ঢাকা , শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ , ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুর্জ খলিফায় বজ্রপাত, ভিডিও ভাইরাল হাদির মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হাদির মাগফেরাত কামনায় শুক্রবার সারাদেশে বিশেষ দোয়া-প্রার্থনার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন ভেনেজুয়েলার ওপর নৌ অবরোধের হুমকির নিন্দা ইরানের গুম ও নির্যাতনের মামলা শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে’ বলে গাড়ি ম্যানেজ করেন ফয়সাল মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরছেন তারেক রহমান হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে দুই ‘সন্দেহভাজন’ আটক উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও কানাডা যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা শেষ স্ট্যাটাসে হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী দ্রুত বিচার আইনের দুই মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি হাদিকে গুলির আগের রাতে ফয়সাল তার বান্ধবীকে দেশ কাঁপানোর বার্তা দেন মানিক মিয়া এভিনিউয়ে বিএনসিসির বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঢাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির চেকপোস্ট ব্যবস্থা জোরদার ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচারের আবেদন ইনুর শীতে মাইগ্রেনের সমস্যা বেড়েছে? যা করতে পারেন চায়ের সঙ্গে যে খাবারগুলো খাওয়া ক্ষতিকর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে তলব

শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৫:৫১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৫:৫১:১৫ অপরাহ্ন
শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ
শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, এমন দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নানা কারণে স্বীকৃতির সেই উদ্যোগ সফল হয়নি। তবে ‘জুলাই সনদ’ যেন ব্যর্থ না হয়, সেজন্য নিরবিচারে কাজ চলছে।

রোববার (২০ এপ্রিল) এনসিপি ও খেলাফত মজলিসের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমত থাকবে, এটা স্বাভাবিক। তবে বর্তমানে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, যেখানে সবাই নিজের মত প্রকাশ করতে পারছে। এটি ভিন্নমত মাত্র, আমরা মনে করি না দলগুলোর মধ্যে এমন কোনো অনৈক্য তৈরি হয়েছে যার সুযোগ ফ্যাসিবাদী শক্তি নিতে পারে।”

তিনি আরও জানান, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে এনসিপি সক্রিয় রয়েছে। তিনি বলেন, “আমরা সব ধরনের সংলাপে অংশ নিচ্ছি, তা আনুষ্ঠানিক হোক বা অনানুষ্ঠানিক। প্রয়োজন হলে মাঠের কর্মসূচিও নেয়া হবে, তবে সেটা অন্যান্য ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করেই যুগপৎভাবে।”

ফ্যাসিবাদী শক্তির উত্থান রুখতে ঐক্যের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশে কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে সবাই ঐক্যবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ।”

বিচারের ধরণ নিয়ে প্রশ্ন করা হলে এনসিপি আহ্বায়ক বলেন, “বিচার দুটি পর্যায়ে হওয়া উচিত—একটি ব্যক্তিকেন্দ্রিক, অন্যটি দলগত। ব্যক্তিদের তো বিচার অবশ্যই হবে, তবে দলগতভাবে বিচার না হলে রাজনৈতিক দায়বদ্ধতা সম্পূর্ণ হয় না। আমরা মনে করি, জুলাই গণহত্যা ছিল একটি রাজনৈতিক হত্যাযজ্ঞ, যেখানে দলগতভাবে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। সুতরাং দলগত বিচারও জরুরি।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুর্জ খলিফায় বজ্রপাত, ভিডিও ভাইরাল

বুর্জ খলিফায় বজ্রপাত, ভিডিও ভাইরাল