ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খিলগাঁও গ্যারেজপট্টির আগুনে পুড়ে ছাই ২৪ গাড়ি চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি, দাবি পুলিশের মিরপুরে একাধিক দোকান ও বাসায় দুর্ধর্ষ ডাকাতি জুলাই বিপ্লবের কৃতিত্ব কাদের, জানালেন মির্জা ফখরুল বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রবাসী জেলেনস্কিকে গুরুত্বপূর্ণ মনে করেন না ট্রাম্প মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি সৌদি রিয়ালের নতুন প্রতীক উন্মোচন করেছেন বাদশাহ সালমান কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান হানি ট্র্যাপে ভারতীয় নৌ কর্মকর্তা, গুরুত্বপূর্ণ তথ্য পাচার সন্ত্রাসবাদকে স্বাভাবিকভাবে না দেখতে বাংলাদেশকে আহ্বান ভারতের গোপনে বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি! পাত্র কে? শেফিল্ডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার বাংলাদেশের হামজা ৬ শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে আজ ৬ জিম্মিকে ছাড়ছে হামাস এবার ম্যাক্রোঁ ও স্টারমারের ওপর তোপ দাগলেন ট্রাম্প ক্রেতা থাকলেও বিক্রি কম বইমেলায়   খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন: জয়নুল আবদিন রণবীর সিংয়ের মুখে এফবিআই প্রধানের ছবি বসিয়ে অভিনন্দন একুশের পথ ধরেই গণতান্ত্রিক স্বাধিকার অর্জিত হয়েছে- তারেক রহমান
চ্যাম্পিয়নস ট্রফি

হৃদয়ের সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পেল বাংলাদেশ

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৬:৫৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৬:৫৫:৫৭ অপরাহ্ন
হৃদয়ের সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পেল বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। একপর্যায়ে ৩৫ রানে ৫ উইকেট হারানোর পর তাওহীদ হৃদয় ও জাকের আলীর ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। শেষ পর্যন্ত হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের ষষ্ঠ বলেই সৌম্য সরকার (০) সাজঘরে ফেরেন। এরপর শান্তও (০) ফিরে গেলে ২ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। তিন নম্বরে নেমে মেহেদী হাসান মিরাজ (৫) দলের হাল ধরতে পারেননি।

এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করেন ওপেনার তানজিদ তামিম, তবে ইনিংস বড় করতে পারেননি। নবম ওভারের দ্বিতীয় বলে কট আউট হন তিনি। পরের বলেই ডাক মারেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ফলে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে টাইগাররা।

সেই ধাক্কা সামলে দলকে টেনে তোলেন তাওহীদ হৃদয় ও জাকের আলী। দুজনের ব্যাটে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। জাকের ৮৭ বলে ফিফটি পূর্ণ করেন, এরপর হৃদয়ও ৮৫ বলে ফিফটি তুলে নেন। তাদের পার্টনারশিপে ১৫০ রানের কোটা পার করে টাইগাররা।

৪৩তম ওভারে মোহাম্মদ শামির বলে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দেন জাকের। ১১৪ বলে ৬৮ রান করে ফিরতে হয় তাকে। এরপর দ্রুত রান তুলতে নেমে ১২ বলে ১৮ রান করে আউট হন রিশাদ হোসেন।

তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দিকে এগিয়ে যান হৃদয়। ইনিংসের শেষ দিকে পায়ে চোট পেয়ে দৌড়ে রান নিতে না পারলেও ১১৩ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ ওভারের তৃতীয় বলে ক্যাচ আউট হলে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

ভারতের পক্ষে মোহাম্মদ শামি দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট শিকার করেন। এছাড়া হার্সিত রানা ৩টি ও অক্ষর প্যাটেল ২টি উইকেট নেন।

টাইগারদের দেওয়া ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নামবে ভারত।

কমেন্ট বক্স
খিলগাঁও গ্যারেজপট্টির আগুনে পুড়ে ছাই ২৪ গাড়ি

খিলগাঁও গ্যারেজপট্টির আগুনে পুড়ে ছাই ২৪ গাড়ি