ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৫:৫১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৫:৫১:১৫ অপরাহ্ন
শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ
শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, এমন দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নানা কারণে স্বীকৃতির সেই উদ্যোগ সফল হয়নি। তবে ‘জুলাই সনদ’ যেন ব্যর্থ না হয়, সেজন্য নিরবিচারে কাজ চলছে।

রোববার (২০ এপ্রিল) এনসিপি ও খেলাফত মজলিসের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমত থাকবে, এটা স্বাভাবিক। তবে বর্তমানে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, যেখানে সবাই নিজের মত প্রকাশ করতে পারছে। এটি ভিন্নমত মাত্র, আমরা মনে করি না দলগুলোর মধ্যে এমন কোনো অনৈক্য তৈরি হয়েছে যার সুযোগ ফ্যাসিবাদী শক্তি নিতে পারে।”

তিনি আরও জানান, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে এনসিপি সক্রিয় রয়েছে। তিনি বলেন, “আমরা সব ধরনের সংলাপে অংশ নিচ্ছি, তা আনুষ্ঠানিক হোক বা অনানুষ্ঠানিক। প্রয়োজন হলে মাঠের কর্মসূচিও নেয়া হবে, তবে সেটা অন্যান্য ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করেই যুগপৎভাবে।”

ফ্যাসিবাদী শক্তির উত্থান রুখতে ঐক্যের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশে কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে সবাই ঐক্যবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ।”

বিচারের ধরণ নিয়ে প্রশ্ন করা হলে এনসিপি আহ্বায়ক বলেন, “বিচার দুটি পর্যায়ে হওয়া উচিত—একটি ব্যক্তিকেন্দ্রিক, অন্যটি দলগত। ব্যক্তিদের তো বিচার অবশ্যই হবে, তবে দলগতভাবে বিচার না হলে রাজনৈতিক দায়বদ্ধতা সম্পূর্ণ হয় না। আমরা মনে করি, জুলাই গণহত্যা ছিল একটি রাজনৈতিক হত্যাযজ্ঞ, যেখানে দলগতভাবে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। সুতরাং দলগত বিচারও জরুরি।”

কমেন্ট বক্স