ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত দেশের ভেতরের খেলায়ও হিজাব নিষিদ্ধের কথা ভাবছে ফ্রান্স ইউনূস-মোদি বৈঠক অনেক ফলপ্রসু হয়েছে: প্রেস সচিব মুসলিম বিদ্বেষের অভিযোগ, বয়কটের মুখে সালমানের ‘সিকান্দার’ বিবাহবার্ষিকীতে নাচের সময় হার্ট অ্যাটাক, ওয়াসিমের মৃত্যু ইনজুরির কারণে শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন চ্যাপম্যান দুর্নীতির বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা স্মারক স্বাক্ষর ২০১৫ সালের ছবি মোদিকে উপহার দিলেন ড. ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ জীবিকার তাগিদে ফিরছে মানুষ, ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি বিতর্কিত ওয়াকফ বিল পাস, সংসদে বিলের কপি ছিঁড়ে যা বললেন ওয়াইসি ১৫ ঘণ্টা পর অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু চিকেন’স নেক নিয়ে উদ্বেগে ভারত, ভারী অস্ত্র ও সেনা মোতায়েন! ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক প্রেসিডেন্টকে অপসারণ করলো দ. কোরিয়া, ৬০ দিনের মধ্যে নির্বাচন জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সর্বোচ্চ অগ্রাধিকার বাণিজ্য যুদ্ধে কেউ-ই বিজয়ী হয় না : ইউরোপীয় ইউনিয়ন থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সদরঘাটে ঢাকামুখী মানুষের ঢল যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা

সংস্কার তো এখনও শুরু করিনি: প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ১২:০৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ১২:০৮:৫৬ অপরাহ্ন
সংস্কার তো এখনও শুরু করিনি: প্রধান উপদেষ্টা
দেশের অর্থনীতি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নিরলস কাজ চালিয়ে যাচ্ছে সরকার, কিন্তু একটি পলাতক দল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “সরকার গঠনের সময় আমরা দেখেছি, দেশ যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিল, দুর্নীতির শেকড় ছিল গভীর। আমাদের প্রথম লক্ষ্য ছিল সাধারণ মানুষের জীবন সহজ করা এবং অর্থনৈতিক গতিশীলতা ফেরানো।”

দেশটাকে দুর্নীতি, মিসরুল থেকে কতটা টেনে বের করে আনতে পারলেন এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের বিষয়ে? সংস্কার তো এখনও শুরু করিনি...। বহু পরিবর্তন। এটা আমি বলবো, যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, তার নতুন চেহারা আসছে।

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী শাসনের দীর্ঘ ছায়া কাটিয়ে উঠতে হলে প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।”

ড. ইউনূস বলেন, “বিশ্বের বিভিন্ন দেশ এখন আমাদের ওপর আস্থা রাখছে। তারা বলছে, অতীতের চেয়ে এখন আরও বেশি সহায়তা করতে প্রস্তুত। এটা প্রমাণ করে যে, আমরা সঠিক পথে আছি।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, “প্রথমদিকে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ভয় কাজ করছিল। দীর্ঘদিন দমন-পীড়নের পরিবেশে কাজ করায় তাদের আস্থা ফিরিয়ে আনতে সময় লেগেছে। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।”

প্রধান উপদেষ্টা জানান, “সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে আমরা বেশ কয়েকটি কমিশন গঠন করেছি। যদিও নির্ধারিত সময়ের মধ্যে সব রিপোর্ট আসেনি, তবু আমরা সময় দিচ্ছি — কারণ টেকসই পরিবর্তন একদিনে আসে না।”

তিনি আরও বলেন, “আমরা স্বীকার করছি, ভুলত্রুটি হবে। কিন্তু জনগণের আস্থা আমাদের সবচেয়ে বড় শক্তি। এই আস্থা নিয়েই আমরা দেশকে নতুন করে গড়তে চাই।”

ড. ইউনূস বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়, স্বস্তি চায়। আমরা সেই স্বস্তি ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছি। ষড়যন্ত্র উপেক্ষা করে দেশকে সামনে এগিয়ে নেব — এটাই আমাদের প্রতিশ্রুতি।”

কমেন্ট বক্স
নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত

নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত