ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল আলিয়া ভাটের। পরিচালক করণ জোহরের হাত ধরে ২০১২ সালে 'স্টুডেন্ট অব দি ইয়ার' সিনেমায় অভিষেকের পরই নজর কাড়েন মহেশ ভাট ও সোনি রাজদানের কন্যা আলিয়া। বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিবাহিত এই অভিনেত্রী আজ নিজের অভিনয় দক্ষতা আর পরিশ্রমের জোরে বলিউডের প্রথম সারির তারকা হয়ে উঠেছেন।
পড়াশোনার পাশাপাশি তরুণ বয়সেই অভিনয়ে মনোযোগী হয়ে ওঠেন আলিয়া। তবে তার প্রতিভা আর নিরলস পরিশ্রম তাকে দ্রুত সাফল্যের পথে নিয়ে যায়। মাত্র ৩১ বছর বয়সেই তিনি প্রায় ৪ হাজার ৬০০ কোটি টাকার সম্পদের মালিক। ক্যারিয়ারে রয়েছে একের পর এক সুপারহিট সিনেমা, যার মধ্যে 'রাজি', 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি', 'হাইওয়ে', 'ডার্লিংস'সহ অনেক আলোচিত ছবি রয়েছে।
অভিনয়ে সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন আলিয়া। রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পর দ্রুত মা হওয়ায় তাকে নিয়ে নানা গুঞ্জন হলেও তিনি সব বিতর্কের ঊর্ধ্বে উঠে নিজের পরিবার ও ক্যারিয়ার সামলেছেন দারুণ দক্ষতায়। আজ তিনি শুধু সফল অভিনেত্রী নন, একজন সফল উদ্যোক্তাও। তার প্রযোজনা সংস্থা, ফ্যাশন ব্র্যান্ড, এবং একাধিক ব্যবসা তাকে বলিউডের সবচেয়ে ক্ষমতাশালী তারকাদের কাতারে নিয়ে গেছে।
আলিয়া ভাটের গল্পটা হলো প্রতিভা, পরিশ্রম আর আত্মবিশ্বাসের এক অসাধারণ উদাহরণ। কম বয়সেই বলিউডের অন্যতম সফল তারকা হয়ে ওঠা আলিয়া প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম থাকলে যেকোনো স্বপ্নই বাস্তব করা সম্ভব।