ঢাকা , শনিবার, ০১ নভেম্বর ২০২৫ , ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যবহৃত মোবাইল ফোন নিবন্ধিত কি না, যেভাবে জানবেন প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার প্রেমিকের মৃত্যু সালমান শাহর ভক্তদের স্লোগানে উত্তাল প্রেসক্লাব টাঙ্গাইলে অসময়ে রেকর্ড বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা তেলেঙ্গানার মন্ত্রী হলেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার থ্রিতে অগ্নিকাণ্ড এনসিপিকে ‘শাপলা’ না দেওয়ার কারণ জানালেন সারোয়ার তুষার শতাব্দীর সব থেকে ভয়াবহ তাণ্ডব চালিয়ে অবশেষে দুর্বল হলো ঘূর্ণিঝড় মেলিসা বোনকে খুন করে হাত-পা ভেঙে লাশ বস্তায় ভরেন ভাই, পুলিশকে বলেন ‘বস্তায় গম হ্যালোইনের সঙ্গে কুমড়োর যে সম্পর্ক আজীবন ফিলিস্তিনের পক্ষে লড়াই করা সেই নারী এখন প্রেসিডেন্ট মোটরসাইকেলের তেলের ট্যাংকে মিলল ৬ কেজি ভারতীয় রুপা নন-কমপ্লায়েন্ট কারখানা বন্ধ হওয়া দেশের জন্য খারাপ কিছু নয়: প্রেস সচিব সেন্ট মার্টিনে পর্যটকদের জন্য ১২ নতুন নির্দেশনা ট্রাম্পের পর কানাডা-জাপানের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন শি বিএনপির উচিত ছিল আগেই সংস্কার কমিশন বয়কট করা : আব্দুল্লাহ তাহের টানা ৩০ দিন কাঁচা রসুন খেলে শরীরে যা ঘটবে ‘বিদায়’ বলে ইনস্টাগ্রামের সব ছবি মুছে দিলেন আলিজেহ শাহ ভয় দেখিয়ে লাভ নেই হিন্দুরাও এখন দাঁড়িপাল্লার পক্ষে: গোলাম পরওয়ার সংস্কার প্রস্তাব না মানা নতুন রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস: ডা. তাহের

আজকের মধ্যে অধ্যাদেশ বাতিল না হলে সচিবালয় অচল করার ঘোষণা কর্মকর্তা-কর্মচারীদের

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০৩:৫৬:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০৩:৫৬:৩৬ অপরাহ্ন
আজকের মধ্যে অধ্যাদেশ বাতিল না হলে সচিবালয় অচল করার ঘোষণা কর্মকর্তা-কর্মচারীদের
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ আজকের (২৬ মে) মধ্যে বাতিল না হলে সচিবালয় অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। একইসাথে, কাল থেকে সিএল (ক্যাজুয়াল লিভ) ছুটি নিয়ে দপ্তরে অনুপস্থিত থাকার সিদ্ধান্তও নিয়েছেন তারা।

সোমবার (২৬ মে) সচিবালয়ের কেন্দ্রীয় চত্বরে অবস্থান নিয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। তিন দিনের আন্দোলনের অংশ হিসেবে আজ সকাল থেকেই শত শত কর্মকর্তা-কর্মচারী অফিসের কাজ ফেলে আন্দোলনে যোগ দেন।

বিক্ষোভে অংশ নেওয়া কর্মীরা মন্ত্রিপরিষদ বিভাগ ও জন প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন এবং সচিবালয়ে প্রবেশের প্রধান ফটকগুলো বন্ধ করে দেন। এতে সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে।

সংযুক্ত পরিষদের নেতারা জানান, অধ্যাদেশটির মাধ্যমে সরকারি চাকরিজীবীদের যেকোনো সময় অব্যাহতির সুযোগ রাখা হয়েছে, যেখানে আপিল বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই। এটি মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করেন তারা। নেতারা আরও বলেন, “এ ধরনের কালাকানুন দেশে চলতে পারে না। এটি স্বাধীনতা ও নিরাপত্তার পরিপন্থী।”

তারা হুঁশিয়ারি দেন, আজকের মধ্যে অধ্যাদেশ বাতিল না হলে আগামীকাল থেকে সচিবালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এর আগে, তিন দিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সন্ধ্যায় সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশিত হলে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাহারের দাবি জানিয়ে আজকের কর্মসূচিতে নামেন তারা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, বিতর্কিত এই অধ্যাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যবহৃত মোবাইল ফোন নিবন্ধিত কি না, যেভাবে জানবেন

ব্যবহৃত মোবাইল ফোন নিবন্ধিত কি না, যেভাবে জানবেন