ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ জুনে অনিশ্চিত সাফ পলাতক আ.লীগ নেতাদের প্রত্যাবাসন চাইব : প্রেস সচিব আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক গাত্তি আর নেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দুদকের অভিযান মানবতাবিরোধী অপরাধ মামলা: জামায়াত নেতা আজহারের আপিল শুনানি কাল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান প্রধান উপদেষ্টার গাজায় ইসরায়েলি হামলার নিন্দা, মানবিক সহায়তার দাবি অ্যাঞ্জেলিনা জোলির বাংলাদেশের ভূখণ্ড দিয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেলপথ প্রকল্প স্থগিত করল ভারত ৮৮ বছর বয়সে মারা গেলেন পোপ ফ্রান্সিস বনানী ১১-তে ব্যাটারিচালিত রিকশাচালক ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ৩ মে মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি : নেপালের রাষ্ট্রদূত সিলেট টেস্ট: বাংলাদেশকে চাপে রেখেই দিনটা নিজেদের করে নিলেন জিম্বাবুয়ে পারভেজের মতো ছাত্রনেতার খুনীরা দেশ পরিবর্তনের আন্দোলনে ছিলো না: ফখরুল এনসিটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি চট্টগ্রাম মহানগর জামায়াতের আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ সংখ্যক বন্দি বিনিময় রাশিয়া-ইউক্রেনের ‘শেখ হাসিনা ও জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের প্রত্যক্ষ প্রমাণ মিলেছে’

এবার নেতানিয়াহুর জোট সরকারের মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ১০:২০:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ১০:২০:২৬ পূর্বাহ্ন
এবার নেতানিয়াহুর জোট সরকারের মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভায় ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদিত হয়েছে। এর ফলে গাজায় ১৫ মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটার আশা করা হচ্ছে। আগামীকাল রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।

গাজায় ইসরায়েলের লাগাতার হামলায় এখন পর্যন্ত ৪৬ হাজার ৭৮৮ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ।

আজ শনিবার ভোরে ছয় ঘণ্টার টানা বৈঠক শেষে নেতানিয়াহুর মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করে। নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “জিম্মিদের ফিরিয়ে আনার চুক্তি (ফ্রেমওয়ার্ক) অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। এটি রোববার থেকে কার্যকর হবে।”

এর আগে গতকাল শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দেয়।

ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর মন্ত্রিসভার ২৪ সদস্য চুক্তির পক্ষে ভোট দিয়েছেন। বিপক্ষে ভোট দিয়েছেন ৮ জন।

যুদ্ধবিরতির বিপক্ষে থাকা আট মন্ত্রীর মধ্যে দুজন নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য। এ ছাড়া উগ্র ডানপন্থী রাজনৈতিক দলের নেতারা এবং তাদের কয়েকজন মন্ত্রীও এর বিরোধিতা করেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এতে ১,২০০ জনের বেশি নিহত হন এবং ২৫০ জনের বেশি জিম্মি হন। ইসরায়েলের পাল্টা আক্রমণে গাজায় ব্যাপক প্রাণহানি ঘটে।

যুদ্ধবিরতি চুক্তির আওতায়, এটি তিন ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস, যার বিনিময়ে ইসরায়েল কারাগারে বন্দী ১৯ বছরের কম বয়সী নারী ও শিশুদের মুক্তি দেবে। দ্বিতীয় ধাপে, বাকি জীবিত জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া হবে। তৃতীয় ধাপে, ইসরায়েলের কাছে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে এবং গাজার পুনর্গঠন শুরু হবে।

কমেন্ট বক্স
সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ