ঢাকা , শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ , ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কতা জারি আমরা এখানে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি-সম্মিলিত নারী প্রয়াস প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ বুর্জ খলিফায় বজ্রপাত, ভিডিও ভাইরাল হাদির মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হাদির মাগফেরাত কামনায় শুক্রবার সারাদেশে বিশেষ দোয়া-প্রার্থনার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন ভেনেজুয়েলার ওপর নৌ অবরোধের হুমকির নিন্দা ইরানের গুম ও নির্যাতনের মামলা শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে’ বলে গাড়ি ম্যানেজ করেন ফয়সাল মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরছেন তারেক রহমান হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে দুই ‘সন্দেহভাজন’ আটক উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও কানাডা যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা শেষ স্ট্যাটাসে হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী দ্রুত বিচার আইনের দুই মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি হাদিকে গুলির আগের রাতে ফয়সাল তার বান্ধবীকে দেশ কাঁপানোর বার্তা দেন মানিক মিয়া এভিনিউয়ে বিএনসিসির বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঢাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির চেকপোস্ট ব্যবস্থা জোরদার ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচারের আবেদন ইনুর

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান, ঠেকাতে ব্যর্থ থাড-আয়রন ডোমও

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০৫:৩৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০৫:৩৬:৪৭ অপরাহ্ন
অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান, ঠেকাতে ব্যর্থ থাড-আয়রন ডোমও
ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার পদ্ধতিতে কৌশলগত পরিবর্তন এনেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরান এখন আর আগের মতো ব্যাপকসংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে না; বরং উন্নত প্রযুক্তির, অধিক নির্ভুল এবং লক্ষ্যভেদে সক্ষম ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোকে আঘাত হানছে।

শনিবার (২১ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ ফুরিয়ে আসছে— ইসরায়েলের এমন দাবি পুরোপুরি ভিত্তিহীন।

এর আগে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছিল, দেশটির বিমান হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্রের অন্তত ৫০ শতাংশ ধ্বংস হয়েছে, যার ফলে ইরানের সক্ষমতা হ্রাস পেয়েছে। তবে ইরানি কর্মকর্তার দাবি, এখন ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো আগের চেয়ে অনেক বেশি কার্যকর ও লক্ষ্যভেদে নিখুঁত।

ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ইরান বর্তমানে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, তা ক্লাস্টার বোমা বহনে সক্ষম। এসব ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট উচ্চতায় (প্রায় ৭ কিলোমিটার) পৌঁছে একাধিক বিস্ফোরক অংশে বিভক্ত হয়ে ৮ কিলোমিটার এলাকা জুড়ে ধ্বংসাত্মক প্রভাব ফেলছে।

সাক্ষাৎকারে ওই ইরানি কর্মকর্তা বলেন, “আমরা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি, যা মার্কিন থাড, প্যাট্রিয়ট, অ্যারো-২, অ্যারো-৩, ডেভিডস স্লিং এবং আয়রন ডোম—সব প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।” যদিও তিনি সেই লক্ষ্যবস্তুর নাম প্রকাশ করেননি।

তিনি আরও বলেন, ক্ষেপণাস্ত্রের সংখ্যা নয়, এখন নির্ভুলতাই বড় শক্তি। ইসরায়েলকে হুঁশিয়ার করে তিনি বলেন, “আমাদের ক্ষমতার ভারসাম্যের সামনে তারা যেন শুধু দর্শক হয়ে না থাকে।”

এদিকে, ইসরায়েলের হামলায় ইরানে হতাহতের সংখ্যা বাড়ছে। শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদমাধ্যম নউর নিউজ জানিয়েছে, গত ১৩ জুন থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েলি হামলায় অন্তত ৪৩০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও সাড়ে ৩ হাজার মানুষ।

এর আগে, ইরান জানিয়েছিল, নিহতের সংখ্যা ২২৪। তবে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, এ সংখ্যা ৬৫৭ জন পর্যন্ত পৌঁছেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কতা জারি

বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কতা জারি