইফ আলী খানের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। সাইফের শরীরে ছয়বার ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় এবং দীর্ঘ পাঁচ ঘণ্টার অস্ত্রোপচার শেষে আইসিইউতে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসক নিতিন নারায়ণ ডাঙ্গে শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, সাইফ আলী খান এখন স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন। তিনি বলেন, ‘সাইফের শরীরে গুরুতর কোনো জটিলতা নেই। তাঁর অবস্থা আগের তুলনায় অনেক ভালো। অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেছেন তিনি।’

হাসপাতালের প্রধান পরিচালন কর্মকর্তা নিরাজ উত্তমনির বলেন, ‘সাইফের ওপর আক্রমণের সময় ছুরিটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে মাত্র দুই মিলিমিটার দূরে ছিল। এতটা কাছে থাকা সত্ত্বেও গুরুতর ক্ষতি এড়ানো গেছে। এখন তিনি স্ট্রেচার ছাড়াই হাঁটাচলা করতে পারছেন। তিনি সত্যিকারের নায়ক।’

চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফকে আরও এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। আপাতত দর্শনার্থীদের তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি।

এদিকে, সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে মুম্বাই পুলিশ। গতকাল শুক্রবার সকালে ভাসাই ভিরার এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাঁকে শনাক্ত করা হয়।

পুলিশ জানিয়েছে, সাইফের পিঠ থেকে উদ্ধার হওয়া ছুরির একটি অংশ পাওয়া গেছে। বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

অন্যদিকে, সাইফের স্ত্রী কারিনা কাপুর খান একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘পরিবারের জন্য এটি ছিল অত্যন্ত কঠিন একটি দিন। কীভাবে এমন ঘটনা ঘটল, তা আমরা এখনও বুঝে উঠতে পারছি না। আমরা ধীরে ধীরে পরিস্থিতি সামলে ওঠার চেষ্টা করছি। মিডিয়া ও পাপারাজ্জিদের কাছে অনুরোধ করছি, কোনো গুজব ছড়াবেন না এবং আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন।’

সূত্র: হিন্দুস্তান টাইমস, এএনআই

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান

গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান