ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ জুনে অনিশ্চিত সাফ পলাতক আ.লীগ নেতাদের প্রত্যাবাসন চাইব : প্রেস সচিব আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক গাত্তি আর নেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দুদকের অভিযান মানবতাবিরোধী অপরাধ মামলা: জামায়াত নেতা আজহারের আপিল শুনানি কাল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান প্রধান উপদেষ্টার গাজায় ইসরায়েলি হামলার নিন্দা, মানবিক সহায়তার দাবি অ্যাঞ্জেলিনা জোলির বাংলাদেশের ভূখণ্ড দিয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেলপথ প্রকল্প স্থগিত করল ভারত ৮৮ বছর বয়সে মারা গেলেন পোপ ফ্রান্সিস বনানী ১১-তে ব্যাটারিচালিত রিকশাচালক ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ৩ মে মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি : নেপালের রাষ্ট্রদূত সিলেট টেস্ট: বাংলাদেশকে চাপে রেখেই দিনটা নিজেদের করে নিলেন জিম্বাবুয়ে পারভেজের মতো ছাত্রনেতার খুনীরা দেশ পরিবর্তনের আন্দোলনে ছিলো না: ফখরুল এনসিটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি চট্টগ্রাম মহানগর জামায়াতের আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ সংখ্যক বন্দি বিনিময় রাশিয়া-ইউক্রেনের ‘শেখ হাসিনা ও জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের প্রত্যক্ষ প্রমাণ মিলেছে’

পিএসজিতে নাম লেখালেন নাপোলির ‘নতুন ম্যারাডোনা’

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ১১:৩৫:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ১১:৪০:৫৭ পূর্বাহ্ন
পিএসজিতে নাম লেখালেন নাপোলির ‘নতুন ম্যারাডোনা’
নাপোলির জর্জিয়ান উইঙ্গার খিচা কাভারাস্কেইয়া এখন ফরাসি ক্লাব পিএসজির অংশ। ২৩ বছর বয়সী এই ফুটবলার ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তি করেছেন প্যারিস সেন্ট জার্মেইর সাথে। নাপোলি থেকে ৬ কোটি ইউরো দলবদল ফি দিয়ে পিএসজি তাঁকে দলে নিয়েছে, পাশাপাশি অ্যাড অন হিসেবে যোগ হবে আরও ১ কোটি ইউরো।

২০২২ সালে নাপোলিতে যোগ দেওয়া কাভারাস্কেইয়া পিএসজির শীতকালীন দলবদলে প্রথম স্বাক্ষরকারী খেলোয়াড়। নাপোলিতে ২০২৭ পর্যন্ত চুক্তিবদ্ধ থাকলেও, পিএসজি তাঁকে দলে ভেড়ানোর জন্য দীর্ঘদিন চেষ্টা চালিয়ে আসছিল। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার পর পিএসজি তাঁর জন্য তৎপর হয়ে ওঠে।

কাভারাস্কেইয়া পিএসজিতে যোগ দেওয়ার পর বলেন, "এখানে আসার স্বপ্ন ছিল। প্যারিস সেন্ট জার্মেই সম্পর্কে আমি অনেক ইতিবাচক কথা শুনেছি। এখানে যোগ দিতে পেরে আমি গর্ববোধ করছি।" পিএসজির সঙ্গে চুক্তি করার আগে তাঁকে নিয়ে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, এবং বার্সেলোনার সঙ্গে আলোচনা হয়েছিল।

নাপোলিতে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমেই সিরি 'আ' জিতেছিলেন কাভারাস্কেইয়া, যা নাপোলির ৩৩ বছর পর প্রথম শীর্ষ স্তরের ট্রফি। গত মৌসুমে নাপোলির হয়ে ১৯ ম্যাচে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট করেন তিনি।

পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি বলেন, "খিচা কাভারাস্কেইয়া বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম রোমাঞ্চকর খেলোয়াড় এবং দলের জন্য এক লড়াকু ও সাহসী মেজাজের প্রতিনিধি।"

এখন পর্যন্ত পিএসজি ফরাসি লিগের শীর্ষে রয়েছে, ১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে। তবে, উয়েফা চ্যাম্পিয়নস লিগে দলের অবস্থান এখনও অনিশ্চিত, যেখানে পিএসজি ৬ রাউন্ড শেষে ২৫ নম্বরে অবস্থান করছে। তাদের পরবর্তী ম্যাচ হবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

কমেন্ট বক্স
সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ