ঢাকা , বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ , ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে: এ্যানি পাঁচ মেডিকেল কলেজে হচ্ছে বার্ন ইউনিট শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার ৪০ মিনিট অ্যাম্বুলেন্স আটকে রাখলো সিন্ডিকেট, ভেতরে নবজাতকের মৃত্যু ভারতে বাংলাভাষীদের হেনস্তার তীব্র সমালোচনা করলেন মমতা ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে বিএসএফের পুশ ইন
যুদ্ধে নতুন মোড়

এবার ইউক্রেনীয় ড্রোনের বিশাল বহর আকাশেই গুঁড়িয়ে দিলো রাশিয়া

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৩:০০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৩:০০:০২ অপরাহ্ন
এবার ইউক্রেনীয় ড্রোনের বিশাল বহর আকাশেই গুঁড়িয়ে দিলো রাশিয়া
চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়ায় রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় ইউক্রেন ১৬২টি ড্রোন ব্যবহার করেছে, যেগুলো রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।

সোমবার (২ জুন) এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, রবিবার রাত ১৭১০ জিএমটি থেকে ২৩৩০ জিএমটি পর্যন্ত ইউক্রেনীয় ড্রোনগুলো বিভিন্ন অঞ্চলে ঢোকার চেষ্টা করে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ড্রোনগুলো প্রতিহত করা হয়।

এর মধ্যে ৫৭টি ড্রোন কুরস্ক অঞ্চলে এবং ৩১টি বেলগোরোদ অঞ্চলে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই তুরস্কে কিয়েভ ও মস্কোর মধ্যে দ্বিতীয় দফা সরাসরি শান্তি আলোচনা শুরু হয়।

এদিকে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, তারা একটি ‘বৃহৎ আকারের বিশেষ অভিযান’ পরিচালনা করেছে, যেখানে রাশিয়ার অন্তত ৪০টি বোমারু প্লেন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

এসবিইউয়ের প্রকাশিত একটি ভিডিওতে সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলের বেলায়া বিমানঘাঁটিতে ড্রোন হামলার দৃশ্য দেখা যায়। সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়া উড়তে দেখা যায়। ভিডিওতে বেশ কিছু যুদ্ধবিমান মাটিতে পড়ে থাকতে দেখা যায়, যেগুলো আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসবিইউ জানিয়েছে, ওই বিমানঘাঁটিতে থাকা রুশ কৌশলগত বোমারু প্লেনগুলোকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

এছাড়া রাশিয়ার উত্তরাঞ্চলীয় মুরমানস্ক অঞ্চলের ওলেনিয়া বিমানঘাঁটিতেও ইউক্রেন হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটি। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও হামলার কথা স্বীকার করেছে, তবে তারা জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং হামলা প্রতিহত করার চেষ্টা চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল

সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল