ঢাকা , বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্কার মনোনীত অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড মারা গেছেন প্রতিদিন কতটুকু চা খাওয়া যাবে? রোববারের মধ্যে দাবি না মানলে যমুনার সামনে অবস্থানের ঘোষণা জামায়াতসহ ৮ দলের আল-কায়েদার সাথে সম্পর্ক এখন অতীত: সিরিয়ার প্রেসিডেন্ট মাইলস্টোন ট্র্যাজেডি সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু আদালতের বাইরে বিস্ফোরণ আত্মঘাতী হামলা ছিল: পাক স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীর সঙ্গে পরকীয়ার দায়ে বাবাকে কুপিয়ে হত্যা করেন ছেলে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধজাহাজবহর মোতায়েন ঠাকুরগাঁওয়ে নারী সমাবেশে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুলের স্ত্রী ২০২৬ সালে কোন মাসে কত দিন ছুটি? ডায়াবেটিস না থাকলেও রক্তে শর্করা কমে যেতে পারে যেসব কারণে নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ : ইসি আনোয়ারুল ফি দিতে না পারায় বসতে দেওয়া হয়নি পরীক্ষায়, গায়ে আগুন দিলেন কলেজছাত্র সর্বোচ্চটুকু দিয়ে সরকার অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবে - উপদেষ্টা রিজওয়ানা থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার নতুন রূপে আসছে ঢাকার পুলিশ বক্স গাজায় খুলেছে ৮০০ বছর পুরোনো স্কুল পারমাণবিক সক্ষমতার দিকে নজর মিয়ানমারের লতিফ সিদ্দিকীর জামিন আপিলে বহাল পারিশ্রমিক না পেয়ে চলন্ত ট্রেনের পেছনে দৌড়, ভাইরাল কুলি বাপ্পি

উপজেলা পর্যায়ে কোচ নিয়োগের ঘোষণা বিসিবি সভাপতির

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৬:০৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৬:০৭:১৩ অপরাহ্ন
উপজেলা পর্যায়ে কোচ নিয়োগের ঘোষণা বিসিবি সভাপতির
দেশের ক্রিকেটে ঢাকামুখী হওয়ার দিন শেষ—তৃণমূল থেকেই উঠে আসবে আগামী দিনের ক্রিকেট তারকা। এমন আশাবাদী বার্তা দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বরিশালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, দেশের প্রতিটি উপজেলায় কোচ নিয়োগের পরিকল্পনা করছে বিসিবি।

রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা স্টেডিয়ামে উপস্থিত হন বিসিবি সভাপতি। এই প্রথমবার কোনো বিসিবি প্রধান বরিশালের মাঠে এলেন, তাই ক্রিকেটপ্রেমী, খেলোয়াড় ও সংগঠকদের মাঝে ছিলো উৎসবের আমেজ। তবে দীর্ঘদিন ধরে অবহেলিত বরিশাল স্টেডিয়াম নিয়ে ক্ষোভও উঠে আসে।

বিসিবি সভাপতি বলেন, “শুধু বিভাগ নয়, দেশের প্রতিটি উপজেলাতে ক্রিকেট উন্নয়নে একজন করে কোচ থাকবে। এতে করে প্রতিভাবান খেলোয়াড়দের আর ঢাকায় ছুটে আসার দরকার হবে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের টেস্ট মর্যাদার রজতজয়ন্তী উপলক্ষে সাত বিভাগে বিশেষ আয়োজন করেছি। তারই অংশ বরিশাল সফর। এই সফরের মাধ্যমেই নতুন একটি তৃণমূলকেন্দ্রিক উদ্যোগের ঘোষণা দিতে চাই।”

স্টেডিয়ামে ভিড় করা ক্ষুদে ক্রিকেটার ও অভিভাবকদের অনেকে অভিযোগ করেন, বরিশালে দীর্ঘদিন জাতীয় বা জেলা পর্যায়ের কোনো লীগ হয়নি। স্টেডিয়াম সংস্কারের অজুহাতে কার্যক্রম বন্ধ রয়েছে বছরের পর বছর।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস, সোহাগ গাজী ও ফজলে রাব্বি মাঠ পর্যায়ের সমস্যাগুলো বিসিবি সভাপতির সামনে তুলে ধরেন। তারা বরিশালের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন করে খেলাধুলার জোয়ার গড়ার আহ্বান জানান।

অভিভাবকদের কেউ কেউ জানান, সন্তানদের খেলাধুলায় যুক্ত করেও সুযোগ না পাওয়ায় হতাশ হয়েছেন। তবে বিসিবি সভাপতির প্রতিশ্রুতি তাদের আশার আলো দেখিয়েছে।

উল্লেখ্য, ২০০০ সালের ২৬ জুন বাংলাদেশ আইসিসির দশম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পায়। সেই ঐতিহাসিক দিনের রজত জয়ন্তী উদযাপনের অংশ হিসেবেই বরিশালে এই আয়োজন হয়, যেখানে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন বিসিবি সভাপতি এবং তুলে ধরেন তৃণমূলনির্ভর ক্রিকেট গড়ার অঙ্গীকার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিদিন কতটুকু চা খাওয়া যাবে?

প্রতিদিন কতটুকু চা খাওয়া যাবে?