আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া সম্প্রতি লিওনেল মেসিকে বিশ্বসেরা ফুটবলার হিসেবে আখ্যা দিয়েছেন, যা ফুটবলভক্তদের বহুল আলোচিত মেসি-রোনালদো বিতর্ককে আরও উসকে দিয়েছে। ডি মারিয়া বলেন, “রোনালদো ভুল সময়ে জন্মেছেন, কারণ একই সময়ে জাদুর কাঠি নিয়ে জন্মেছেন লিওনেল মেসি।”
ক্রিস্টিয়ানো রোনালদো যখন এক হাজার গোলের মাইলফলকের সামনে দাঁড়িয়ে নিজেকে বিশ্বসেরা বলে দাবি করেছেন, তখন ডি মারিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তার চোখে মেসিই ইতিহাসের সেরা ফুটবলার। মেসির ৮টি ব্যালন ডি'অর, বিশ্বকাপ জয় এবং দুইটি কোপা আমেরিকা শিরোপার কথা উল্লেখ করে ডি মারিয়া বলেন, সংখ্যাগুলোই পার্থক্য গড়ে দিয়েছে।
তিনি আরও বলেন, “মেসি প্রতিটি ম্যাচে এমনভাবে খেলে, যেন এটা তার বাড়ির উঠোনের খেলা। ১৮-২০ বছর ধরে একই ধরনের জাদুকরী ফুটবল খেলছে সে।” রোনালদোর পরিশ্রম এবং সাফল্যকে স্বীকার করেও ডি মারিয়া মনে করেন, মেসির প্রতিভা এবং মাঠে তার প্রভাব অতুলনীয়।
Mytv Online