ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে: এ্যানি পাঁচ মেডিকেল কলেজে হচ্ছে বার্ন ইউনিট শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার ৪০ মিনিট অ্যাম্বুলেন্স আটকে রাখলো সিন্ডিকেট, ভেতরে নবজাতকের মৃত্যু ভারতে বাংলাভাষীদের হেনস্তার তীব্র সমালোচনা করলেন মমতা

গাজা-ইউক্রেন সংঘাত বন্ধেও ট্রাম্পের উদ্যোগ চাইলেন এরদোয়ান

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৫:৩৮:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৫:৩৮:৩৯ অপরাহ্ন
গাজা-ইউক্রেন সংঘাত বন্ধেও ট্রাম্পের উদ্যোগ চাইলেন এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন। পাশাপাশি গাজা ও রাশিয়া-ইউক্রেন সংঘাতে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের কাছ থেকে একই ধরনের উদ্যোগ কামনা করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জুন) নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন থেকে ফেরার পথে প্রেস বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন এরদোয়ান। তিনি বলেন, ‘আমি ট্রাম্পকে বলেছি, ইসরায়েল-ইরানের যুদ্ধবিরতিতে আপনি যেভাবে সফল ভূমিকা রেখেছেন, তেমনি গাজা ও রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধেও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছি।’

হরমুজ প্রণালীর প্রসঙ্গ টেনে এরদোয়ান বলেন, ‘প্রণালীটি বন্ধ হলে বড় সংকট তৈরি হবে। আমরা আশা করি, ইরান এমন কিছু করবে না।’

গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, পরে যুক্তরাষ্ট্রও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে। ১২ দিনের এই সংঘাতের পর প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।

এরদোয়ান জানান, ট্রাম্পের সঙ্গে তার ফলপ্রসূ বৈঠকে ন্যাটো অংশীদারত্ব, আঞ্চলিক সংকট ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের গঠনমূলক অবস্থান ট্রাম্পকে জানিয়েছি, এবং তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন।’

এফ-৩৫ যুদ্ধবিমান প্রসঙ্গে এরদোয়ান বলেন, ‘আলোচনা শুরু হয়েছে, আমরা অগ্রগতি আশা করছি।’ এছাড়া তুরস্কের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

সিরিয়ায় এসডিএফ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে তুরস্কের স্পষ্ট অবস্থান জানানো হয়েছে বলেও উল্লেখ করেন এরদোয়ান।

গাজা প্রসঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে আলাপের কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, ‘তিনি জানিয়েছেন, গাজা বিষয়ে ইসরায়েলের সঙ্গে কথা বলবেন। আমি তাকে বলেছি, আপনি এই পদক্ষেপ নিলে আমরা কৃতজ্ঞ থাকব।’

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যেই নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে আন্তর্জাতিক বিচার আদালতে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম

কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম