ঢাকা , রবিবার, ০৬ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমসটেকে প্রাপ্তি-প্রত্যাশা: চুক্তি-সমঝোতা দৃশ্যমান চায় বিশ্লেষকরা সাঙ্গাকারার সঙ্গে মালাইকার প্রেম, জল্পনা উসকে দিলেন অর্জুন? নাগরিকত্ব ত্যাগ, শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ আজিজ খান উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না : প্রেসসচিব এক যুগ পর হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ ট্রাম্পের পাল্টা শুল্কারোপ, সম্পদ হারালেন বিশ্বের শীর্ষ ধনীরা চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধে ফেঁসে যাচ্ছে অ্যাপল ট্রাম্পের ১০ শতাংশ শুল্ক কার্যকর, বাংলাদেশের হাতে সময় আছে কতদিন? শরীয়তপুরে সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় আহত ১৬ ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক ভালো কিছু বয়ে আনবে: আন্দা‌লিব রহমান পার্থ ড. ইউনূসের সঙ্গে বৈঠকের পর মোদির টুইট ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে পায়ে আঘাত পেলেন নাহিদ ইসলাম ৫৫ বছর বয়সে বিয়ে, এক মাস পর ডাকাতের হাতে প্রাণ গেলো প্রবাসীর ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে সব মুসলিমের জন্য ‘বিরল’ ফতোয়া জারি বলের আঘাতে হাসপাতালে ভর্তি পাকিস্তানি ওপেনার সিরিজ হারের পর দর্শক পেটাতে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার চীন আতঙ্কিত হয়ে ভুল চাল দিয়েছে: ট্রাম্প ভারতে ওয়াকফ বিল পাসের প্রতিবাদে জামায়াতের বিবৃতি ঈদের ছুটিতে ৭ দিনে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী, ফিরেছেন ৪৪ লাখ

‘২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে যুক্তরাষ্ট্র’

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০৭:০০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০৭:০০:৩২ অপরাহ্ন
‘২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে যুক্তরাষ্ট্র’
দলটির কোচ মরিসিও পচেত্তিনো এক নতুন দাবিতে সবাইকে চমকে দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ২০২৬ বিশ্বকাপ জিতবে, এবং এর জন্য ডোনাল্ড ট্রাম্প-এর সাহায্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পচেত্তিনো বিশ্বাস করেন, ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজক হওয়ার ফলে যুক্তরাষ্ট্রের দল কিছু বাড়তি সুবিধা পাবে, এবং ট্রাম্পের ব্যক্তিগত সহায়তা তাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে পচেত্তিনো বলেন, “আমার মনে হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাহায্য এবং আয়োজক দেশ হিসেবে আমাদের অবস্থান—এতে যেকোনো কিছু সম্ভব। আমরা শিরোপা জিততে পারি। আমরা জেতার মেন্টালিটিতেই মাঠে নামবো।” তিনি আরও বলেন, “আমেরিকা যখন কোনো কিছুতে জড়ায়, তখন তা জয়ী হওয়ার জন্য তারা মরিয়া হয়ে থাকে, সেটা স্পোর্টস বা অন্য কোনো সেক্টর হোক।”

বিশ্বকাপের ইতিহাসে যুক্তরাষ্ট্র ১৯৩০ সালে উদ্বোধনী বিশ্বকাপে তৃতীয় হয়েছিল, কিন্তু এরপর দীর্ঘ সময় ধরে তাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ১৯৯৮ সাল পর্যন্ত তারা কোয়ার্টার ফাইনালেও পৌঁছাতে পারেনি, এমনকি আয়োজক দেশ হিসেবে কোপা আমেরিকা গ্রুপ স্টেজ পার করতে পারেনি। তবে বর্তমানে নতুন কোচ পচেত্তিনো এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সহায়তায় যুক্তরাষ্ট্রের ফুটবল দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।

ডোনাল্ড ট্রাম্প-কে বিভিন্ন স্পোর্টস ইভেন্টে নিয়মিত উপস্থিত থাকতে দেখা যায়। গত এক মাসে তিনি ১১টি এনএফএল স্টেডিয়াম পরিদর্শন করেছেন এবং সম্প্রতি নিউ অরলিন্সে সুপার বোল ইভেন্টে উপস্থিত ছিলেন। এছাড়া, নির্বাচিত হওয়ার পরেও ম্যাডিসন স্কয়্যার গার্ডেনে ইউএফসি ইভেন্ট ও আর্মি-নেভি গেমসে অংশ নিয়েছিলেন।

২০২৬ বিশ্বকাপ নিয়ে যুক্তরাষ্ট্রে বেশ উত্তেজনা বিরাজ করছে, এবং কোচ পচেত্তিনো ও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেই দলের এই স্বপ্ন পূরণের জন্য প্রস্তুতি চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিমসটেকে প্রাপ্তি-প্রত্যাশা: চুক্তি-সমঝোতা দৃশ্যমান চায় বিশ্লেষকরা

বিমসটেকে প্রাপ্তি-প্রত্যাশা: চুক্তি-সমঝোতা দৃশ্যমান চায় বিশ্লেষকরা