ঢাকা , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আমার নামে বদনাম করলে, আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে’ যে কারণে পোল্যান্ডে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করবে নরওয়ে সাজা মওকুফ করে ৫৬ বন্দিকে মুক্তি দিল সরকার ‘ইরানিরা কখনোই বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না’ ফোনালাপ বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত ইসরায়েলের কাছে নতুনভাবে ৫১০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের ‘পুলিশের চরিত্রে অভিনয়ের জন্য দর্শক আরও মনে রেখেছে’ শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতির আবেদন জানাবেন আইনজীবী সরকারি ভর্তুকি প্রত্যাহার করা হবে, মাস্ককে সতর্কবার্তা ট্রাম্পের গাজায় যুদ্ধ বন্ধ চান ট্রাম্প, জানাল হোয়াইট হাউজ ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত ৩৪ মহানবী (সা.) ও মুসা (আ.)-কে নিয়ে ব্যাঙ্গাত্মক চিত্র আঁকায় তুরস্কে চার কার্টুনিস্ট গ্রেফতার আগামী নির্বাচন সুষ্ঠু না হলে কঠিন পরিস্থিতিতে পড়বে দেশ: তাহের বিএনপির আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তারেক রহমান বর্তমান উপদেষ্টা পরিষদের ‘ফিটনেস’ দিয়ে আগামী নির্বাচন সম্ভব না: নুর ৫ লাখ কর্মভিসা দেবে ইতালি, পাবেন যারা রোনালদো বলেছিলেন সৌদি লিগ দুর্দান্ত, ম্যানসিটিকে হারিয়ে প্রমাণ দিলো আল হিলাল ২০৩০ সালের মধ্যে অকাল মৃত্যু হতে পারে ১ কোটি ৪০ লাখ মানুষের ফের পদ্মা সেতুতে দুর্নীতির অনুসন্ধান, নতুন তথ্য দুদকের হাতে জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি বেগম খালেদা জিয়া

পিএসজিতে নাম লেখালেন নাপোলির ‘নতুন ম্যারাডোনা’

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ১১:৩৫:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ১১:৪০:৫৭ পূর্বাহ্ন
পিএসজিতে নাম লেখালেন নাপোলির ‘নতুন ম্যারাডোনা’
নাপোলির জর্জিয়ান উইঙ্গার খিচা কাভারাস্কেইয়া এখন ফরাসি ক্লাব পিএসজির অংশ। ২৩ বছর বয়সী এই ফুটবলার ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তি করেছেন প্যারিস সেন্ট জার্মেইর সাথে। নাপোলি থেকে ৬ কোটি ইউরো দলবদল ফি দিয়ে পিএসজি তাঁকে দলে নিয়েছে, পাশাপাশি অ্যাড অন হিসেবে যোগ হবে আরও ১ কোটি ইউরো।

২০২২ সালে নাপোলিতে যোগ দেওয়া কাভারাস্কেইয়া পিএসজির শীতকালীন দলবদলে প্রথম স্বাক্ষরকারী খেলোয়াড়। নাপোলিতে ২০২৭ পর্যন্ত চুক্তিবদ্ধ থাকলেও, পিএসজি তাঁকে দলে ভেড়ানোর জন্য দীর্ঘদিন চেষ্টা চালিয়ে আসছিল। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার পর পিএসজি তাঁর জন্য তৎপর হয়ে ওঠে।

কাভারাস্কেইয়া পিএসজিতে যোগ দেওয়ার পর বলেন, "এখানে আসার স্বপ্ন ছিল। প্যারিস সেন্ট জার্মেই সম্পর্কে আমি অনেক ইতিবাচক কথা শুনেছি। এখানে যোগ দিতে পেরে আমি গর্ববোধ করছি।" পিএসজির সঙ্গে চুক্তি করার আগে তাঁকে নিয়ে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, এবং বার্সেলোনার সঙ্গে আলোচনা হয়েছিল।

নাপোলিতে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমেই সিরি 'আ' জিতেছিলেন কাভারাস্কেইয়া, যা নাপোলির ৩৩ বছর পর প্রথম শীর্ষ স্তরের ট্রফি। গত মৌসুমে নাপোলির হয়ে ১৯ ম্যাচে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট করেন তিনি।

পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি বলেন, "খিচা কাভারাস্কেইয়া বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম রোমাঞ্চকর খেলোয়াড় এবং দলের জন্য এক লড়াকু ও সাহসী মেজাজের প্রতিনিধি।"

এখন পর্যন্ত পিএসজি ফরাসি লিগের শীর্ষে রয়েছে, ১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে। তবে, উয়েফা চ্যাম্পিয়নস লিগে দলের অবস্থান এখনও অনিশ্চিত, যেখানে পিএসজি ৬ রাউন্ড শেষে ২৫ নম্বরে অবস্থান করছে। তাদের পরবর্তী ম্যাচ হবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমার নামে বদনাম করলে, আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে’

‘আমার নামে বদনাম করলে, আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে’