ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কারের আগে ইসির বিভিন্ন উদ্যোগ সাংঘর্ষিক: বদিউল আলম স্ত্রী পা চেপে ধরার পর পেটায় মেয়েরা, ব্যক্তির মরদেহ উদ্ধার! পুতিন চাইলেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি ঘটবে দাবি যুক্তরাষ্ট্রের মার্কিন সরকারের ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিল ইউক্রেন দক্ষিণ চীন সাগরে উস্কানি দেয়ার ব্যাপারে ব্রিটেনকে চীনের হুঁশিয়ারি আমেরিকার বিরুদ্ধে পিছু হটার পরিণতি; জেলেনেস্কির বিদায় চান ট্রাম্প মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি: প্রেস সচিব অবৈধ সম্পদ অর্জন: সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক ও স্ত্রীর বিরুদ্ধে মামলা লক্ষ্মীপুরে দিনের বেলা পানাহার করায় কান ধরে উঠবস, দোকান বন্ধের হুঁশিয়ারি ঢাকায় এসেছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী অবহেলার অভিযোগে ম্যারাডোনার সাত চিকিৎসকের বিচার শুরু রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ছাত্রীকে যৌন হয়রানি করা সেই ব্যক্তি গ্রেফতার ওআইসিভুক্ত মিশন প্রধানদের কাছে ভোটের প্রস্তুতি তুলে ধরবেন সিইসি হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারের জামিন একটি মহল বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে : আব্দুস সালাম রাজধানীতে উপাধ্যক্ষ খুন, গ্রেপ্তার দম্পতির দায় স্বীকার বেসরকারি প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ নিজস্ব ব্যবস্থাপনায় চলবে বেক্সিমকো, রিসিভার থাকছে না ৫ দফা দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা এনআইডি নিয়ে কর্মসূচিতে যাচ্ছে ইসি কর্মকর্তারা

সুরকার প্রীতমের অফিস থেকে ৪০ লাখ রুপি চুরি

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০২:৩৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০২:৩৬:০৫ অপরাহ্ন
সুরকার প্রীতমের অফিস থেকে ৪০ লাখ রুপি চুরি
বলিউডের জনপ্রিয় সুরকার, গীতিকার ও গায়ক প্রীতম চক্রবর্তীর স্টুডিওতে ঘটে গেছে বড়সড় চুরির ঘটনা। স্টুডিও থেকে নগদ ৪০ লাখ রুপি চুরি করে পালিয়ে গেছেন এক অফিস সহকারী। এ ঘটনায় মালাড থানায় অভিযোগ দায়ের করেছেন প্রীতমের ম্যানেজার বিনীত ছেডা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম আশিস সায়াল (৩২), যিনি গত ৭ বছর ধরে প্রীতমের স্টুডিওতে কাজ করছিলেন। ঘটনার পর থেকে তার কোনো খোঁজ মিলছে না। মালাড পুলিশ ইতিমধ্যে তার মোবাইল ফোনের কল রেকর্ড খতিয়ে দেখছে এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি প্রযোজনা সংস্থা প্রীতমকে কাজের জন্য অগ্রিম ৪০ লাখ রুপি পাঠায়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রযোজনা প্রতিষ্ঠানটির এক কর্মচারী প্রীতম চক্রবর্তীর মিউজিক স্টুডিও ‘ইউনিমিউজ রেকর্ডস প্রাইভেট লিমিটেড’-এ নগদ টাকা নিয়ে আসেন।

স্টুডিওতে থাকা ম্যানেজার বিনীত ছেডা নগদ টাকা গুনে একটি ট্রলি ব্যাগে রাখেন। সে সময় স্টুডিওতে উপস্থিত ছিলেন আশিস সায়াল, আহমেদ খান ও কমল দিশা।

কিছুক্ষণ পর বিনীত ছেডা কাগজপত্রে সই করানোর জন্য প্রীতমের বাসায় যান। রাত সাড়ে ১০টায় ফিরে এসে দেখেন, ব্যাগটি উধাও।

বিনীত ছেডা সহকর্মী আহমেদ খানকে জিজ্ঞেস করলে তিনি জানান, আশিস সায়াল ব্যাগটি নিয়ে গেছেন, এবং বলেছেন যে তিনি এটি প্রীতমের বাসায় পৌঁছে দেবেন। কিন্তু পরে তিনি সেখানে যাননি, স্টুডিওতেও ফেরেননি এবং তার ফোনও বন্ধ পাওয়া যায়।

প্রীতম প্রথমে কর্মীদের অপেক্ষা করতে বলেন, কারণ আশিস দীর্ঘদিন তার স্টুডিওতে কাজ করেছেন। কিন্তু কয়েকদিন পরেও তার কোনো খোঁজ না পেয়ে পুলিশে অভিযোগ করা হয়।

পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া ব্যাগে ৫০০ রুপির ৮ হাজারটি নোট ছিল। তদন্তকারীরা আশিস সায়ালের আর্থিক অবস্থা খতিয়ে দেখছেন এবং সম্প্রতি তিনি কারও কাছ থেকে টাকা ধার করেছিলেন কিনা, তা যাচাই করা হচ্ছে। স্টুডিওতে উপস্থিত অন্যান্য কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এখন পর্যন্ত আশিস সায়ালের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংস্কারের আগে ইসির বিভিন্ন উদ্যোগ সাংঘর্ষিক: বদিউল আলম

সংস্কারের আগে ইসির বিভিন্ন উদ্যোগ সাংঘর্ষিক: বদিউল আলম