ঢাকা , শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ , ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার ছয় স্থানে চালু হচ্ছে ন্যায্য মূল্যে ‘জনতার বাজার’ ব্র্যাড পিট সেজে ফরাসি নারীর ১২ কোটি টাকা লুট মালাইকার প্রাক্তনের শ্যুটিং স্পটে ভেঙে পড়ল ছাদ লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৪৭ প্রবাসী হাটে হাঁড়ি ভাঙলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শহীদ মিনার অভিমুখে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান বিপিএলে ম্যাচপ্রতি ২০০০ ডলার পাচ্ছেন আম্পায়ার সৈকত আমার প্রশাসন চাপ সৃষ্টি না করলে যুদ্ধবিরতি চুক্তি কখনোই হতো না: ট্রাম্প টিকটক নিষিদ্ধে রায় দিলো মার্কিন আদালত ৪ আগস্টের পর ৪০ মাজারে ৪৪ হামলা: পুলিশ ১১ বছর বয়সে পত্রিকা বিলি থেকে আজ অ্যাপলের সিইও টিম কুক কবি নজরুলের দৌহিত্র বাবুল কাজী অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বছরের মাঝপথে ভ্যাট ও শুল্ক বাড়ানোতে জনগণের ওপর চাপ বাড়বে: ফখরুল হোস্টেল থেকে ইডেন ছাত্রীর অচেতন দেহ উদ্ধার, ঢামেকে মৃত্যু খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের বৈঠক যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭ অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে: দেবপ্রিয় পিএসজিতে নাম লেখালেন নাপোলির ‘নতুন ম্যারাডোনা’

পিএসজিতে নাম লেখালেন নাপোলির ‘নতুন ম্যারাডোনা’

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ১১:৩৫:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ১১:৪০:৫৭ পূর্বাহ্ন
পিএসজিতে নাম লেখালেন নাপোলির ‘নতুন ম্যারাডোনা’
নাপোলির জর্জিয়ান উইঙ্গার খিচা কাভারাস্কেইয়া এখন ফরাসি ক্লাব পিএসজির অংশ। ২৩ বছর বয়সী এই ফুটবলার ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তি করেছেন প্যারিস সেন্ট জার্মেইর সাথে। নাপোলি থেকে ৬ কোটি ইউরো দলবদল ফি দিয়ে পিএসজি তাঁকে দলে নিয়েছে, পাশাপাশি অ্যাড অন হিসেবে যোগ হবে আরও ১ কোটি ইউরো।

২০২২ সালে নাপোলিতে যোগ দেওয়া কাভারাস্কেইয়া পিএসজির শীতকালীন দলবদলে প্রথম স্বাক্ষরকারী খেলোয়াড়। নাপোলিতে ২০২৭ পর্যন্ত চুক্তিবদ্ধ থাকলেও, পিএসজি তাঁকে দলে ভেড়ানোর জন্য দীর্ঘদিন চেষ্টা চালিয়ে আসছিল। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার পর পিএসজি তাঁর জন্য তৎপর হয়ে ওঠে।

কাভারাস্কেইয়া পিএসজিতে যোগ দেওয়ার পর বলেন, "এখানে আসার স্বপ্ন ছিল। প্যারিস সেন্ট জার্মেই সম্পর্কে আমি অনেক ইতিবাচক কথা শুনেছি। এখানে যোগ দিতে পেরে আমি গর্ববোধ করছি।" পিএসজির সঙ্গে চুক্তি করার আগে তাঁকে নিয়ে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, এবং বার্সেলোনার সঙ্গে আলোচনা হয়েছিল।

নাপোলিতে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমেই সিরি 'আ' জিতেছিলেন কাভারাস্কেইয়া, যা নাপোলির ৩৩ বছর পর প্রথম শীর্ষ স্তরের ট্রফি। গত মৌসুমে নাপোলির হয়ে ১৯ ম্যাচে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট করেন তিনি।

পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি বলেন, "খিচা কাভারাস্কেইয়া বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম রোমাঞ্চকর খেলোয়াড় এবং দলের জন্য এক লড়াকু ও সাহসী মেজাজের প্রতিনিধি।"

এখন পর্যন্ত পিএসজি ফরাসি লিগের শীর্ষে রয়েছে, ১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে। তবে, উয়েফা চ্যাম্পিয়নস লিগে দলের অবস্থান এখনও অনিশ্চিত, যেখানে পিএসজি ৬ রাউন্ড শেষে ২৫ নম্বরে অবস্থান করছে। তাদের পরবর্তী ম্যাচ হবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

কমেন্ট বক্স