ঢাকা , শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ , ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় ফুটবল সংস্থার প্রধান বরখাস্ত হানিমুন থেকে ফিরে রোহিঙ্গা ক্যাম্পে তাহসান রিংকুর সঙ্গে সংসদ সদস্যের বিয়ের গুঞ্জন রোববার সকাল সাড়ে ৮টা থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর : কাতার ইসরাইলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার যুদ্ধবিরতির অনুমোদন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ সম্মেলন অনুষ্ঠিত চৌকা সীমান্তে উত্তেজনা-ককটেল বিস্ফোরণ, বাংলাদেশি কিশোর আহত চোরদের আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত ইমরানের বিশ্ববিদ্যালয় এখন আমার দখলে : মরিয়ম নওয়াজ সেই রাতের ভয়াবহ বর্ণনা দিলেন কারিনা ‘টুইন পিকস’ সিরিজের নির্মাতা ডেভিড লিঞ্চ আর নেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি কাল ২০ বছরের চুক্তির মাধ্যমে সামরিক নিরাপত্তা আরও জোরদার করছে ইরান ও রাশিয়া টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডের ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা ঢাকার ছয় স্থানে চালু হচ্ছে ন্যায্য মূল্যে ‘জনতার বাজার’ ব্র্যাড পিট সেজে ফরাসি নারীর ১২ কোটি টাকা লুট মালাইকার প্রাক্তনের শ্যুটিং স্পটে ভেঙে পড়ল ছাদ লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৪৭ প্রবাসী হাটে হাঁড়ি ভাঙলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শহীদ মিনার অভিমুখে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’

২০ বছরের চুক্তির মাধ্যমে সামরিক নিরাপত্তা আরও জোরদার করছে ইরান ও রাশিয়া

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০২:২৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০২:২৬:৪৪ অপরাহ্ন
২০ বছরের চুক্তির মাধ্যমে সামরিক নিরাপত্তা আরও জোরদার করছে ইরান ও রাশিয়া
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের জন্য মস্কো সফরে গেছেন। এই সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে একটি ২০ বছরের চুক্তি স্বাক্ষর করবেন তিনি। শুক্রবার (১৭ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিতে স্বাক্ষরের আগে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করবেন দুই নেতা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে বলেন, “ইরান রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার।”

এ চুক্তির ফলে প্রতিরক্ষা খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে। তবে এটি পশ্চিমা দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হতে পারে। ক্রেমলিন জানিয়েছে, ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক অন্য কোনো দেশের বিরুদ্ধে নয়।

মার্কিন নিষেধাজ্ঞা ও ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া তাদের কৌশলগত অংশীদার হিসেবে ইরান, উত্তর কোরিয়া, এবং বেলারুশের সঙ্গে সম্পর্ক গভীর করেছে। পিয়ংইয়ং এবং বেইজিংয়ের সঙ্গেও মস্কো কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে।

ইউক্রেনীয় এবং পশ্চিমা কর্মকর্তাদের মতে, ইরান ইতোমধ্যে রাশিয়াকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করেছে, যা ইউক্রেনে হামলায় ব্যবহার করা হয়েছে।

ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোট। তেহরান এবং মস্কো জানিয়েছে, তাদের ক্রমবর্ধমান সহযোগিতা মূলত অর্থনৈতিক কার্যক্রম বাড়ানো এবং প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করার উদ্দেশ্যে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ২০২৩ সালের জুলাই মাসে নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম মস্কো সফর করছেন।

কমেন্ট বক্স
নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় ফুটবল সংস্থার প্রধান বরখাস্ত

নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় ফুটবল সংস্থার প্রধান বরখাস্ত