ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সর্বোচ্চ অগ্রাধিকার বাণিজ্য যুদ্ধে কেউ-ই বিজয়ী হয় না : ইউরোপীয় ইউনিয়ন থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সদরঘাটে ঢাকামুখী মানুষের ঢল যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা কৃষকের হাত-পা বেঁধে ১১ গরু লুটে নিল ডাকাতদল তিন মাসে ১৪ বার বেড়েছে সোনার দাম ‘যা ঘটেছে তা একদমই মনে রাখবেন না’, কটূক্তি প্রসঙ্গে শাকিব খানকে আফরান নিশো জুলাই-আগস্টের বিচার বানচালে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর ভারতকে রুখে দিয়ে ফিফা থেকে সুখবর পেলো বাংলাদেশ ইলন মাস্ক কী সত্যি ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নিচ্ছেন? সিয়াম-বুবলীর ‘জংলি’ দেখে দর্শকরা কাঁদছেন বিকেলে বিমসটেক সম্মেলনে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন ড. ইউনূস মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা হুতির! চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ড. ইউনূসের এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই : শিক্ষাবোর্ড বিশ্বকে পরিবর্তনে আগে নিজের গ্রাম থেকে শুরুর পরামর্শ প্রধান উপদেষ্টার হুমকি-ধামকি দিলেও রাশিয়ার ওপর শুল্ক চাপাননি ট্রাম্প! রাজনীতি থেকে অবসর নিচ্ছেন মোদি, শিবসেনার দাবি ব্যাঙ্ককে পৌঁছলেন প্রধান উপদেষ্টা

পুতিনকে অপ্রয়োজনীয় দাবি বন্ধ করতে হবে: জেলেনস্কি

  • আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০৩:৫৮:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০৩:৫৮:৩৪ অপরাহ্ন
পুতিনকে অপ্রয়োজনীয় দাবি বন্ধ করতে হবে: জেলেনস্কি
যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘অপ্রয়োজনীয় দাবি’ পেশ করা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, পুতিনকে অবশ্যই যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য অপ্রয়োজনীয় দাবি করা বন্ধ করতে হবে এবং বিশ্বকে তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করতে হবে। পুতিনের উপর চাপ বজায় রাখতে বিশ্বনেতাদের প্রতি আহবানও জানিয়েছেন তিনি। 


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর বৃহস্পতিবার  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের বৈঠক করার পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। 

জেলেনস্কি বলেন, এই মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যেসব কথা বলছেন, যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন, কয়েক ঘণ্টা পরেই সেসবের আর কোন অর্থ থাকে না। তাই, আংশিক যুদ্ধবিরতি নিয়ে ক্রেমলিন যাতে সব শর্ত পূরণ করে সেজন্য পুতিনের ওপর বিশ্বনেতাদের চাপ অব্যাহত রাখতে হবে। 

পুতিনের উপর চাপ অব্যাহত রাখার বিষয়ে কিয়েভের নেতা আরও বলেন, যতক্ষণ না রাশিয়া আমাদের ভূমি থেকে সরে যেতে শুরু করে এবং তার আগ্রাসনের ফলে সৃষ্ট ক্ষতির সম্পূর্ণ ক্ষতিপূরণ না দেয় ততক্ষণ পর্যন্ত মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল থাকতে হবে।

ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাইয়া কালাস এরইমধ্যে বলেছেন, ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার দেওয়া শর্তগুলো প্রমাণ করে যে মস্কো প্রকৃতপক্ষে শান্তি চায় না। তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের বিপরীত, যিনি আলোচনার বিষয়ে আশাবাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি বারবার বলেছেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি চুক্তি করতে প্রস্তুত।


এদিকে রাতভর হামলায় ইউক্রেনে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। অন্যদিকে, ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়ার সারাতোভ অঞ্চলের একটি বিমানঘাঁটিতে আগুন লেগেছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যতই বলুক না কেন, হামলা বন্ধ হচ্ছে না।  ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জরুরি পরিষেবা কর্মীদের অক্লান্ত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। প্রতিটি হামলার মাধ্যমে রাশিয়া বিশ্বকে দেখিয়ে দিচ্ছে, শান্তি নিয়ে তাদের আসল মানসিকতা কী।

কমেন্ট বক্স
জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সর্বোচ্চ অগ্রাধিকার

জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সর্বোচ্চ অগ্রাধিকার