ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ মে মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি : নেপালের রাষ্ট্রদূত সিলেট টেস্ট: বাংলাদেশকে চাপে রেখেই দিনটা নিজেদের করে নিলেন জিম্বাবুয়ে পারভেজের মতো ছাত্রনেতার খুনীরা দেশ পরিবর্তনের আন্দোলনে ছিলো না: ফখরুল এনসিটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি চট্টগ্রাম মহানগর জামায়াতের আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ সংখ্যক বন্দি বিনিময় রাশিয়া-ইউক্রেনের ‘শেখ হাসিনা ও জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের প্রত্যক্ষ প্রমাণ মিলেছে’ ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ ফ্ল্যাট বুক করেছি, পরের বছর বিয়ে করতে পারব : বনি ১৩ বছরের ক্যারিয়ারে প্রথম এমন অভিজ্ঞতা হলো বাবরের একই ব্যক্তি সরকার ও দলের প্রধান নয়– প্রস্তাবে একমত নয় বিএনপি নিকারাগুয়ার ২৫০ সরকারি কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের রক্ত দিয়ে নব্য ফ্যাসিবাদ রুখে দেয়ার আহ্বান জি এম কাদেরের দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম কারিগরি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যা: ৮ জনের নাম উল্লেখ করে মামলা ইসরায়েলি অভিনেত্রী থাকায় লেবাননে নিষিদ্ধ হলো ‘স্নো হোয়াইট’ নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে তাগিদ প্রধান উপদেষ্টার জোট সরকার ছাড়ার হুমকি পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়ালের

শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৫:৫১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৫:৫১:১৫ অপরাহ্ন
শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ
শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, এমন দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নানা কারণে স্বীকৃতির সেই উদ্যোগ সফল হয়নি। তবে ‘জুলাই সনদ’ যেন ব্যর্থ না হয়, সেজন্য নিরবিচারে কাজ চলছে।

রোববার (২০ এপ্রিল) এনসিপি ও খেলাফত মজলিসের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমত থাকবে, এটা স্বাভাবিক। তবে বর্তমানে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, যেখানে সবাই নিজের মত প্রকাশ করতে পারছে। এটি ভিন্নমত মাত্র, আমরা মনে করি না দলগুলোর মধ্যে এমন কোনো অনৈক্য তৈরি হয়েছে যার সুযোগ ফ্যাসিবাদী শক্তি নিতে পারে।”

তিনি আরও জানান, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে এনসিপি সক্রিয় রয়েছে। তিনি বলেন, “আমরা সব ধরনের সংলাপে অংশ নিচ্ছি, তা আনুষ্ঠানিক হোক বা অনানুষ্ঠানিক। প্রয়োজন হলে মাঠের কর্মসূচিও নেয়া হবে, তবে সেটা অন্যান্য ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করেই যুগপৎভাবে।”

ফ্যাসিবাদী শক্তির উত্থান রুখতে ঐক্যের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশে কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে সবাই ঐক্যবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ।”

বিচারের ধরণ নিয়ে প্রশ্ন করা হলে এনসিপি আহ্বায়ক বলেন, “বিচার দুটি পর্যায়ে হওয়া উচিত—একটি ব্যক্তিকেন্দ্রিক, অন্যটি দলগত। ব্যক্তিদের তো বিচার অবশ্যই হবে, তবে দলগতভাবে বিচার না হলে রাজনৈতিক দায়বদ্ধতা সম্পূর্ণ হয় না। আমরা মনে করি, জুলাই গণহত্যা ছিল একটি রাজনৈতিক হত্যাযজ্ঞ, যেখানে দলগতভাবে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। সুতরাং দলগত বিচারও জরুরি।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩ মে মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের

৩ মে মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের