ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন পণ্যে শুল্ক বাড়ানোর প্রতিক্রিয়ায় যা বললেন প্রেস সচিব জলবসন্ত হলে খাবেন না ৪ খাবার রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা ঋণের অর্থ ছাড়ের আগে শনিবার ঢাকা আসছে আইএমএফের প্রতিনিধি দল বিমসটেক সম্মেলন: পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক চলছে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ বন্ধুরা মিলে মদ পানে ৩ জনের মৃত্যু, অসুস্থ ৮ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা এনসিপির অভিযোগ— স্থানীয় পর্যায়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ নেই ফোর্বসের প্রতিবেদন: বিশ্বধনীদের তালিকায় শীর্ষে যারা তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের ট্রেন থেকে ছোড়া পানির বোতল বুকে লেগে কিশোরের মৃত্যু ট্রেনের ছাদে টিকটক বানাতে গিয়ে ২ যুবকের মৃত্যু সীমান্তে মাইন বিস্ফোরণ, পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি আমার ওপর যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে : জামায়াতের আমির ব্যাঙ্ককে ইউনূস-মোদি বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ : পররাষ্ট্রসচিব রংপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেফতার সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নতুন নয়: ড. খলিলুর রহমান ঈদের তৃতীয় দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিবের যে সিনেমা

দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির আলোচনা শুরুর ইঙ্গিত ইসরাইল-হামাসের

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ০২:২০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ০২:২০:২২ অপরাহ্ন
দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির আলোচনা শুরুর ইঙ্গিত ইসরাইল-হামাসের
গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপে আলোচনায় বসতে প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে ইসরাইল ও হামাস। শনিবার (৮ মার্চ) এই প্রস্তুতির কথা জানায় দুই পক্ষই। রোববার (৯ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

জানুয়ারিতে শুরু হওয়া ৪২ দিনের যুদ্ধবিরতি আরও বাড়ানোর লক্ষ্যে মধ্যস্থতাকারীদের চাপের মধ্যে এই ইঙ্গিত দিল ইসরাইল ও হামাস।

প্রতিবেদনে বলা হয়, হামাস জানিয়েছে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হওয়ার জন্য ‘ইতিবাচক নির্দেশনা’ পাওয়া গেছে, যদিও বিস্তারিত কিছু জানানো হয়নি। অন্যদিকে, ইসরাইলও জানিয়েছে তারা আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, মার্কিন সমর্থিত মধ্যস্থতাকারীদের আমন্ত্রণ গ্রহণ করেছে ইসরাইল এবং আলোচনার অগ্রগতি নিশ্চিত করতে আগামী সোমবার দোহায় একটি প্রতিনিধিদল পাঠানো হবে।

অন্যদিকে, হামাসের একটি প্রতিনিধিদল ইতোমধ্যে কায়রোতে মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করছে, যাতে কাতারের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সহজ হয়। তাদের লক্ষ্য হলো চুক্তির পরবর্তী ধাপে গিয়ে যুদ্ধের অবসান ঘটানো।

হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া বলেন, “আমাদের জনগণের ন্যায্য দাবি পূরণের জন্য দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অংশ নিতে আমরা প্রস্তুত। আমরা গাজা উপত্যকায় মানবিক সহায়তা বাড়ানো ও অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

তবে কূটনৈতিক আলোচনার মধ্যেও সহিংসতা থামেনি। শনিবার দক্ষিণ গাজার রাফায় ইসরাইলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত জানুয়ারিতে ইসরাইল-হামাসের মধ্যে প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষ কিছুটা থেমেছিল, তবে টেকসই শান্তির জন্য এখনো দীর্ঘ পথ বাকি।

কমেন্ট বক্স
মার্কিন পণ্যে শুল্ক বাড়ানোর প্রতিক্রিয়ায় যা বললেন প্রেস সচিব

মার্কিন পণ্যে শুল্ক বাড়ানোর প্রতিক্রিয়ায় যা বললেন প্রেস সচিব