গেল কয়েকদিনের দাবদাহের পর অবশেষে দেশের আবহাওয়ায় নেমেছে স্বস্তির ছোঁয়া। আজ (রোববার, ২৮ এপ্রিল) সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি। দুপুর নাগাদ রাজধানী ঢাকাও ভিজেছে এক পশলা শীতল বর্ষণে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টির ফলে রাজধানীসহ দেশের নানা অঞ্চলে গরমের প্রভাব অনেকটাই কমে এসেছে। এমন স্বস্তিদায়ক আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে তারা।
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, প্রায় সব বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রায় তেমন বড় কোনো পরিবর্তন না ঘটলেও, আগামী বুধবারের পর ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কমবে। তবে শুক্রবার পর্যন্ত দেশের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টি কমে গেলে আবারও তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৪১ মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে—৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
প্রকৃতির এই স্বস্তির পরশে কিছুটা হলেও হাঁফ ছেড়ে বেঁচেছে দেশের মানুষ।