ঢাকা , শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ , ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাফ চাইতে ও ক্ষতিপূরণ দিতে তানজিন তিশাকে আইনি নোটিশ পর্যাপ্ত ঘুমের পরও কেন কাটে না ক্লান্তি? জানুন কারণ ও করণীয় ডিম ও মাংসের দাম কমানো সম্ভব নয় : মৎস্য উপদেষ্টা জুলাই শহীদের মেয়ে লামিয়া ধর্ষণ, ৩ আসামির সাজা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, এ সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে- আইন উপদেষ্টা প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকদের পদযাত্রা আটকে দিলো পুলিশ তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ দেখছি: ইসি আনোয়ারুল অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে কাজ করতে হবে : ইউএনওদের ইসি বিনিয়োগ আকর্ষণে কোরিয়া গেল আশিক চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদল ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে -বেবিচক চেয়ারম্যান চোখের সামনেই জোবায়েদকে নিস্তেজ হতে দেখেছে বর্ষা প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধিদল তেলাপোকা মারতে গিয়ে অ্যাপার্টমেন্ট জ্বালিয়ে দিলেন তরুণী, প্রতিবেশীর মৃত্যু ইতিহাস গড়ে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আনলে দিতে হবে না শুল্ক ত্রিভুজ প্রেমের বলি জোবায়েদ: পুলিশ দিনটি ঐতিহাসিক, আমি সৌভাগ্যবান: শিক্ষা উপদেষ্টা আন্দোলনরত শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরে যাবেন, আশা শিক্ষা উপদেষ্টার জুলাই জাতীয় সনদে গণফোরামের স্বাক্ষর রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করবে জামায়াত

ব্রাজিলকে উড়িয়ে দিয়ে যা বললেন স্ক্যালোনি

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ১১:১২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ১১:১২:১০ পূর্বাহ্ন
ব্রাজিলকে উড়িয়ে দিয়ে যা বললেন স্ক্যালোনি
ইনজুরির কারণে দলে নেই লিওনেল মেসি। এদিকে বার্সেলোনায় দারুণ ফর্মে থাকা রাফিনিয়া মাঠ ও মাঠের বাইরে গুড়িয়ে দেয়ার হুমকি দিয়ে রেখেছিলেন। তাতেই যেন আত্মমর্যাদায় আঘাত লেগেছিল আলবিসেলেস্তেদের। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতেছিলেন হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা, এনজো ফার্নান্দেজ। এক হালি গোল হজম করেও আরও বড় হারের লজ্জায় ডুবতে না হওয়ায় হয়তো হতাশার মাঝেও সান্ত্বনা খুঁজে নিচ্ছেন রাফিনিয়া-ভিনিসিউসরা। এদিকে ২০২৬ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করার পর চিরপ্রতিদ্বন্দ্বীদের লজ্জায় ডুবিয়ে তৃপ্তির হাসি হাসছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি।

বুধবার (২৬ মার্চ) স্তাদিও মাস মনুমেন্টালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। স্বাগতিকদের পক্ষে হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার এবং গিউলিয়ানো সিমিওনে গোল করেন। ব্রাজিলের পক্ষে একটি গোল শোধ করেন ম্যাথিয়াস কুনিয়া।


দুর্দান্ত ফুটবল খেলে ম্যাচে জয় পাওয়ার পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন, দলীয় নৈপুণ্যই জয় এনে দিয়েছে। তিনি বলেন, 'এটা দলীয় জয়, কারণ আমরা একটা দল হয়ে খেলেছি এবং এ কারণেই আমরা ব্রাজিলকে বাগে আনতে পেরেছি। এই খেলোয়াড়দের হারানোর এটাই একমাত্র পথ। আমার মনে হয় আমরা অসাধারণ খেলেছি এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কীভাবে মেলে ধরতে হয় সেটা জানা।'



'এমন ম্যাচ আসতে পারে যেখানে আমাদের ভোগান্তির মুখে পড়তে হতে পারে এবং অন্যগুলোতে হয়ত না। আমাদের দেখাতে হবে যে, আমরা ভিন্ন ভিন্ন পরিস্থিতিতেও খেলতে সক্ষম।'–স্ক্যালোনি যোগ করেন।

এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই আলভারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্রুত গোল পাওয়ায় তার দলের জন্য ম্যাচটা উন্মুক্ত হয়ে যায় বলে মনে করেন স্ক্যালোনি, 'ব্রাজিলের মতো টেকনিক্যাল দলকে চাপে ফেলা কঠিন। আমার মনে হয়, দ্রুত গোল তাদের উন্মুক্ত করতে আমাদের সাহায্য করেছে। আমরা তাদের চেয়ে ভালোভাবে ফাঁকা জায়গাগুলো দখল করেছি, বিশেষ করে এই ধরনের খেলোয়াড়দের নিয়ে, যারা খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে।'

সুসময়টা আলবিসেলেস্তে সমর্থকদের উপভোগ করতে বলছেন স্ক্যালোনি। 'আমি চাই মানুষ এই মুহূর্ত উপভোগ করুক। আমরা জানি না কতদিন এটা স্থায়ী হবে, কিন্তু কোনো এক সময় এটা ঘুরে যাবে। আশা করি, এটা (সুসময়) দীর্ঘ হবে, একই সঙ্গে এই ছেলেরা যেভাবে খেলেছে সেটা উপভোগ করতে হবে। আমরা চেষ্টা চালিয়েই যাব।'



এই ম্যাচের আগে কিংবদন্তি রোমারিওর সঙ্গে এক পডকাস্টে আর্জেন্টিনাকে নিয়ে বেশ তাচ্ছিল্যের সুরে কথা বলেছিলেন রাফিনিয়া। জানিয়েছিলেন, মাঠে আর্জেন্টিনাকে গুড়িয়ে দেবেন, প্রয়োজনে মাঠের বাইরেও। তার এমন বক্তব্য আর্জেন্টাইনদের ক্রুদ্ধ করে তুলেছে। তবে স্ক্যালোনি রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছেন।

তিনি বলেন, 'আমি রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছি কারণ আমি জানি এটা সে কোনো উদ্দেশ্য নিয়ে বলেনি, সে তার দেশের হয়ে বলেছে। আমি পুরোপুরি নিশ্চিত, সে এটা কাউকে আঘাত দিতে বলেনি।'

'এভাবে খেলার জন্য কোনো বিবৃতির দরকার নেই। এ জন্যই আমরা এভাবে খেলি না।'

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাফ চাইতে ও ক্ষতিপূরণ দিতে তানজিন তিশাকে আইনি নোটিশ

মাফ চাইতে ও ক্ষতিপূরণ দিতে তানজিন তিশাকে আইনি নোটিশ