ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান আড়াই বছর আয়নাঘরে ছিলাম, আদালতে সুব্রত বাইন অঙ্গরাজ্য হতে রাজি হলে কানাডাকে বিনামূল্যে ‘গোল্ডেন ডোম’ দিবেন ট্রাম্প বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের স্লোগানে মুখর নয়াপল্টন গাজা যখন দুর্ভিক্ষের ঝুঁকিতে, তখন নেতানিয়াহু বলছেন ‘কেউ না খেয়ে নেই’ নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না: আমীর খসরু সব মামলায় খালাস তারেক রহমান ও জুবাইদা রহমান বিএনপির তারুণ্যের সমাবেশে যুক্ত হলেন তারেক রহমান অবশেষে মন গললো শাকিবের, তাণ্ডবে থাকছেন নিশো জুলাইয়ের ছাত্র-জনতাকে ধন্যবাদ জানালেন এটিএম আজহারুল ইসলাম একমাত্র মুসলিম দেশ পাকিস্তানের পারমাণবিক শক্তিধর হওয়ার ২৭ বছর ভাইরাল ‘নতুন নোটের’ ছবির বিষয়ে যা জানা গেল বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে পাচারের চেষ্টা, ২ চীনা নাগরিকসহ আটক ৩ গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলে ৯৪০টি অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের মধ্যেই বাল্টিক সাগরে বড় ধরনের নৌ মহড়া রাশিয়ার ইশরাকের মেয়র পদ নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন আপিল বিভাগ সেন্টমার্টিনকে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ মুক্ত করার চেষ্টা করছি: পরিবেশ উপদেষ্টা ভারতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ অস্ট্রেলিয়ার ইতিহাসের সর্বকনিষ্ঠ সিনেটর হলেন শার্লট ওয়াকার ইসরায়েলি বোমা হামলায় গাজার ১১ বছর বয়সী ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদ নিহত

কানাডা ‘বিক্রয়ের জন্য নয়’— ট্রাম্পকে এই বার্তাই দেবেন রাজা চার্লস

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৪:২২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৪:২২:৩৭ অপরাহ্ন
কানাডা ‘বিক্রয়ের জন্য নয়’— ট্রাম্পকে এই বার্তাই দেবেন রাজা চার্লস
কানাডার সংসদে আজ (মঙ্গলবার) একটি ঐতিহাসিক ভাষণ দিতে যাচ্ছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। কানাডায় তার রাজত্বকালের প্রথম সফরে তিনি এই ভাষণের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ‘৫১তম রাষ্ট্র’ সম্পর্কিত মন্তব্যকে প্রত্যাখ্যান করে কানাডার সার্বভৌমত্বের প্রতি এক দৃঢ় বার্তা দেবেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার রাজা চার্লস ও রানি ক্যামিলা অটোয়ায় পৌঁছালে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের অভ্যর্থনা জানানো হয়। এরপর রাজা প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে রিডো হলে বৈঠক করেন। কার্নি সদ্যসমাপ্ত নির্বাচনে ট্রাম্পবিরোধী অবস্থানের ভিত্তিতে নির্বাচিত হন এবং এই সফরকে “সাংবিধানিক রাজতন্ত্রের শক্তি ও কানাডার স্বাধীন পরিচয়ের প্রতীক” বলে উল্লেখ করেন।

প্রায় পাঁচ দশক পর প্রথমবারের মতো একজন রাজার ‘সিংহাসন থেকে ভাষণ’ হতে যাচ্ছে এটি, যেখানে রাজা মূলত কানাডা সরকারের পরামর্শে প্রস্তুতকৃত একটি বক্তব্য পাঠ করবেন। আশা করা হচ্ছে, রাজার এই বক্তব্য যুক্তরাষ্ট্রের একাংশে থাকা ‘কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করার’ প্রস্তাবের বিরুদ্ধে কানাডার অবস্থান স্পষ্ট করে তুলবে।

প্রধানমন্ত্রী কার্নির ভাষ্য অনুযায়ী, ফরাসি ও ইংরেজি ভাষায় প্রদত্ত এ ভাষণ “আমাদের সময়ের গুরুত্ব ও চ্যালেঞ্জের প্রতিফলন ঘটাবে”। সূত্র মতে, ভাষণে একটি বার্তাও থাকবে: “কানাডা বিক্রির জন্য নয়”।

রাজা চার্লস সোমবার বিকেলে আদিবাসী ও ফার্স্ট নেশনস সম্প্রদায়ের নেতাদের সঙ্গেও বৈঠক করেন, যেখানে অ্যাসেম্বলি অব ফার্স্ট নেশনসের প্রধান সিন্ডি উডহাউস উপস্থিত ছিলেন। এছাড়া তিনি অটোয়ার একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেন এবং স্থানীয় জনগণের সঙ্গে উষ্ণ সংযোগ স্থাপন করেন।

‘সার্বভৌমত্ব গুরুত্বপূর্ণ এবং তিনিই এর প্রতীক’—রিডো হলে এক দর্শনার্থীর এই মন্তব্যই যেন সারাংশ হয়ে উঠেছে কানাডার এই ঐতিহাসিক মুহূর্তের। অন্য একজন, অন্টারিও থেকে আসা তেরেসা ম্যাকনাইট বলেন, “কানাডা হুমকি ও ভয় অনুভব করছে। তার এখানে আসা খুবই গুরুত্বপূর্ণ।”

সফরের অংশ হিসেবে রাজা চার্লস কমিউনিটি ইভেন্টেও অংশ নিচ্ছেন, যেমন একটি স্ট্রিট হকি ম্যাচে পাক ছুড়ে খেলা উদ্বোধন এবং স্থানীয় মাপল সিরাপ গ্রহণ।

তবে, সবকিছু ছাপিয়ে রাজার আজকের ভাষণই এই সফরের মূল ফোকাস। আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতির এক জটিল প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটি হতে যাচ্ছে এক প্রতীকী ও কার্যকর বার্তা—কানাডা স্বাধীন, সার্বভৌম এবং দৃঢ়ভাবে নিজের অবস্থানে।

কমেন্ট বক্স
ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান