ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী ইসরাইলকে সহায়তার অভিযোগে ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস রেমিট্যান্স না আসলে সরকারের টিকে থাকা মুশকিল ছিল: প্রধান উপদেষ্টা রোম সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন কুকুর টানাটানি করছিল ব্যাগ, ভেতরে পাওয়া গেল নবজাতকের মরদেহ আইনের বেড়াজাল পেরিয়ে ভালোবাসার পরিণয়, জেলখানায় বিয়ে সম্পন্ন ৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরাইল এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে নোবেল শান্তি পুরস্কারের তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে কমিটি শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান মসজিদুল আকসার খতিবের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত কিশোরগঞ্জের মাহবুব ঢাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত ত্রাণ বিতরণ সিম্বলিক, মূল উদ্দেশ্য ছিল অবরোধ ভাঙা : শহিদুল আলম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছাল ভারী অস্ত্র নিয়ে পাক সেনাদের ওপর আফগানিস্তানের হামলা, সীমান্তে সংঘর্ষ গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল

চীনের অবিবাহিতরা কেন বাংলাদেশি মেয়েদের বিয়ে করছে, পেছনে ভয়াবহ গল্প

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৫:৩২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৫:৩২:১৩ অপরাহ্ন
চীনের অবিবাহিতরা কেন বাংলাদেশি মেয়েদের বিয়ে করছে, পেছনে ভয়াবহ গল্প
বাংলাদেশি নারীদের বিয়ে না করার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। গত রোববার (২৫ মে) এক সতর্ক বার্তায় তারা জানায়, বাংলাদেশি নারীকে বিয়ে করলে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আছে। এই বিয়েকে চীনা দূতাবাস ‘বিদেশি বউ কেনা’ হিসেবে অভিহিত করেছে। বিষয়টি প্রথমে যে কেউ হাস্যরস হিসেবে নেবে। তবে এর পেছনে লুকিয়ে আছে ভয়াবহ এক গল্প।

মঙ্গলবার (২৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, চীনের অবিবাহিত পুরুষরা বাংলাদেশ, মিয়ানমার, নেপালসহ আরও কয়েকটি দেশের নারীদের বিয়ে করছে। বিশেষ করে চীনের প্রত্যন্ত গ্রামের পুরুষরা, কারণ দেশটিতে নারীর তুলনায় পুরুষের সংখ্যা অনেক বেশি।

১৯৮০ সালের দিকে চীনে ভ্রুণ হত্যার হার চূড়ান্ত মাত্রায় পৌঁছায়। সেই সময় বহু কন্যা শিশু জন্মের আগেই হত্যা করা হয়। ফলে গ্রামীণ এলাকাগুলোতে মেয়েদের সংখ্যা কমে যায়। যারা সেই সময় জন্ম নিয়েছিল, এখন তারা বিয়ের উপযোগী হয়েছে। কিন্তু মেয়ে কম থাকায় বিয়ের জন্য তারা ভিনদেশি ‘বউ কিনছে’।

বিভিন্ন সূত্র জানায়, ২০২০ সাল থেকে ২০৫০ সাল পর্যন্ত চীনের প্রায় ৫ কোটি পুরুষ বিয়ে করতে পারবে না। এমন পরিস্থিতিতে মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবিও উঠেছে দেশটিতে।

লুন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক মিং গাও বলেন, “প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় বিয়ের চাহিদা এতটাই বেড়েছে যে, অবৈধ বিয়ের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। প্রতিবেশী দেশ থেকে শিশু ও মেয়েদের পাচার করে এনে বিয়ে দেওয়া হচ্ছে।”

এই পাচারের অন্যতম টার্গেট এখন বাংলাদেশ ও নেপাল। পাচারকারীরা দরিদ্র পরিবারগুলোর মেয়েদের টার্গেট করছে। বিশেষ করে যারা গ্রামে বাস করে। তাদের স্বপ্ন দেখানো হয় ভালো কাজ ও উন্নত ভবিষ্যতের।

কিন্তু চীনে পৌঁছানোর পর ভিন্ন চিত্র দেখা যায়। মেয়েদের কাগজপত্র কেড়ে নেওয়া হয়। তাদের চলাফেরায় বিধিনিষেধ আরোপ করা হয়। এরপর ৫ হাজার থেকে ২০ হাজার ডলারে বিক্রি করা হয় চীনের অবিবাহিত পুরুষদের কাছে। বয়স ও সৌন্দর্যের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয় মূল্য।

এই ‘বিক্রি’কে বলা হয় বিয়ে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মেয়েদের কোনো সম্মতি থাকে না। যারা পাচার হয়, তাদের জোরপূর্বক বিয়ে দিয়ে আটকে রাখা হয়। এমনকি সন্তান নিতে চাপও দেওয়া হয়।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ২০১৯ সালেই মিয়ানমারের নারীদের পাচারের ঘটনা তুলে ধরেছিল। এখন দেখা যাচ্ছে, বাংলাদেশ ও নেপালেও ছড়িয়ে পড়েছে এই পাচারকারীদের জাল। চীনা কৃষক ও শ্রমিকদের কাছে কম দামে ‘ভিনদেশি বউ’ পাইয়ে দেওয়ার নামে চলছে এই মানবপাচার। যারা পালাতে চায়, তাদের আটক করে শাস্তি দেওয়া হয় ‘অবৈধ অনুপ্রবেশকারী’ হিসেবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী

ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী