ঢাকা , বুধবার, ০৭ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হেলাল ও শেখ তন্ময়ের বিরুদ্ধে ২০ কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে মামলা সাবেক রেলমন্ত্রী মুজিবুলের শ্বশুরবাড়িতে হামলা-ভাঙচুর আওয়ামী লীগ নিষিদ্ধে ‘জুলাই ঐক্য’ প্লাটফর্মের আত্মপ্রকাশ জোবাইদা-শামিলার হাত ধরে হেঁটে ফিরোজায় যান খালেদা জিয়া মিথ্যা অভিযোগে বাদ দেয়া হয়েছে বলে দাবি অব্যাহতি পাওয়া এসআইদের পাকিস্তান সফর শেষে ভারতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভোলায় বোমা ও দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক যুদ্ধের প্রস্তুতি ভারতের, ২৪৪ জেলায় মহড়ার নির্দেশ খালেদা জিয়াকে স্বাগত জানালেন সারজিস আলম আমিরকে নিয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের উইন্ডিজ দল এবারের ঈদুল আজহায় ছুটি ১০ দিন দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদা জিয়া তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানা গেলো রোহিঙ্গা ও বিদেশিদের এনআইডি ডাটাবেজে ঢুকবে না: ইসি ভারতের সঙ্গে উত্তেজনা, মালয়েশিয়া সফর বাতিল করলেন শেহবাজ মেয়র হতে মুফতি ফয়জুল করীমের করা মামলা খারিজ আফতাবনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু জোবাইদা রহমানের নিরাপত্তা ব্যবস্থায় যা থাকছে টাঙ্গাইলে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ প্রতিষ্ঠান : সিইসি

আমরা আমাদের স্বপ্ন পূর্ণ করবোই : হাসনাত আব্দুল্লাহ

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৬:১৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৬:১৮:৩৭ অপরাহ্ন
আমরা আমাদের স্বপ্ন পূর্ণ করবোই : হাসনাত আব্দুল্লাহ
দেবিদ্বার রেয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী ‘দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, “আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। গত ১৬ বছরের সব চ্যালেঞ্জ ও গ্লানি কাটিয়ে নতুন প্রজন্মের হাত ধরে দেশ এগিয়ে যাবে। আমরা থামবো না, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করবই।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “স্বপ্ন দেখতে হবে, আকাশ ছোঁয়ার স্বপ্ন। যে স্বপ্ন ঘুমাতে দেবে না। অভিভাবকদের বলছি, আপনারা সন্তানদের এই ফেস্টে নিয়ে আসুন, স্টল ঘুরিয়ে দেখান এবং জানতে চান তারা এখানে কী শিখেছে।”

তিনি আরও বলেন, “দুঃখজনক হলেও সত্য, অনেক শিক্ষার্থী এসএসসি পাসের পর বিদেশে চলে যায়, আর অনেক মেয়ে শিক্ষার্থীর বিয়ে হয়ে যায়। আমাদের স্বপ্নটাকে বড় করে দেখা উচিত। আমরা তোমাদের সেই স্বপ্ন পূরণে পাশে থাকব।”

ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ সাংবাদিক সাইদ আবদুল্লাহ, এসিএস ফাউন্ডার নুমেরী সাত্তার অপার। উদ্বোধনী বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসনাত খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবিদ্বার (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামদুদ্দীন মোহাম্মদ ইলিয়াস।

উদ্বোধনের পর হাসনাত আবদুল্লাহ অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী ঘুরে দেখেন। ফেস্টে মোট ৩৯টি স্টল রয়েছে। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে বিকালে শিল্পী আসিফ আকবর ও সন্ধ্যায় আভাস ব্যান্ডের কনসার্ট অনুষ্ঠিত হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হেলাল ও শেখ তন্ময়ের বিরুদ্ধে ২০ কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে মামলা

শেখ হেলাল ও শেখ তন্ময়ের বিরুদ্ধে ২০ কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে মামলা