ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে: এ্যানি পাঁচ মেডিকেল কলেজে হচ্ছে বার্ন ইউনিট শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার ৪০ মিনিট অ্যাম্বুলেন্স আটকে রাখলো সিন্ডিকেট, ভেতরে নবজাতকের মৃত্যু ভারতে বাংলাভাষীদের হেনস্তার তীব্র সমালোচনা করলেন মমতা

উপজেলা পর্যায়ে কোচ নিয়োগের ঘোষণা বিসিবি সভাপতির

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৬:০৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৬:০৭:১৩ অপরাহ্ন
উপজেলা পর্যায়ে কোচ নিয়োগের ঘোষণা বিসিবি সভাপতির
দেশের ক্রিকেটে ঢাকামুখী হওয়ার দিন শেষ—তৃণমূল থেকেই উঠে আসবে আগামী দিনের ক্রিকেট তারকা। এমন আশাবাদী বার্তা দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বরিশালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, দেশের প্রতিটি উপজেলায় কোচ নিয়োগের পরিকল্পনা করছে বিসিবি।

রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা স্টেডিয়ামে উপস্থিত হন বিসিবি সভাপতি। এই প্রথমবার কোনো বিসিবি প্রধান বরিশালের মাঠে এলেন, তাই ক্রিকেটপ্রেমী, খেলোয়াড় ও সংগঠকদের মাঝে ছিলো উৎসবের আমেজ। তবে দীর্ঘদিন ধরে অবহেলিত বরিশাল স্টেডিয়াম নিয়ে ক্ষোভও উঠে আসে।

বিসিবি সভাপতি বলেন, “শুধু বিভাগ নয়, দেশের প্রতিটি উপজেলাতে ক্রিকেট উন্নয়নে একজন করে কোচ থাকবে। এতে করে প্রতিভাবান খেলোয়াড়দের আর ঢাকায় ছুটে আসার দরকার হবে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের টেস্ট মর্যাদার রজতজয়ন্তী উপলক্ষে সাত বিভাগে বিশেষ আয়োজন করেছি। তারই অংশ বরিশাল সফর। এই সফরের মাধ্যমেই নতুন একটি তৃণমূলকেন্দ্রিক উদ্যোগের ঘোষণা দিতে চাই।”

স্টেডিয়ামে ভিড় করা ক্ষুদে ক্রিকেটার ও অভিভাবকদের অনেকে অভিযোগ করেন, বরিশালে দীর্ঘদিন জাতীয় বা জেলা পর্যায়ের কোনো লীগ হয়নি। স্টেডিয়াম সংস্কারের অজুহাতে কার্যক্রম বন্ধ রয়েছে বছরের পর বছর।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস, সোহাগ গাজী ও ফজলে রাব্বি মাঠ পর্যায়ের সমস্যাগুলো বিসিবি সভাপতির সামনে তুলে ধরেন। তারা বরিশালের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন করে খেলাধুলার জোয়ার গড়ার আহ্বান জানান।

অভিভাবকদের কেউ কেউ জানান, সন্তানদের খেলাধুলায় যুক্ত করেও সুযোগ না পাওয়ায় হতাশ হয়েছেন। তবে বিসিবি সভাপতির প্রতিশ্রুতি তাদের আশার আলো দেখিয়েছে।

উল্লেখ্য, ২০০০ সালের ২৬ জুন বাংলাদেশ আইসিসির দশম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পায়। সেই ঐতিহাসিক দিনের রজত জয়ন্তী উদযাপনের অংশ হিসেবেই বরিশালে এই আয়োজন হয়, যেখানে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন বিসিবি সভাপতি এবং তুলে ধরেন তৃণমূলনির্ভর ক্রিকেট গড়ার অঙ্গীকার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম

কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম