ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত দেশের ভেতরের খেলায়ও হিজাব নিষিদ্ধের কথা ভাবছে ফ্রান্স ইউনূস-মোদি বৈঠক অনেক ফলপ্রসু হয়েছে: প্রেস সচিব মুসলিম বিদ্বেষের অভিযোগ, বয়কটের মুখে সালমানের ‘সিকান্দার’ বিবাহবার্ষিকীতে নাচের সময় হার্ট অ্যাটাক, ওয়াসিমের মৃত্যু ইনজুরির কারণে শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন চ্যাপম্যান দুর্নীতির বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা স্মারক স্বাক্ষর ২০১৫ সালের ছবি মোদিকে উপহার দিলেন ড. ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ জীবিকার তাগিদে ফিরছে মানুষ, ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি বিতর্কিত ওয়াকফ বিল পাস, সংসদে বিলের কপি ছিঁড়ে যা বললেন ওয়াইসি ১৫ ঘণ্টা পর অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু চিকেন’স নেক নিয়ে উদ্বেগে ভারত, ভারী অস্ত্র ও সেনা মোতায়েন! ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক প্রেসিডেন্টকে অপসারণ করলো দ. কোরিয়া, ৬০ দিনের মধ্যে নির্বাচন জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সর্বোচ্চ অগ্রাধিকার বাণিজ্য যুদ্ধে কেউ-ই বিজয়ী হয় না : ইউরোপীয় ইউনিয়ন থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সদরঘাটে ঢাকামুখী মানুষের ঢল যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা

‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে সাগর-রুনি হত্যার তদন্ত বন্ধ ছিল’

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০১:১০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০১:১০:৪৩ অপরাহ্ন
‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে সাগর-রুনি হত্যার তদন্ত বন্ধ ছিল’
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার মামলার বাদীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির দাবি করেছেন, শেখ হাসিনা সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা সাগর-রুনি হত্যা মামলার তদন্ত বাধাগ্রস্ত করেছে, যার ফলে ১৩ বছর পার হলেও তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।

তিনি বলেন, “বর্তমান সরকার আসার পর হাইকোর্টের একটি বেঞ্চ তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে। আগামী ৪ এপ্রিলের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার কথা রয়েছে।” শিশির মনির আরও জানান, তদন্ত কমিটি মামলার বাদী ও আইনজীবীদের সঙ্গে কথা বলেছে এবং তারা তদন্তে অনেকদূর এগিয়ে গেছেন। তদন্ত কমিটির সদস্যরা জানান, আগের সরকারের উচ্চ পর্যায়ের লোকেরা তদন্তে বাধা দিয়েছেন, যা তদন্তের অগ্রগতি আটকে দিয়েছে।

এ দিন, ১১ ফেব্রুয়ারি, সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন শিশির মনির। এই সময় মামলার বাদী নওশের রোমান, সাগর-রুনির ছেলে মাহির সারওয়ার মেঘও উপস্থিত ছিলেন।

গত বছরের ১৭ অক্টোবর হাইকোর্টের নির্দেশে সাগর-রুনি হত্যার তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়। এই কমিটিতে পুলিশের একজন প্রতিনিধি, সিআইডির একজন প্রতিনিধি এবং র‌্যাবের একজন প্রতিনিধি রয়েছেন। হাইকোর্ট নির্দেশ দেয় যে, ছয় মাসের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে এবং র‌্যাবকে তদন্ত থেকে সরিয়ে দিতে হবে।

এছাড়া, গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট সাগর-রুনি হত্যা মামলার তদন্তে টাস্কফোর্স গঠন করার নির্দেশ দেয়। র‌্যাবকে তদন্ত থেকে সরানোর আদেশও দেয় আদালত।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাগর-রুনি দম্পতি খুন হন। সাগর সরওয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং মেহেরুন রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন।

কমেন্ট বক্স
নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত

নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত