ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী ইসরাইলকে সহায়তার অভিযোগে ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস রেমিট্যান্স না আসলে সরকারের টিকে থাকা মুশকিল ছিল: প্রধান উপদেষ্টা রোম সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন কুকুর টানাটানি করছিল ব্যাগ, ভেতরে পাওয়া গেল নবজাতকের মরদেহ আইনের বেড়াজাল পেরিয়ে ভালোবাসার পরিণয়, জেলখানায় বিয়ে সম্পন্ন ৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরাইল এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে নোবেল শান্তি পুরস্কারের তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে কমিটি শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান মসজিদুল আকসার খতিবের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত কিশোরগঞ্জের মাহবুব ঢাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত ত্রাণ বিতরণ সিম্বলিক, মূল উদ্দেশ্য ছিল অবরোধ ভাঙা : শহিদুল আলম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছাল ভারী অস্ত্র নিয়ে পাক সেনাদের ওপর আফগানিস্তানের হামলা, সীমান্তে সংঘর্ষ গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল

ভারতে হাই কোর্টের ‘ধর্ষণ’ সংক্রান্ত বিতর্কিত রায় স্থগিত করল সুপ্রিম কোর্ট

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ১১:৪১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ১১:৪১:০৫ পূর্বাহ্ন
ভারতে হাই কোর্টের ‘ধর্ষণ’ সংক্রান্ত বিতর্কিত রায় স্থগিত করল সুপ্রিম কোর্ট
ভারতে শিশু যৌন নিপীড়ন নিয়ে এলাহাবাদ হাইকোর্টের সাম্প্রতিক একটি বিতর্কিত রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।সেই রায়ে বলা হয়েছিল, কোনও বালিকার স্তন চেপে ধরা এবং পাজামার ফিতা ছিঁড়ে ফেলা ধর্ষণের চেষ্টা নয়; বরং ‘গুরুতর যৌন নিপীড়ন’ হতে পারে, যা তুলনামূলকভাবে কম গুরুতর অপরাধ।


বিবিসি জানায়, হাইকোর্টের গত সপ্তাহে দেওয়া এই রায় ঘিরে ভারতে তুমুল বিতর্ক শুরু হওয়ার জেরে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। ‘উই দ্য উইমেন অফ ইন্ডিয়া’ নামে একটি সংগঠন এলাহাবাদ হাইকোর্টের বিতর্কিত এই রায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নজরে আনে ৷


তারপরেই বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুরু করে সুপ্রিম কোর্ট। সেই মামলার শুনানিতেই আদালত এলাহাবাদ হাইকোর্টের ওই রায়ে স্থগিতাদেশ দিয়েছে। এলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণকে ‘অসংবেদনশীল’ বলেও উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এ দিন বলেছে, “রায়টি তাৎক্ষণিকভাবে দেওয়া হয়নি, বরং চার মাস পর দেওয়া হয়েছে অনেক বেশি ভাবনা-চিন্তার পর। সাধারণত আমরা এ পর্যায়ে স্থগিতাদেশ দিই না। তবে এ ক্ষেত্রে পর্যবেক্ষণটি অমানবিক বলেই মনে হচ্ছে। ফলে এই পর্যবেক্ষণে স্থগিতাদেশ দেওয়া হল।সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া চেয়েছে।


১১ বছরের এক বালিকাকে ধর্ষণের চেষ্টা সংক্রান্ত একটি মামলায় গত ১৭ মার্চ এলাহাবাদ হাইকোর্ট ওই বিতর্কিত রায় দিয়েছিল। বিতর্কিত অংশটি অপসারণের দাবি জানিয়ে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে।

দাবি করা হয়েছিল, ভবিষ্যতে বিচারকরা যাতে এ ধরনের বিতর্কিত মন্তব্য করতে না পারেন, সেই বিষয়ে সুপ্রিম কোর্ট যেন নির্দেশ জারি করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী

ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী