ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

সাবেক এপিএস মোয়াজ্জেমের বিষয়ে দুদককে তদন্তের অনুরোধ উপদেষ্টা আসিফের

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০১:২৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০১:২৩:২০ অপরাহ্ন
সাবেক এপিএস মোয়াজ্জেমের বিষয়ে দুদককে তদন্তের অনুরোধ উপদেষ্টা আসিফের
নিজের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুরোধ করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লেখেন, মোয়াজ্জেম হোসেনের বিষয়ে দুদককে অনুসন্ধানের অনুরোধ জানানো হয়েছে। গুঞ্জন, গুজব না কি সত্য— তা দুদকের অনুসন্ধানের মাধ্যমেই পরিষ্কার হবে। তিনি জানান, ইতোমধ্যে কিছু ভুল তথ্য ছড়ানো হয়েছে। পদত্যাগের ঘটনাকে অপসারণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। কোনো অনুসন্ধানী তথ্য বা ব্যক্তিগত সাক্ষ্য ছাড়াই অনুমাননির্ভর মিডিয়া ট্রায়াল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ আরও লেখেন, কিছু সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ করে জানা গেছে, তাদের ওপরও চাপ ছিল নির্দিষ্টভাবে কিছু নিউজ প্রকাশের। ফ্যাক্টের ভিত্তিতে প্রতিবেদন হলে সমস্যা ছিল না, কিন্তু তথ্য-উপাত্তহীন মনগড়া কথাবার্তা প্রতিষ্ঠার চেষ্টা দৃষ্টিকটু লেগেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, দুদকের অনুসন্ধানের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটিত হবে— এটাই তার প্রত্যাশা।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল মোয়াজ্জেম হোসেনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয় সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কমেন্ট বক্স