ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনে বিক্ষোভ নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী বিমান ছিনতাই করেছিলেন শ্রমিকদের অধিকার নিশ্চিতে নতুন সংবিধানের দাবি এনসিপি’র দুপুরে জানা যাবে জাকসু নির্বাচনের ফল পিত্তথলিতে পাথর কেন হয়, কারা বেশি ঝুঁকিতে? লন্ডনে বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ আগুন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ৩৬৪ সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে একই ‘প্রেমিকের’ সঙ্গে পালালেন দুই জা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ

ইরানে হামলার আগে গোপনে ইসরায়েলে ৩০০ হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠায় যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৭:২২:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৭:২২:১৬ অপরাহ্ন
ইরানে হামলার আগে গোপনে ইসরায়েলে ৩০০ হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠায় যুক্তরাষ্ট্র
ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার ঠিক কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র গোপনে ইসরায়েলে প্রায় ৩০০টি অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য, যা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দ্বৈত অবস্থানকে সামনে এনেছে—একদিকে তারা ইরানের পারমাণবিক ইস্যুতে আলোচনার কথা বললেও অন্যদিকে এমন সামরিক সহায়তা প্রদান করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল আগেই বড় পরিসরে অস্ত্র ও গোলাবারুদ মজুত করতে শুরু করেছিল। তারই অংশ হিসেবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে এই বিপুল পরিমাণ হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা জানান, ইরানে হামলার পরিকল্পনার বিষয়ে ট্রাম্প প্রশাসন আগে থেকেই অবগত ছিল।

এ বিষয়ে এতদিন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ না হলেও, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই দুই মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতেও মার্কিন সেনাবাহিনী ইসরায়েলকে সহায়তা করেছে।

হেলফায়ার হলো লেজারনিয়ন্ত্রিত আকাশ থেকে মাটিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। যদিও এটি পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণ ঘটানোর জন্য নয়, তবুও নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য এটি বিশেষভাবে কার্যকর।

ইসরায়েলের হামলায় ১০০টির বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং তারা কমান্ড সেন্টার ও ইরানের শীর্ষ সামরিক ও পরমাণু কর্মকর্তাদের নিশানা করে। হামলায় নিহতদের মধ্যে ছিলেন আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং সর্বোচ্চ নেতা খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলি শামখানি।

দুই মার্কিন কর্মকর্তা আরও জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন বহু মাস ধরেই ইসরায়েলের এই অভিযানের প্রস্তুতির বিষয়ে জানত এবং আলোচনার সময়ও অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। যেহেতু সরবরাহটি আগে থেকেই ৭৪০ কোটি ডলারের অস্ত্র চুক্তির আওতায় অনুমোদিত ছিল, তাই আলাদাভাবে তা জনসমক্ষে প্রকাশ করতে হয়নি। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

কমেন্ট বক্স