ঢাকা , মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর টানাটানি করছিল ব্যাগ, ভেতরে পাওয়া গেল নবজাতকের মরদেহ আইনের বেড়াজাল পেরিয়ে ভালোবাসার পরিণয়, জেলখানায় বিয়ে সম্পন্ন ৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরাইল এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে নোবেল শান্তি পুরস্কারের তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে কমিটি শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান মসজিদুল আকসার খতিবের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত কিশোরগঞ্জের মাহবুব ঢাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত ত্রাণ বিতরণ সিম্বলিক, মূল উদ্দেশ্য ছিল অবরোধ ভাঙা : শহিদুল আলম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছাল ভারী অস্ত্র নিয়ে পাক সেনাদের ওপর আফগানিস্তানের হামলা, সীমান্তে সংঘর্ষ গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল সালিশ মনঃপূত না হওয়ায় পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা নওগাঁয় গণপিটুনিতে ডাকাত নিহত আমি এ দোকানের ‘বান্ধা কাস্টমার’: মারজুক রাসেল নববধূর সাজে নজর কাড়লেন সেলেনা গোমেজ মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের যেভাবে আবদার মেটালেন মুশফিক

ইসরাইলকে ভয় ধরাতে আমাদের এখনো এমন সক্ষমতা আছে: হামাস

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ০২:৪৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ০২:৪৮:০৬ অপরাহ্ন
ইসরাইলকে ভয় ধরাতে আমাদের এখনো এমন সক্ষমতা আছে: হামাস
আশদোদ ও আশকেলন শহরে রকেট হামলার পর ফের আলোচনায় হামাসের সামরিক সক্ষমতা। রোববার (৭ এপ্রিল) গাজা থেকে ইসরাইলের উদ্দেশে প্রায় ১০টি রকেট ছোড়া হয়। যদিও ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, অধিকাংশ রকেটই আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা হয়েছে।

তবে আশকেলনে একটি রকেট আঘাত হানলে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ইসরাইলি জরুরি সেবা সংস্থা এমডিএ জানিয়েছে, রকেটের স্প্লিন্টারে আহত এক ব্যক্তি (বয়স আনুমানিক ৩০) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আতঙ্কে পালাতে গিয়ে আহতদেরও চিকিৎসা দেওয়া হয়েছে।

এ হামলার পরপরই আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাস মুখপাত্র জিহাদ তাহা বলেন, “আমাদের এখনো এমন সামরিক সক্ষমতা রয়েছে, যা ইসরাইলের জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত।” তার ভাষায়, “ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান অপরাধ ও হত্যাযজ্ঞের প্রেক্ষিতে প্রতিরোধ আন্দোলনের এই পদক্ষেপ ন্যায্য।”

আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “বিশ্ব যখন ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে নিরব, তখন প্রতিরোধই একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, “যতদিন ইসরাইল ফিলিস্তিনি ভূমি দখল করে রাখবে, অস্ত্রসজ্জিত বসতি গড়ে তুলবে, পবিত্র স্থানগুলো অপবিত্র করবে—ততদিন প্রতিরোধ থামবে না। হামাস বিলীন হবে না।”

বিশ্লেষকরা মনে করছেন, হামলার তীব্রতা সীমিত হলেও এর প্রতীকী ও মানসিক প্রভাব যথেষ্ট। সামরিকভাবে হামাস দুর্বল হলেও তারা এখনও সীমিত পরিসরে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে—এটি প্রমাণ করে গাজায় ইসরাইলি সামরিক অভিযানেও তারা পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি।

এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা মনে করছেন, সংকটের কোনো একমাত্র সামরিক সমাধান নেই। রাজনৈতিক সমাধান ছাড়া দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা অসম্ভব।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুকুর টানাটানি করছিল ব্যাগ, ভেতরে পাওয়া গেল নবজাতকের মরদেহ

কুকুর টানাটানি করছিল ব্যাগ, ভেতরে পাওয়া গেল নবজাতকের মরদেহ